ETV Bharat / state

নিষেধাজ্ঞা উড়িয়ে DJ -র তালে কোমর দোলালেন মন্ত্রী, ভাইরাল ভিডিয়ো - মন্ত্রীর নাচের ভিডিয়ো ভাইরাল

উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য নিষেধাজ্ঞা থাকলেও তপন BDO চত্বরে DJ বক্স বাজিয়ে হল দোল উৎসব ৷ প্রশাসনিক কর্তাদের সঙ্গে গানের তালে নাচলেন মন্ত্রী বাচ্চু হাঁসদা৷

Played DJ box minister danced Tapan
ভাইরাল ভিডিয়ো
author img

By

Published : Mar 10, 2020, 9:51 PM IST

Updated : Mar 10, 2020, 10:03 PM IST

তপন, ১০ মার্চ: উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য দোল উৎসবে নিষেধাজ্ঞা ছিল মাইক বাজানোয়। ফলে এবার দোল পূর্ণিমায় আয়োজিত সঙ্গীত ও নৃত্য আনুষ্ঠানগুলি মাইক ছাড়াই হয়। তবে ব্যতিক্রম দক্ষিণ দিনাজপুরের তপন ব্লক চত্বর। যেখানে মাইক ও DJ বক্স বাজিয়ে কোমর দুলিয়ে নাচলেন স্বয়ং রাজ্যের মন্ত্রী বাচ্চু হাঁসদা। মুহুর্তে যে ভিডিয়ো ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। শুরু হয় সমালোচনা। নেটিজেনরা প্রশ্ন তোলে, মন্ত্রীর জন্য কি আলাদা আইন আছে? মন্ত্রীর সাফাই, "নিষেধাজ্ঞা থাকলেও সব জায়গাতেই মাইক বাজানো হয়েছে।"

গতকাল তপন BDO অফিস চত্বরে দোল উৎসবের বিশেষ আনুষ্ঠান আয়োজন করা হয়। যেখানে সপরিবারে হাজির ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বাচ্চু হাঁসদা। তপন ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি রাজু দাস, স্থানীয় BDO ছোগেল মোক্তান তামাংসহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। এছাড়াও সাধারণ মানুষ ভিড় জমান দোল উৎসবের আনন্দ নিতে। অভিযোগ, প্রশাসনের কর্তারাই প্রশাসনিক নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে মূল অনুষ্ঠান শেষে DJ বক্স ও মাইক বাজিয়ে নাচানাচি শুরু করেন৷ গানের তালে কোমর দুলিয়ে নাচেন বাচ্চু হাঁসদাও। যে ঘটনা জানাজানি হতেই সমালোচনার ঝড় ওঠে দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে। যেখানে প্রশাসনের পক্ষ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার তিনদিন আগে থেকে মাইক বাজানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেখানে কী করে মাইক বাজিয়ে দোল উৎসব পালন করা হয়, এমনকী মন্ত্রী ও জেলার প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে। স্বয়ং মন্ত্রীকে যেখানে নাচতে দেখা যায়৷ গোটা ঘটনায় সরব হয়েছে BJP।

DJ-এর তালে নাচলেন রাজ্যের মন্ত্রী, সরব BJP

এবিষয়ে BJP-র রাজ্য নেতা নীলাঞ্জন রায় বলেন, "তপনে BDO অফিস প্রাঙ্গণে মন্ত্রী উদ্দামভাবে নাচছেন, তারস্বরে মাইক বাজছে। এটা প্রমাণ করে তৃণমূলের জন্য এক আইন আর বিরোধী ও সাধারণ মানুষের জন্য অন্য আইন।"

উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বাচ্চু হাঁসদার সাফাই, "তপন উৎসব কমিটির পক্ষ থেকে এই দোল উৎসবের আয়োজন করা হয়েছিল। আমন্ত্রিত ছিলাম। সকলের সঙ্গে তালে তালে একটু নেচেছিলাম।" কিন্তু উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য যে মাইক বাজানোয় নিষেধাজ্ঞা রয়েছে? এই প্রশ্নে মন্ত্রীর উত্তর, "তপন BDO অফিসের ভেতরে অনুষ্ঠানটি হচ্ছিল। মাইকের আওয়াজ বাইরে যাওয়ার কথাই নয়।" এতে সাধারণ মানুষের অসুবিধা হওয়ার কথা নয় বলেই মনে করছেন মন্ত্রী ৷

তপন, ১০ মার্চ: উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য দোল উৎসবে নিষেধাজ্ঞা ছিল মাইক বাজানোয়। ফলে এবার দোল পূর্ণিমায় আয়োজিত সঙ্গীত ও নৃত্য আনুষ্ঠানগুলি মাইক ছাড়াই হয়। তবে ব্যতিক্রম দক্ষিণ দিনাজপুরের তপন ব্লক চত্বর। যেখানে মাইক ও DJ বক্স বাজিয়ে কোমর দুলিয়ে নাচলেন স্বয়ং রাজ্যের মন্ত্রী বাচ্চু হাঁসদা। মুহুর্তে যে ভিডিয়ো ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। শুরু হয় সমালোচনা। নেটিজেনরা প্রশ্ন তোলে, মন্ত্রীর জন্য কি আলাদা আইন আছে? মন্ত্রীর সাফাই, "নিষেধাজ্ঞা থাকলেও সব জায়গাতেই মাইক বাজানো হয়েছে।"

গতকাল তপন BDO অফিস চত্বরে দোল উৎসবের বিশেষ আনুষ্ঠান আয়োজন করা হয়। যেখানে সপরিবারে হাজির ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বাচ্চু হাঁসদা। তপন ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি রাজু দাস, স্থানীয় BDO ছোগেল মোক্তান তামাংসহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। এছাড়াও সাধারণ মানুষ ভিড় জমান দোল উৎসবের আনন্দ নিতে। অভিযোগ, প্রশাসনের কর্তারাই প্রশাসনিক নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে মূল অনুষ্ঠান শেষে DJ বক্স ও মাইক বাজিয়ে নাচানাচি শুরু করেন৷ গানের তালে কোমর দুলিয়ে নাচেন বাচ্চু হাঁসদাও। যে ঘটনা জানাজানি হতেই সমালোচনার ঝড় ওঠে দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে। যেখানে প্রশাসনের পক্ষ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার তিনদিন আগে থেকে মাইক বাজানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেখানে কী করে মাইক বাজিয়ে দোল উৎসব পালন করা হয়, এমনকী মন্ত্রী ও জেলার প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে। স্বয়ং মন্ত্রীকে যেখানে নাচতে দেখা যায়৷ গোটা ঘটনায় সরব হয়েছে BJP।

DJ-এর তালে নাচলেন রাজ্যের মন্ত্রী, সরব BJP

এবিষয়ে BJP-র রাজ্য নেতা নীলাঞ্জন রায় বলেন, "তপনে BDO অফিস প্রাঙ্গণে মন্ত্রী উদ্দামভাবে নাচছেন, তারস্বরে মাইক বাজছে। এটা প্রমাণ করে তৃণমূলের জন্য এক আইন আর বিরোধী ও সাধারণ মানুষের জন্য অন্য আইন।"

উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বাচ্চু হাঁসদার সাফাই, "তপন উৎসব কমিটির পক্ষ থেকে এই দোল উৎসবের আয়োজন করা হয়েছিল। আমন্ত্রিত ছিলাম। সকলের সঙ্গে তালে তালে একটু নেচেছিলাম।" কিন্তু উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য যে মাইক বাজানোয় নিষেধাজ্ঞা রয়েছে? এই প্রশ্নে মন্ত্রীর উত্তর, "তপন BDO অফিসের ভেতরে অনুষ্ঠানটি হচ্ছিল। মাইকের আওয়াজ বাইরে যাওয়ার কথাই নয়।" এতে সাধারণ মানুষের অসুবিধা হওয়ার কথা নয় বলেই মনে করছেন মন্ত্রী ৷

Last Updated : Mar 10, 2020, 10:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.