ETV Bharat / state

দক্ষিণ দিনাজপুর জেলায় শুরু পুলিশকর্মীদের COVID-19 পরীক্ষা - কোরোনা ভাইরাস

দক্ষিণ দিনাজপুরের পুলিশকর্মীদের সোয়াব নমুনা সংগ্রহের কাজ শুরু হল । আজ প্রায় 70জনের সোয়াব নমুনা সংগ্রহ করা হয় ।

sdin
sdin
author img

By

Published : Jun 21, 2020, 6:16 AM IST

গঙ্গারামপুর, 20জুন : গঙ্গারামপুর থানার পুলিশের সোয়াব নমুনা সংগ্রহের কাজ শুরু হল । আজ গঙ্গারামপুর ব্লক চত্বরে ক্যাম্প করে সোয়াব নমুনা সংগ্রহ করেন ব্লক স্বাস্থ্যকর্মীরা । প্রায় 70 জনের সোয়াব নমুনা সংগ্রহ করা হয় । জেলার মধ্যে এই প্রথমবার গঙ্গারামপুর পুলিশের সোয়াব নমুনা সংগ্রহ করল জেলা স্বাস্থ্যদপ্তর । তাঁদের নমুনা COVID-19 পরীক্ষার জন্য পাঠানো হবে ।

লকডাউনে জীবনের ঝুঁকি নিয়ে যাঁরা কাজ করেছেন তাঁদের মধ্যে পুলিশ প্রশাসন অন্যতম । তাঁদের সুরক্ষার কথা মাথায় রেখেই দক্ষিণ দিনাজপুর জেলাতেও শুরু হল পুলিশের সোয়াব নমুনা সংগ্রহের কাজ । আগামী কয়েকদিন দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন থানায় নমুনা সংগ্রহের কাজ চলবে ।

গঙ্গারামপুর ব্লকের পঞ্চায়েত সমিতির ঘরগুলিতে সবাইকে প্রবেশ করতে দেওয়া হয় না । তাই এইখানেই শুরু হয়ে নমুনা সংগ্রহের কাজ । এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পূর্ণেন্দু কুমার কুণ্ডু, OC সমীর মণ্ডল, SI শুভঙ্কর চক্রবর্তী,টাউনবাবু গৌরব হাসদা,ASI প্রদীপ রাজবংশী এবং গঙ্গারামপুর ব্লক স্বাস্থ্যআধিকারিক কৌশিক আদিত্য সহ প্রমুখ । আজ এই ক্যাম্প থেকে মোট 70জনের নমুনা সংগ্রহ করা হয় । পুলিশকর্মী, ভিলেজ পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের নমুনা সংগ্রহ করা হয়েছে ।

জেলা পুলিশ সুপারের নির্দেশই পুলিশকর্মীদের সোয়াব নমুনা সংগ্রহের কাজ শুরু হয়েছে । দক্ষিণ দিনাজপুরের সমস্ত থানার পুলিশকর্মী, সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশের কোরোনা পরীক্ষা করা হবে । আজ গঙ্গারামপুর থানার 47জন পুলিশ ও 23জন সিভিক ভলেন্টিয়ারের সোয়াব নমুনা সংগ্রহ করে কোরোনা পরীক্ষার জন্য পাঠানো হল ।

এই বিষয়ে গঙ্গারামপুর থানার IC পূর্ণেন্দু কুমার কুণ্ডু জানান, গঙ্গারামপুর থানার পুলিশের সোয়াব নমুনা সংগ্রহ করার কাজ শুরু হল । শনিবার গঙ্গারামপুর ব্লক চত্বরে ক্যাম্প করে সোয়াব নমুনা সংগ্রহ করেন গঙ্গারামপুর ব্লক স্বাস্থ্যকর্মীরা । প্রায় 70 জনের নমুনা সংগ্রহ করেন । জেলার মধ্যে এই প্রথমবার গঙ্গারামপুর পুলিশের সোয়াব নমুনা সংগ্রহ করল জেলা স্বাস্থ্যদপ্তর । আগামীদিনে জেলার বিভিন্ন থানায় নমুনা সংগ্রহ করা হবে ।

গঙ্গারামপুর, 20জুন : গঙ্গারামপুর থানার পুলিশের সোয়াব নমুনা সংগ্রহের কাজ শুরু হল । আজ গঙ্গারামপুর ব্লক চত্বরে ক্যাম্প করে সোয়াব নমুনা সংগ্রহ করেন ব্লক স্বাস্থ্যকর্মীরা । প্রায় 70 জনের সোয়াব নমুনা সংগ্রহ করা হয় । জেলার মধ্যে এই প্রথমবার গঙ্গারামপুর পুলিশের সোয়াব নমুনা সংগ্রহ করল জেলা স্বাস্থ্যদপ্তর । তাঁদের নমুনা COVID-19 পরীক্ষার জন্য পাঠানো হবে ।

লকডাউনে জীবনের ঝুঁকি নিয়ে যাঁরা কাজ করেছেন তাঁদের মধ্যে পুলিশ প্রশাসন অন্যতম । তাঁদের সুরক্ষার কথা মাথায় রেখেই দক্ষিণ দিনাজপুর জেলাতেও শুরু হল পুলিশের সোয়াব নমুনা সংগ্রহের কাজ । আগামী কয়েকদিন দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন থানায় নমুনা সংগ্রহের কাজ চলবে ।

গঙ্গারামপুর ব্লকের পঞ্চায়েত সমিতির ঘরগুলিতে সবাইকে প্রবেশ করতে দেওয়া হয় না । তাই এইখানেই শুরু হয়ে নমুনা সংগ্রহের কাজ । এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পূর্ণেন্দু কুমার কুণ্ডু, OC সমীর মণ্ডল, SI শুভঙ্কর চক্রবর্তী,টাউনবাবু গৌরব হাসদা,ASI প্রদীপ রাজবংশী এবং গঙ্গারামপুর ব্লক স্বাস্থ্যআধিকারিক কৌশিক আদিত্য সহ প্রমুখ । আজ এই ক্যাম্প থেকে মোট 70জনের নমুনা সংগ্রহ করা হয় । পুলিশকর্মী, ভিলেজ পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের নমুনা সংগ্রহ করা হয়েছে ।

জেলা পুলিশ সুপারের নির্দেশই পুলিশকর্মীদের সোয়াব নমুনা সংগ্রহের কাজ শুরু হয়েছে । দক্ষিণ দিনাজপুরের সমস্ত থানার পুলিশকর্মী, সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশের কোরোনা পরীক্ষা করা হবে । আজ গঙ্গারামপুর থানার 47জন পুলিশ ও 23জন সিভিক ভলেন্টিয়ারের সোয়াব নমুনা সংগ্রহ করে কোরোনা পরীক্ষার জন্য পাঠানো হল ।

এই বিষয়ে গঙ্গারামপুর থানার IC পূর্ণেন্দু কুমার কুণ্ডু জানান, গঙ্গারামপুর থানার পুলিশের সোয়াব নমুনা সংগ্রহ করার কাজ শুরু হল । শনিবার গঙ্গারামপুর ব্লক চত্বরে ক্যাম্প করে সোয়াব নমুনা সংগ্রহ করেন গঙ্গারামপুর ব্লক স্বাস্থ্যকর্মীরা । প্রায় 70 জনের নমুনা সংগ্রহ করেন । জেলার মধ্যে এই প্রথমবার গঙ্গারামপুর পুলিশের সোয়াব নমুনা সংগ্রহ করল জেলা স্বাস্থ্যদপ্তর । আগামীদিনে জেলার বিভিন্ন থানায় নমুনা সংগ্রহ করা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.