গঙ্গারামপুর, 19 জুলাই : উচ্চ মাধ্যমিকে খারাপ ফল করার পর ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হল এক যুবতির ৷ গঙ্গারামপুরেরব ফুলবাড়ি এলাকার ঘটনা ৷ মৃতার নাম প্রিয়া বর্মণ (18) ৷
পরিবার সূত্রে জানা গেছে, উচ্চ মাধ্যমিক ফল বেরনোর পর থেকেই মন খারাপ ছিল প্রিয়ার । প্রতিদিনের মতো রাতে সবার সঙ্গে খাওয়ার পর ঘুমোতে যায় সে । রাতের দিকে তার পরিবারের সদস্যরা দেখেন, বিছানায় নেই প্রিয়া । শুরু হয় খোঁজ ৷ শোওয়ার ঘরের পাশের ঘরে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান তাঁরা ৷ খবর দেওয়া হয় গঙ্গারামপুর থানায় । পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ময়নাতদন্তে পাঠায় ৷
এবিষয়ে পরিবারের সদস্য অমিয় বর্মণ বলেন, "উচ্চ মাধ্যমিকের ফল খারাপ হওয়ায় ও আত্মহত্যার পথ বেছে নেবে ভাবতে পারিনি । আমরা অনেক করে বুঝিয়েছিলাম ৷ এভাবে মারা যাবে কোনওদিন ভাবিনি ।’’ ঘটনার তদন্ত করছে গঙ্গারামপুর থানার পুলিশ ।