ETV Bharat / state

নেই ইন্টারনেট পরিষেবা, গঙ্গারামপুর মহকুমা আদালতে বন্ধ ভার্চুয়াল শুনানি - south dinajpur

ইন্টারনেট পরিষেবা না থাকায় গঙ্গারামপুর মহকুমা আদালতে বন্ধ ভার্চুয়াল শুনানি ৷

নেই ইন্টারনেট পরিষেবা, গঙ্গারামপুর মহকুমা আদালতে বন্ধ অনলাইন শুনানি
নেই ইন্টারনেট পরিষেবা, গঙ্গারামপুর মহকুমা আদালতে বন্ধ অনলাইন শুনানি
author img

By

Published : Aug 6, 2020, 9:34 PM IST

বংশীহারী, 6 অগাস্ট: ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় গঙ্গারামপুর মহকুমা আদালতের ভার্চুয়াল শুনানি বন্ধ । এতে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ । জানা গেছে BSNL- এর ইন্টারনেট পরিষেবার প্রায় 50 হাজার টাকা বাকি রয়েছে ৷ যে কারণে পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে ৷ ফলে গত তিনদিন থেকে সমস্ত রকম শুনানি বন্ধ রয়েছে । মামলার শুনানি না হওয়ায় অসুবিধায় পড়েছে আদালতের আইনজীবী সহ সাধারণ মানুষ ।

দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর অবস্থিত গঙ্গারামপুর মহকুমা আদালতের ইন্টারনেট পরিষেবার টাকা বকেয়া থাকায় নেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে BSNL কর্তৃপক্ষ । ইন্টারনেট সংযোগ না থাকায় আজ মহকুমা আদালতে কোনওরকম শুনানি হয়নি । ফলে প্রচুর মামলা জমে যাচ্ছে ৷ বিল জমা দিয়ে তাড়াতাড়ির মধ্যে ইন্টারনেট পরিষেবা চালুর দাবি করেছে সাধারণ মানুষ ৷ এই বিষয়ে আদালতের আইনজীবী রণজিৎ সাহা জানান, "কোরোনা মোকাবিলায় আদালতে শুনানি অনলাইনে হচ্ছিল ৷ কিন্তু বিল বাকি থাকায় BSNL কর্তৃপক্ষ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে । শুনানির কাজকর্ম সমস্ত বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষকে সমস্যার সম্মুখীন হতে হয়েছে ।"

নেই ইন্টারনেট পরিষেবা, গঙ্গারামপুর মহকুমা আদালতে বন্ধ অনলাইন শুনানি
নেই ইন্টারনেট পরিষেবা, গঙ্গারামপুর মহকুমা আদালতে বন্ধ অনলাইন শুনানি
গঙ্গারামপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী প্রতুল মৈত্র বলেছেন, "কোরোনা সংক্রমণে আদালতে যুক্ত একজনের মৃত্যু হয়েছে । ফলে ভার্চুয়াল ভাবে মামলা চলছিল । কিন্তু ইন্টারনেট পরিষেবা না থাকায় শুনানি বন্ধ হয়ে গেছে । ফলে মামলা জমে যাচ্ছে ৷" যদিও ইন্টারনেট বিল জমা দেওয়ার বিষয়টি তার এক্তিয়ারের মধ্যে নয় বলে কোনও মন্তব্য করতে চাননি ৷

বংশীহারী, 6 অগাস্ট: ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় গঙ্গারামপুর মহকুমা আদালতের ভার্চুয়াল শুনানি বন্ধ । এতে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ । জানা গেছে BSNL- এর ইন্টারনেট পরিষেবার প্রায় 50 হাজার টাকা বাকি রয়েছে ৷ যে কারণে পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে ৷ ফলে গত তিনদিন থেকে সমস্ত রকম শুনানি বন্ধ রয়েছে । মামলার শুনানি না হওয়ায় অসুবিধায় পড়েছে আদালতের আইনজীবী সহ সাধারণ মানুষ ।

দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর অবস্থিত গঙ্গারামপুর মহকুমা আদালতের ইন্টারনেট পরিষেবার টাকা বকেয়া থাকায় নেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে BSNL কর্তৃপক্ষ । ইন্টারনেট সংযোগ না থাকায় আজ মহকুমা আদালতে কোনওরকম শুনানি হয়নি । ফলে প্রচুর মামলা জমে যাচ্ছে ৷ বিল জমা দিয়ে তাড়াতাড়ির মধ্যে ইন্টারনেট পরিষেবা চালুর দাবি করেছে সাধারণ মানুষ ৷ এই বিষয়ে আদালতের আইনজীবী রণজিৎ সাহা জানান, "কোরোনা মোকাবিলায় আদালতে শুনানি অনলাইনে হচ্ছিল ৷ কিন্তু বিল বাকি থাকায় BSNL কর্তৃপক্ষ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে । শুনানির কাজকর্ম সমস্ত বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষকে সমস্যার সম্মুখীন হতে হয়েছে ।"

নেই ইন্টারনেট পরিষেবা, গঙ্গারামপুর মহকুমা আদালতে বন্ধ অনলাইন শুনানি
নেই ইন্টারনেট পরিষেবা, গঙ্গারামপুর মহকুমা আদালতে বন্ধ অনলাইন শুনানি
গঙ্গারামপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী প্রতুল মৈত্র বলেছেন, "কোরোনা সংক্রমণে আদালতে যুক্ত একজনের মৃত্যু হয়েছে । ফলে ভার্চুয়াল ভাবে মামলা চলছিল । কিন্তু ইন্টারনেট পরিষেবা না থাকায় শুনানি বন্ধ হয়ে গেছে । ফলে মামলা জমে যাচ্ছে ৷" যদিও ইন্টারনেট বিল জমা দেওয়ার বিষয়টি তার এক্তিয়ারের মধ্যে নয় বলে কোনও মন্তব্য করতে চাননি ৷
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.