ETV Bharat / state

কুশমণ্ডিতে কলসি ভরা রূপার মু্দ্রা উদ্ধার

পুকুরে পাট জাক দিতে গিয়ে সপ্তম শ্রেণির ছাত্র বিশাল বৈশ্যের চোখে পড়ে একটি পিতলের কলসি ৷ কলসি থেকে উদ্ধার হয় প্রচুর রূপার মুদ্রা ৷ ঘটনাটি দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডি থানার পরমেশ্বরপুরের শ্রীরামপুরের ৷

রুপোর মুদ্রা উদ্ধার
author img

By

Published : Aug 5, 2019, 11:07 AM IST

কুশমণ্ডি, 5 অগাস্ট : পুকুর থেকে উদ্ধার পিতলের কলসি ৷ কলসির মধ্যে পাওয়া গেল প্রাচীনযুগের রূপার মুদ্রা ৷ দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডি থানার পরমেশ্বরপুরের ঘটনা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় কুশমণ্ডি থানার পুলিশ ৷ 46টি রূপার মুদ্রাসহ ভাঙা ওই কলসিটি উদ্ধার করে থানায় নিয়ে যায় ৷

silver coin recovered, pond
এই পুকুর থেকেই উদ্ধার হয় পিতলের কলসিসহ প্রচুর রুপোর মুদ্রা

শনিবার (3 অগাস্ট) কুশমণ্ডি থানার এক নম্বর আকচা গ্রাম পঞ্চায়েতের পরমেশ্বরপুর এলাকার শ্রীরামপুরে দিদির বাড়িতে ঘুরতে আসে বিশাল বৈশ্য । দিদির বাড়ির কাছেই একটি পুকুরে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে পাট জাক দিতে যায় সে ৷ পাট জাক দেওয়ার সময় পুকুরের ধারে একটি পিতলের কলসি দেখতে পায় সে ৷ কলসিটি তুলে সে পাশের কাঁঠাল গাছে ছোড়ে ৷ কলসিটি ভেঙে যায় ৷ সেখান থেকে রূপার মুদ্রা বেরি হয় ৷ পুকুরে আরও অনেকে ছিলেন ৷ এতগুলো পুরোনো মুদ্রা একসঙ্গে দেখে তারা অবাক ৷ অনেকেই মুদ্রা নিয়ে পালিয়ে যায় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে কুশমণ্ডি থানার পুলিশ ৷ 46টি রূপার মুদ্রা উদ্ধার হয় ৷ বাকি মুদ্রাগুলির খোঁজে তল্লাশি চলছে ৷

silver coin recovered, pond
উদ্ধার হওয়া রুপোর মুদ্রা

কুশমণ্ডি থানার IC মানবেন্দ্র সাহা বলেন, "আমরা বিষয়টি তদন্ত করে দেখছি ৷" তবে এখনও জানা যায়নি মুদ্রাগুলি কোন সময়কার ৷

কুশমণ্ডি, 5 অগাস্ট : পুকুর থেকে উদ্ধার পিতলের কলসি ৷ কলসির মধ্যে পাওয়া গেল প্রাচীনযুগের রূপার মুদ্রা ৷ দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডি থানার পরমেশ্বরপুরের ঘটনা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় কুশমণ্ডি থানার পুলিশ ৷ 46টি রূপার মুদ্রাসহ ভাঙা ওই কলসিটি উদ্ধার করে থানায় নিয়ে যায় ৷

silver coin recovered, pond
এই পুকুর থেকেই উদ্ধার হয় পিতলের কলসিসহ প্রচুর রুপোর মুদ্রা

শনিবার (3 অগাস্ট) কুশমণ্ডি থানার এক নম্বর আকচা গ্রাম পঞ্চায়েতের পরমেশ্বরপুর এলাকার শ্রীরামপুরে দিদির বাড়িতে ঘুরতে আসে বিশাল বৈশ্য । দিদির বাড়ির কাছেই একটি পুকুরে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে পাট জাক দিতে যায় সে ৷ পাট জাক দেওয়ার সময় পুকুরের ধারে একটি পিতলের কলসি দেখতে পায় সে ৷ কলসিটি তুলে সে পাশের কাঁঠাল গাছে ছোড়ে ৷ কলসিটি ভেঙে যায় ৷ সেখান থেকে রূপার মুদ্রা বেরি হয় ৷ পুকুরে আরও অনেকে ছিলেন ৷ এতগুলো পুরোনো মুদ্রা একসঙ্গে দেখে তারা অবাক ৷ অনেকেই মুদ্রা নিয়ে পালিয়ে যায় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে কুশমণ্ডি থানার পুলিশ ৷ 46টি রূপার মুদ্রা উদ্ধার হয় ৷ বাকি মুদ্রাগুলির খোঁজে তল্লাশি চলছে ৷

silver coin recovered, pond
উদ্ধার হওয়া রুপোর মুদ্রা

কুশমণ্ডি থানার IC মানবেন্দ্র সাহা বলেন, "আমরা বিষয়টি তদন্ত করে দেখছি ৷" তবে এখনও জানা যায়নি মুদ্রাগুলি কোন সময়কার ৷

Intro:দিদির বাড়ি ঘুরে এসে স্বপ্নাদেশ পেয়ে উদ্ধার প্রচুর রুপার কয়েন সহ পিতলের কলস ।।
কুশমন্ডি ; ০৪ আগস্ট ;- শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থানার পরমেশ্বরপুর এলাকার শ্রীরামপুরে একটি পুকুরে পাট জাক দিতে গিয়ে একটি কলস ভর্তি প্রাচীন যুগের রুপোর মুদ্রা উদ্ধার হলো। পুলিস সূত্রে জানাগিয়েছে বিশাল বৈশ্য নামে একযুবক তার বাবাকে নিয়ে দিদির বাড়ি ঘুরতে এসে বাড়ি থেকে কিছুটা দুরত্তে স্বপ্নাদেশ পেয়ে ঐ পুকুরে আশে এবং পুকুরের ধারে ঐ কলস ভর্তি রুপার কয়েন উদ্দার করে ।
শনিবার কুশমন্ডি থানার ১ নং আকচা গ্রাম পঞ্চায়েতের পরমেশ্বরপুর এলাকার শ্রীরামপুরে দিদির বাড়িতে ঘুরতে আশে সপ্তম শ্রেণির ছাত্র বিশাল বৈশ্য ।প্রায় একসপ্তাহ যাবার পর গত তিন্ দিন ধরে বিশাল বৈশ্য স্বপ্নাদেশ পায় ।স্বপ্নাদেশে এক বয়স্ক লোক বলে ঐ পুকুরে আমি আছি ,আমাকে উদ্ধার কর । সেই মত জ্যাঠা মশাই নিখিল সরকার কে সঙ্গে নিয়ে দিদির বাড়ি থেকে কিছুটা দুরত্তে যায় পাট জাক দিতে ,কিন্তু পুকুরের ধারে তার চোখে পরে এই কলসটা । সেই সময় পুকুরের ধারে প্রচুর লোকজন ছিল । ঐ কলস টি পুকুরের পাশে থাকা একটি কাঁঠাল গাছে ছোড়ার সঙ্গে সঙ্গে কলসের ভিতর থেকে বেরিয়ে আশে প্রচুর রুপার কয়েন । এই দৃশ্য দেখে অবাক সেখানে থাকা লোকজন ।সেখানে থাকা স্থানীয় বাসিন্দারা যে যার মত রুপার কয়েন নিয়ে পালিয়ে যায় । এই ঘটনা জানাজানি হতেই কুশমন্ডি থানার পুলিস ঘটনা স্থলে গিয়ে কলস সহ ৪৬ টি প্রাচীন যুগের মোহর উদ্ধার করে।বাকি মোহরের খোঁজে ওই এলাকার লোকজনের কাছে তল্লাশি চালাচ্ছে পুলিস।প্রাচীন যুগের মোহর দেখতে কুশমন্ডি এলাকাবাসীর মনে উৎসাহ জেগেছে।
এই বিষয়ে বিশাল বৈশ্যর কাকা মানিক চন্দ্র সরকার জানান আমার ভাস্তা গতকাল কে একটি পিতলের কলস সহ রুপার কয়েন পেয়েছিল ,আমার ভাস্তা গত কয়েকদিন থেকে স্বপ্নাদেশ পাচ্ছিল , ।স্বপ্নাদেশে এক বয়স্ক লোক বলে ঐ পুকুরে আমি আছি ,আমাকে উদ্ধার কর । সেই মত জ্যাঠা মশাই নিখিল সরকার কে সঙ্গে নিয়ে দিদির বাড়ি থেকে কিছুটা দুরত্তে যায় পাট জাক দিতে ,কিন্তু পুকুরের ধারে তার চোখে পরে এই কলসটা । সেই সময় পুকুরের ধারে প্রচুর লোকজন ছিল । ঐ কলস টি পুকুরের পাশে থাকা একটি কাঁঠাল গাছে ছোড়ার সঙ্গে সঙ্গে কলসের ভিতর থেকে বেরিয়ে আশে প্রচুর রুপার কয়েন । এই দৃশ্য দেখে অবাক সেখানে থাকা লোকজন ।সেখানে থাকা স্থানীয় বাসিন্দারা যে যার মত রুপার কয়েন নিয়ে পালিয়ে যায় ।ঘটনার খবর পেয়ে ছুটে আশে কুশমন্ডি থানার পুলিশ ,পুলিশ এসে ৪৬ টা রুপার কয়েন সহ পিতলের ভাঙ্গা কলসটি উদ্ধার করে থানায় নিয়ে যায় ।
কুশমন্ডি থানার আইসি মানবেন্দ্র সাহা বলেন পরমেশ্বরপুর এলাকা থেকে একটি কলসে কিছু প্রাচীন যুগের কয়েন উদ্ধার করা হয়েছে।বাকি কিছু কয়েন সেখানে থাকা লোকজন নিয়ে পালিয়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছে আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।রুপার কয়েনের খোঁজে তল্লাশি চলছে ।
Body:দিদির বাড়ি ঘুরে এসে স্বপ্নাদেশ পেয়ে উদ্ধার প্রচুর রুপার কয়েন সহ পিতলের কলস ।।
কুশমন্ডি ; ০৪ আগস্ট ;- শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থানার পরমেশ্বরপুর এলাকার শ্রীরামপুরে একটি পুকুরে পাট জাক দিতে গিয়ে একটি কলস ভর্তি প্রাচীন যুগের রুপোর মুদ্রা উদ্ধার হলো। পুলিস সূত্রে জানাগিয়েছে বিশাল বৈশ্য নামে একযুবক তার বাবাকে নিয়ে দিদির বাড়ি ঘুরতে এসে বাড়ি থেকে কিছুটা দুরত্তে স্বপ্নাদেশ পেয়ে ঐ পুকুরে আশে এবং পুকুরের ধারে ঐ কলস ভর্তি রুপার কয়েন উদ্দার করে ।
শনিবার কুশমন্ডি থানার ১ নং আকচা গ্রাম পঞ্চায়েতের পরমেশ্বরপুর এলাকার শ্রীরামপুরে দিদির বাড়িতে ঘুরতে আশে সপ্তম শ্রেণির ছাত্র বিশাল বৈশ্য ।প্রায় একসপ্তাহ যাবার পর গত তিন্ দিন ধরে বিশাল বৈশ্য স্বপ্নাদেশ পায় ।স্বপ্নাদেশে এক বয়স্ক লোক বলে ঐ পুকুরে আমি আছি ,আমাকে উদ্ধার কর । সেই মত জ্যাঠা মশাই নিখিল সরকার কে সঙ্গে নিয়ে দিদির বাড়ি থেকে কিছুটা দুরত্তে যায় পাট জাক দিতে ,কিন্তু পুকুরের ধারে তার চোখে পরে এই কলসটা । সেই সময় পুকুরের ধারে প্রচুর লোকজন ছিল । ঐ কলস টি পুকুরের পাশে থাকা একটি কাঁঠাল গাছে ছোড়ার সঙ্গে সঙ্গে কলসের ভিতর থেকে বেরিয়ে আশে প্রচুর রুপার কয়েন । এই দৃশ্য দেখে অবাক সেখানে থাকা লোকজন ।সেখানে থাকা স্থানীয় বাসিন্দারা যে যার মত রুপার কয়েন নিয়ে পালিয়ে যায় । এই ঘটনা জানাজানি হতেই কুশমন্ডি থানার পুলিস ঘটনা স্থলে গিয়ে কলস সহ ৪৬ টি প্রাচীন যুগের মোহর উদ্ধার করে।বাকি মোহরের খোঁজে ওই এলাকার লোকজনের কাছে তল্লাশি চালাচ্ছে পুলিস।প্রাচীন যুগের মোহর দেখতে কুশমন্ডি এলাকাবাসীর মনে উৎসাহ জেগেছে।
এই বিষয়ে বিশাল বৈশ্যর কাকা মানিক চন্দ্র সরকার জানান আমার ভাস্তা গতকাল কে একটি পিতলের কলস সহ রুপার কয়েন পেয়েছিল ,আমার ভাস্তা গত কয়েকদিন থেকে স্বপ্নাদেশ পাচ্ছিল , ।স্বপ্নাদেশে এক বয়স্ক লোক বলে ঐ পুকুরে আমি আছি ,আমাকে উদ্ধার কর । সেই মত জ্যাঠা মশাই নিখিল সরকার কে সঙ্গে নিয়ে দিদির বাড়ি থেকে কিছুটা দুরত্তে যায় পাট জাক দিতে ,কিন্তু পুকুরের ধারে তার চোখে পরে এই কলসটা । সেই সময় পুকুরের ধারে প্রচুর লোকজন ছিল । ঐ কলস টি পুকুরের পাশে থাকা একটি কাঁঠাল গাছে ছোড়ার সঙ্গে সঙ্গে কলসের ভিতর থেকে বেরিয়ে আশে প্রচুর রুপার কয়েন । এই দৃশ্য দেখে অবাক সেখানে থাকা লোকজন ।সেখানে থাকা স্থানীয় বাসিন্দারা যে যার মত রুপার কয়েন নিয়ে পালিয়ে যায় ।ঘটনার খবর পেয়ে ছুটে আশে কুশমন্ডি থানার পুলিশ ,পুলিশ এসে ৪৬ টা রুপার কয়েন সহ পিতলের ভাঙ্গা কলসটি উদ্ধার করে থানায় নিয়ে যায় ।
কুশমন্ডি থানার আইসি মানবেন্দ্র সাহা বলেন পরমেশ্বরপুর এলাকা থেকে একটি কলসে কিছু প্রাচীন যুগের কয়েন উদ্ধার করা হয়েছে।বাকি কিছু কয়েন সেখানে থাকা লোকজন নিয়ে পালিয়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছে আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।রুপার কয়েনের খোঁজে তল্লাশি চলছে ।
Conclusion:দিদির বাড়ি ঘুরে এসে স্বপ্নাদেশ পেয়ে উদ্ধার প্রচুর রুপার কয়েন সহ পিতলের কলস ।।
কুশমন্ডি ; ০৪ আগস্ট ;- শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থানার পরমেশ্বরপুর এলাকার শ্রীরামপুরে একটি পুকুরে পাট জাক দিতে গিয়ে একটি কলস ভর্তি প্রাচীন যুগের রুপোর মুদ্রা উদ্ধার হলো। পুলিস সূত্রে জানাগিয়েছে বিশাল বৈশ্য নামে একযুবক তার বাবাকে নিয়ে দিদির বাড়ি ঘুরতে এসে বাড়ি থেকে কিছুটা দুরত্তে স্বপ্নাদেশ পেয়ে ঐ পুকুরে আশে এবং পুকুরের ধারে ঐ কলস ভর্তি রুপার কয়েন উদ্দার করে ।
শনিবার কুশমন্ডি থানার ১ নং আকচা গ্রাম পঞ্চায়েতের পরমেশ্বরপুর এলাকার শ্রীরামপুরে দিদির বাড়িতে ঘুরতে আশে সপ্তম শ্রেণির ছাত্র বিশাল বৈশ্য ।প্রায় একসপ্তাহ যাবার পর গত তিন্ দিন ধরে বিশাল বৈশ্য স্বপ্নাদেশ পায় ।স্বপ্নাদেশে এক বয়স্ক লোক বলে ঐ পুকুরে আমি আছি ,আমাকে উদ্ধার কর । সেই মত জ্যাঠা মশাই নিখিল সরকার কে সঙ্গে নিয়ে দিদির বাড়ি থেকে কিছুটা দুরত্তে যায় পাট জাক দিতে ,কিন্তু পুকুরের ধারে তার চোখে পরে এই কলসটা । সেই সময় পুকুরের ধারে প্রচুর লোকজন ছিল । ঐ কলস টি পুকুরের পাশে থাকা একটি কাঁঠাল গাছে ছোড়ার সঙ্গে সঙ্গে কলসের ভিতর থেকে বেরিয়ে আশে প্রচুর রুপার কয়েন । এই দৃশ্য দেখে অবাক সেখানে থাকা লোকজন ।সেখানে থাকা স্থানীয় বাসিন্দারা যে যার মত রুপার কয়েন নিয়ে পালিয়ে যায় । এই ঘটনা জানাজানি হতেই কুশমন্ডি থানার পুলিস ঘটনা স্থলে গিয়ে কলস সহ ৪৬ টি প্রাচীন যুগের মোহর উদ্ধার করে।বাকি মোহরের খোঁজে ওই এলাকার লোকজনের কাছে তল্লাশি চালাচ্ছে পুলিস।প্রাচীন যুগের মোহর দেখতে কুশমন্ডি এলাকাবাসীর মনে উৎসাহ জেগেছে।
এই বিষয়ে বিশাল বৈশ্যর কাকা মানিক চন্দ্র সরকার জানান আমার ভাস্তা গতকাল কে একটি পিতলের কলস সহ রুপার কয়েন পেয়েছিল ,আমার ভাস্তা গত কয়েকদিন থেকে স্বপ্নাদেশ পাচ্ছিল , ।স্বপ্নাদেশে এক বয়স্ক লোক বলে ঐ পুকুরে আমি আছি ,আমাকে উদ্ধার কর । সেই মত জ্যাঠা মশাই নিখিল সরকার কে সঙ্গে নিয়ে দিদির বাড়ি থেকে কিছুটা দুরত্তে যায় পাট জাক দিতে ,কিন্তু পুকুরের ধারে তার চোখে পরে এই কলসটা । সেই সময় পুকুরের ধারে প্রচুর লোকজন ছিল । ঐ কলস টি পুকুরের পাশে থাকা একটি কাঁঠাল গাছে ছোড়ার সঙ্গে সঙ্গে কলসের ভিতর থেকে বেরিয়ে আশে প্রচুর রুপার কয়েন । এই দৃশ্য দেখে অবাক সেখানে থাকা লোকজন ।সেখানে থাকা স্থানীয় বাসিন্দারা যে যার মত রুপার কয়েন নিয়ে পালিয়ে যায় ।ঘটনার খবর পেয়ে ছুটে আশে কুশমন্ডি থানার পুলিশ ,পুলিশ এসে ৪৬ টা রুপার কয়েন সহ পিতলের ভাঙ্গা কলসটি উদ্ধার করে থানায় নিয়ে যায় ।
কুশমন্ডি থানার আইসি মানবেন্দ্র সাহা বলেন পরমেশ্বরপুর এলাকা থেকে একটি কলসে কিছু প্রাচীন যুগের কয়েন উদ্ধার করা হয়েছে।বাকি কিছু কয়েন সেখানে থাকা লোকজন নিয়ে পালিয়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছে আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।রুপার কয়েনের খোঁজে তল্লাশি চলছে ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.