ETV Bharat / state

হিলিতে উদ্ধার খোয়া যাওয়া 42টি মোবাইল, ধৃত এক

খোয়া যাওয়া 42টি মোবাইল উদ্ধার করল পুলিশ ৷ ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী দক্ষিণ দিনাজপুরের হিলি থেকে উদ্ধার হল ফোনগুলি ৷ যার বাজারদর প্রায় 6 লাখ টাকা ৷ ঘটনায় এক যুবককে গ্রেফতারও করা হয়েছে ৷

WB_SDIN_01_GANGARAMPUR_MOBILE_RECOVERY_WB10011
হিলিতে উদ্ধার খোয়া যাওয়া 42টি মোবাইল, ধৃত এক
author img

By

Published : Mar 26, 2021, 5:20 PM IST

গঙ্গারামপুর, 26 মার্চ : চুরি হওয়া 42টি মোবাইল উদ্ধার করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ ৷ মোবাইল চুরির অভিযোগে গ্রেফতার করা হল একজনকে ৷

মোবাইল চুরি চক্রের সঙ্গে জড়িতদের সন্ধান চালাচ্ছে পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, গত 23 মার্চ গঙ্গারামপুর থানার বসাক পাড়া এলাকার একটি মোবাইলের দোকান থেকে কয়েক লাখ টাকার ফোন চুরি হয় ৷ গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দোকানের মালিক ৷ তদন্তে নেমে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী হিলি থেকে এক যুবককে গ্রেফতার করে পুলিশ ৷ তার কাছে থেকেই 42টি ফোন উদ্ধার হয় ৷ যার বাজারদর প্রায় 6 লাখ টাকা ৷

আরও পড়ুন : 77টি মোবাইল, 31টি সিম সহ মুর্শিদাবাদে গ্রেপ্তার দুই

শুক্রবার গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দুকুমার কুন্ডুকে সঙ্গে নিয়ে একটি সাংবাদিক বৈঠক করেন পুলিশ সুপার দেবর্ষি দত্ত ৷ তিনি জানান, ধৃত যুবকের নাম হুমায়ুন মন্ডল (25) ৷ তার বাড়ি হিলি থানা এলাকায় ৷ চুরির ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে ।

গঙ্গারামপুর, 26 মার্চ : চুরি হওয়া 42টি মোবাইল উদ্ধার করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ ৷ মোবাইল চুরির অভিযোগে গ্রেফতার করা হল একজনকে ৷

মোবাইল চুরি চক্রের সঙ্গে জড়িতদের সন্ধান চালাচ্ছে পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, গত 23 মার্চ গঙ্গারামপুর থানার বসাক পাড়া এলাকার একটি মোবাইলের দোকান থেকে কয়েক লাখ টাকার ফোন চুরি হয় ৷ গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দোকানের মালিক ৷ তদন্তে নেমে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী হিলি থেকে এক যুবককে গ্রেফতার করে পুলিশ ৷ তার কাছে থেকেই 42টি ফোন উদ্ধার হয় ৷ যার বাজারদর প্রায় 6 লাখ টাকা ৷

আরও পড়ুন : 77টি মোবাইল, 31টি সিম সহ মুর্শিদাবাদে গ্রেপ্তার দুই

শুক্রবার গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দুকুমার কুন্ডুকে সঙ্গে নিয়ে একটি সাংবাদিক বৈঠক করেন পুলিশ সুপার দেবর্ষি দত্ত ৷ তিনি জানান, ধৃত যুবকের নাম হুমায়ুন মন্ডল (25) ৷ তার বাড়ি হিলি থানা এলাকায় ৷ চুরির ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.