ETV Bharat / state

কর্তব্যে গাফিলতি নিয়ে মেসেজ BDO-র, হুমকির অভিযোগ তুলে বিক্ষোভ - accusation of giving threat

100 দিনের কাজে বালুরঘাট ব্লকের পারফমেন্স নিম্নগামী । তাই পঞ্চায়েত কর্মীদের সতর্ক করতে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলেন BDO । কিন্তু অভিযোগ, ওই মেসেজে চাকরি খেয়ে নেওয়ার ও বদলির হুমকি দেওয়া হয়েছে ।

বিক্ষোভ
author img

By

Published : Aug 21, 2019, 7:02 AM IST

বালুরঘাট, 21 অগাস্ট : নিজেদের কর্তব্যে গাফিলতি করছেন পঞ্চায়েত কর্মীরা । এই নিয়ে তাঁদের সতর্ক করতে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করেন বালুরঘাট ব্লকের BDO । কিন্তু পঞ্চায়েত কর্মীদের অভিযোগ, ওই মেসেজে চাকরি খেয়ে নেওয়ার ও বদলির হুমকি দেন BDO । তারই প্রতিবাদে মঙ্গলবার BDO অনুজ সিকদারের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ দেখায় 11 টি গ্রাম পঞ্চায়েতের সরকারি কর্মীরা । অবস্থানকারীদের দাবি, মেসেজের কথা ফিরিয়ে নিতে হবে BDO-কে । না হলে এই অবস্থান বিক্ষোভ থামবে না ।

দক্ষিণ দিনাজপুরের আটটি ব্লকের মধ্যে বালুরঘাট ব্লক অন্যতম । রাজ্য সরকারের নির্দেশ মোতাবেক 100 দিনের কাজে শ্রমদিবস বাড়াতে উদ্যোগী হয়েছে জেলা । জেলা প্রশাসনের এই সংক্রান্ত সমস্ত নির্দেশ পঞ্চায়েত স্তরের কর্মীদের কাছে পৌঁছে দেওয়ার কাজটি করছেন BDO-রা । বালুরঘাট ব্লকের 100 দিনের কাজের খতিয়ান নিম্নগামী হওয়ায় BDO অনুজ সিকদার মঙ্গলবার পঞ্চায়েত কর্মীদের একটি হোয়াটস গ্রুপে মেসেজ পাঠান । পঞ্চায়েত কর্মীদের অভিযোগ, এই মেসেজে চাকরি খাওয়ার ও বদলির হুমকি দেওয়া হয়েছে । অভিযোগ অস্বীকার করেছেন BDO ।

bdo
বালুরঘাট ব্লকের BDO অনুজ সিকদার

BDO বলেন, "জেলার মধ্যে 100 দিনের কাজে বালুরঘাটের ব্লকের পারফরমেন্স নিম্নগামী । এটা যাতে একদম শেষে না পৌঁছায় তাই একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা দিয়েছিলাম । আমি যে মেসেজ করেছি তাতে কোনও ভুল নেই । তাই অবস্থানকারীদের কাছে সেই মেসেজ প্রত্যাহার করার কোনও মানেই হয় না । ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি মেসেজটি প্রত্যাহার করতে বলেন তবেই প্রত্যাহার করব ।"

পঞ্চায়েত কর্মীদের বক্তব্য, বর্ষাকাল হওয়ায় মাটির কোনও কাজ এখন সম্ভব নয় । তাই 100 দিনের কাজ হিসেবে পঞ্চায়েতের তরফে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে । এর ফলে একদিকে যেমন শ্রমদিবস বাড়বে তেমন দরিদ্র শ্রমিকরা কাজও পাবে । তাঁদের অভিযোগ, পঞ্চায়েত স্তরের কর্মীদের জোর করে 100 দিনের কাজ হিসেবে মাটির কাজ করাতে বাধ্য করা হচ্ছে । এরই প্রতিবাদে ও মেসেজের কথা ফিরিয়ে নেওয়ার দাবিতে প্রায় 30 পঞ্চায়েত কর্মী BDO-র ঘরের সামনে বিক্ষোভ দেখায় । পরে বালুরঘাট থানার IC জয়ন্ত দত্ত ও DSP হেড কোয়ার্টার ধীমান মিত্র সহ পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

বালুরঘাট, 21 অগাস্ট : নিজেদের কর্তব্যে গাফিলতি করছেন পঞ্চায়েত কর্মীরা । এই নিয়ে তাঁদের সতর্ক করতে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করেন বালুরঘাট ব্লকের BDO । কিন্তু পঞ্চায়েত কর্মীদের অভিযোগ, ওই মেসেজে চাকরি খেয়ে নেওয়ার ও বদলির হুমকি দেন BDO । তারই প্রতিবাদে মঙ্গলবার BDO অনুজ সিকদারের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ দেখায় 11 টি গ্রাম পঞ্চায়েতের সরকারি কর্মীরা । অবস্থানকারীদের দাবি, মেসেজের কথা ফিরিয়ে নিতে হবে BDO-কে । না হলে এই অবস্থান বিক্ষোভ থামবে না ।

দক্ষিণ দিনাজপুরের আটটি ব্লকের মধ্যে বালুরঘাট ব্লক অন্যতম । রাজ্য সরকারের নির্দেশ মোতাবেক 100 দিনের কাজে শ্রমদিবস বাড়াতে উদ্যোগী হয়েছে জেলা । জেলা প্রশাসনের এই সংক্রান্ত সমস্ত নির্দেশ পঞ্চায়েত স্তরের কর্মীদের কাছে পৌঁছে দেওয়ার কাজটি করছেন BDO-রা । বালুরঘাট ব্লকের 100 দিনের কাজের খতিয়ান নিম্নগামী হওয়ায় BDO অনুজ সিকদার মঙ্গলবার পঞ্চায়েত কর্মীদের একটি হোয়াটস গ্রুপে মেসেজ পাঠান । পঞ্চায়েত কর্মীদের অভিযোগ, এই মেসেজে চাকরি খাওয়ার ও বদলির হুমকি দেওয়া হয়েছে । অভিযোগ অস্বীকার করেছেন BDO ।

bdo
বালুরঘাট ব্লকের BDO অনুজ সিকদার

BDO বলেন, "জেলার মধ্যে 100 দিনের কাজে বালুরঘাটের ব্লকের পারফরমেন্স নিম্নগামী । এটা যাতে একদম শেষে না পৌঁছায় তাই একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা দিয়েছিলাম । আমি যে মেসেজ করেছি তাতে কোনও ভুল নেই । তাই অবস্থানকারীদের কাছে সেই মেসেজ প্রত্যাহার করার কোনও মানেই হয় না । ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি মেসেজটি প্রত্যাহার করতে বলেন তবেই প্রত্যাহার করব ।"

পঞ্চায়েত কর্মীদের বক্তব্য, বর্ষাকাল হওয়ায় মাটির কোনও কাজ এখন সম্ভব নয় । তাই 100 দিনের কাজ হিসেবে পঞ্চায়েতের তরফে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে । এর ফলে একদিকে যেমন শ্রমদিবস বাড়বে তেমন দরিদ্র শ্রমিকরা কাজও পাবে । তাঁদের অভিযোগ, পঞ্চায়েত স্তরের কর্মীদের জোর করে 100 দিনের কাজ হিসেবে মাটির কাজ করাতে বাধ্য করা হচ্ছে । এরই প্রতিবাদে ও মেসেজের কথা ফিরিয়ে নেওয়ার দাবিতে প্রায় 30 পঞ্চায়েত কর্মী BDO-র ঘরের সামনে বিক্ষোভ দেখায় । পরে বালুরঘাট থানার IC জয়ন্ত দত্ত ও DSP হেড কোয়ার্টার ধীমান মিত্র সহ পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

Intro:কর্তব্যে গাফিলতিতে পঞ্চায়েত কর্মীদের চাকরি খাওয়া ও বদলির হুমকি, প্রতিবাদে বিডিওর ঘরের সামনে অবস্থান বিক্ষোভ সরকারি কর্মীদের।। বালুরঘাট, ২০ আগস্ট: পঞ্চায়েত কর্মীদের কর্তব্য গাফিলতির জন্য চাকরি খাওয়া ও বদলির হুমকির মেসেজ বালুরঘাট ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় বালুরঘাট ব্লকের বিডিও অনুজ সিকদারের ঘরের সামনে অবস্থান বিক্ষোভে বসলো ১১ গ্রাম পঞ্চায়েতের সরকারি কর্মীরা। আন্দোলনকারীদের সাফ দাবি হোয়াটস অ্যাপে দেওয়া মেসেজ প্রত্যাহার করতে হবে। তা না হলে তাদের অবস্থান বিক্ষোভ চলবেই। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার আইসি জয়ন্ত দত্ত, ডিএসপি হেড কোয়ার্টার ধীমান মিত্র সহ বিশাল পুলিশ বাহিনী। যদিও বালুরঘাটের বিডিও-র দাবি তিনি কোনো অন্যায় বা ভুল মেসেজ(বার্তা)করেননি। জানা গেছে, দক্ষিণ দিনাজপুর জেলার আটটি ব্লকের মধ্যে বালুরঘাট ব্লক জেলা সদর হওয়ায় অন্যতম। রাজ্য সরকারের নির্দেশ মোতাবেক ১০০ দিনের কাজে শ্রম দিবস বাড়াতে উদ্যোগী হয়েছে জেলাও। জেলা প্রশাসনের নির্দেশ পঞ্চায়েত স্তরে কর্মীদের কাছে পৌঁছে দিচ্ছেন বিডিওরা। এদিকে বর্ষাকাল হওয়ায় মাটির কোন কাজ এখন সম্ভব নয়। ফলে ১০০ দিনের কাজে পঞ্চায়েতেরপক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে। ফলে একদিকে যেমন শ্রম দিবস বাড়বে, তেমনি দরিদ্র শ্রমিকরা কাজও পাবে। অভিযোগ, পঞ্চায়েত স্তরের কর্মীদের জোর পূর্বক ১০০ দিনের কাজ করাতে বাধ্য করা হচ্ছে। বর্ষাকালে এখন মাটির কাজ সম্ভব নয় তাও সেই কাজ করতে বলা জোর করা হচ্ছে। জেলার মধ্যে বালুরঘাট ব্লকের ১০০ দিনের কাজের খতিয়ান নিম্নগামী হওয়ায়, সরকারি কর্মীদের নিয়ে তৈরি হোয়াটস অ্যাপ গ্রুপে বালুরঘাটের বিডিও অনুজ সিকদার মঙ্গলবার একটি মেসেজ দেন। যে মেসেজে উল্লেখ রয়েছে কাজের নিরিখে বালুরঘাট ব্লকের লজ্জা। সঠিক ভাবে কাজ না করলে এবং কাজে গাফিলতি থাকলে কর্মীদের চাকরি খাওয়া ও বদলির হুমকিও মেসেজে দেওয়া হয়। বিষয়টি নজরে আসতেই ১১ টি গ্রাম পঞ্চায়েতের কর্মীরা বালুরঘাট ব্লক অফিসে এসে বিডিও-র ঘরের সামনে অবস্থান বিক্ষোভে বসেন। অভিযোগ ওঠে বিডিও যে মেসেজটি করেছেন তাতে এক রকম তাদের হুমকি দেওয়া হয়েছে। ভিডিওর এই মেসেজটি অত্যন্ত অপমানকর জনক বলে তাদের মনে হয়েছে। তাই বিডিও-র সেই মেসেজ প্রত্যাহার করার দাবিতে এদিন তারা অবস্থান বিক্ষোভে বসেছেন। তাদের দাবি মানা না হলে আগামী দিনে এই আন্দোলন লাগাতার চলবে। এদিন বিডি ওর ঘরের সামনে পাই ২৫ থেকে ৩০ জন পঞ্চায়েতের কর্মীরা অবস্থানে বসে। এ বিষয়ে আন্দোলনকারী সুনীল সরকার ও কৌশিক গঙ্গোপাধ্যায় জানান, বর্ষাকাল হয় এই সময় মাটির কাজ ১০০ দিনের কাজে সম্ভব হয় না। এক্ষেত্রে বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে। যেভাবে ভিডিও সাহেব কাজ করা ও শ্রম দিবস বাড়ানোর জন্য জোর করছেন, তাতে দেখা যাচ্ছে তাদেরকে হিসেবে গড়মিল করতে হবে। আর সেই গরমিল ধরা পরলে তারাই দোষী হবেন। জেলা স্তর থেকে যে সফটওয়্যার দেওয়া হয়েছে তাতে কাজ করা সম্ভব হচ্ছে না। তারপর বিডিওর এরকম হুমকির ম্যাসেজ। যে হবে ডিপার্টমেন্টাল কতভাবে ইনকোয়ারি করা হবে চোরের ক্ষেত্রে করা হয়। ভিডিও সেই হুমকির মেসেজ প্রত্যাহারের দাবিতে আজ তারা বিক্ষোভ আন্দোলনে বসেছেন। তাদের অন্য কোনো দাবি নেই। যতক্ষণ না ভিডিও তার মেসেজ উত্তর পড়ছেন ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবেই। অন্যদিকে বালুরঘাটের বিডিও অনুজ সিকদার জানিয়েছেন, জেলার মধ্যে ১০০ দিনের কাজে বালুরঘাটের ব্লকের পারফরম্যান্স নিম্নগামী। এটা যাতে একদম শেষে না পৌঁছায় তাই তিনি আজকে একটি বার্তা হোয়াটস অ্যাপ গ্রুপে দিয়েছিলেন। তিনি যে মেসেজ ঠিক করেছেন তাতে কোন ভুল নেই। যারা আন্দোলন করছেন তাদের কাছে সেই মেসেজ প্রত্যাহার করার কোন মানেই হয়না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেটি প্রত্যাহার করতে বলেন তাহলে তিনি প্রত্যাহার করবেন।


Body:Balurghat


Conclusion:Balurghat
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.