বালুরঘাট, 14 মার্চ : "জয় বাংলা" প্রকল্প সম্বন্ধে জনপ্রতিনিধিদের অবগত করতে আজ বালুরঘাট ব্লক অফিসে বৈঠক ডেকেছিলেন BDO । কিন্তু অভিযোগ, সরকারি বৈঠকে ছিলেন না জনপ্রতিনিধিরা । বরং, বৈঠকে হাজির হয়েছিলেন তৃণমূল নেতা-কর্মীরা । আর এই বিষয়টি নিয়েই সরব হয়েছে বিরোধী দলগুলি । সোমবার জেলাশাসকের কাছে এনিয়ে লিখিত অভিযোগ জানাতে চলেছে BJP । এনিয়ে বালুরঘাটের BDO অনুজ শিকদার জানান, এখনও কোনও অভিযোগ তিনি পাননি । অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে ।
গতকাল বালুরঘাট ব্লকের গ্রাম পঞ্চায়েত সদস্যদের ফোন ও হোয়াটসঅ্যাপ মারফত ব্লক অফিসের পক্ষ থেকে একটি বার্তা দেওয়া হয় । যেখানে বলা হয়, আজ ব্লক অফিসে জয় বাংলা প্রকল্প সম্বন্ধে একটি বৈঠক অনুষ্ঠিত হবে । সেইমতো বালুরঘাট ব্লকের বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের সদস্যরা বৈঠকের জন্য যথাসময়ে ব্লক অফিসে হাজির হন । মিটিং যথাসময়ে শুরুও হয় । কিন্তু অভিযোগ, BDO-র পক্ষ থেকে মিটিংটি ডাকা হলেও দেখা যায় সেখানে তৃণমূলের নেতা-কর্মীরা হাজির হয়েছেন । পাশাপাশি অভিযোগ, বৈঠকে উপস্থিত বাম ও BJP-র জনপ্রতিনিধিদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয় । শুধু তাই নয়, বৈঠকে বেছে বেছে বালুরঘাট ব্লকের তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের সদস্য ও জনপ্রতিনিধিদের ডাকা হয় বলে অভিযোগ । এমনকী, BDO অফিসের প্রস্তাবনা খাতাতেও তৃণমূল কথাটির উল্লেখ করা হয় । আর এতেই সরব হয় বাম ও BJP-র জনপ্রতিনিধিরা । এমনকী, তারা বৈঠক থেকেও বেরিয়ে আসেন ।
এবিষয়ে গোপালবাটি গ্রাম পঞ্চায়েতের BJP প্রধান নূপুর বর্মণ মণ্ডল ও বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের বাম সদস্য অনুকুল চন্দ্র দাস জানান, আজ এসে দেখেন, বৈঠকে জনপ্রতিনিধিদের পাশাপাশি তৃণমূল নেতা-কর্মীরা হাজির হয়েছেন । জনপ্রতিনিধিদের নিয়ে ডাকা বৈঠক তৃণমূলের বৈঠকে পরিণত হয় । পাশাপাশি তাঁদের অভিযোগ, বালুরঘাটের BDO তৃণমূলের হয়ে কাজ করছেন । যদি তৃণমূলের বৈঠক হয় তাহলে BDO কেন তাঁদের বৈঠকে আমন্ত্রণ করলেন ?
এবিষয়ে BJP-র জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার জানান, বালুরঘাট BDO অফিসে যে বৈঠক হয় তাতে মূলত তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েত ও তাদের সদস্যদের ডাকা হয় । প্রস্তাবনার খাতায় তা পরিষ্কার উল্লেখ রয়েছে । তৃণমূল জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানাতে গিয়ে ভুলবশত কিছু BJP ও বাম জনপ্রতিনিধিদের ডাকা হয়েছে । এনিয়ে তারা সোমবার জেলা শাসক ও DPRDO-র কাছে লিখিত অভিযোগ দায়ের করবেন ।
অন্যদিকে এবিষয়ে বালুরঘাটের BDO বলেন, "রাজ্য সরকারের নতুন প্রকল্প জয় বাংলা চালু হয়েছে । প্রকল্পটি কী তা অবগত করতেই বালুরঘাট ব্লকের সমস্ত জনপ্রতিনিধিকে ডাকা হয় । তবে, বৈঠকে তৃণমূল নেতা-কর্মীরা হাজির ছিলেন এমন কোনও অভিযোগ তিনি পাননি । অভিযোগ পেলে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে ।