ETV Bharat / state

কোরোনা মুক্ত আরও 13, দক্ষিণ দিনাজপুরে নতুন করে আক্রান্ত 1 - corona update

আজ দক্ষিণ দিনাজপুরে নতুন করে কোরোনা আক্রান্ত হলেন একজন । 13জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন । এখনও পর্যন্ত মোট সুস্থের সংখ্যা 35 ।

SDin
SDin
author img

By

Published : Jun 6, 2020, 1:05 AM IST

বালুরঘাট, 5 জুন : কোরোনা আবহের মধ্যে ফের স্বস্তির খবর দক্ষিণ দিনাজপুরে । আজ জেলার 13জন কোরোনা মুক্ত হয়ে বাড়ি ফিরলেন । এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট 35জন কোরোনা আক্রান্ত ।

বিকেলে বিভিন্ন গ্রামীণ হাসপাতাল থেকে সুস্থ ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হয় । বর্তমানে হাসপাতালে তিনজন চিকিৎসাধীন রয়েছেন । হোম কোয়ারানটিনে চিকিৎসাধীন পাঁচজন । এইদিকে কুমারগঞ্জ এলাকায় এক পরিযায়ী শ্রমিক আজ নতুন করে কোরোনা আক্রান্ত হয়েছেন । ফলে জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল মোট 43 ।

দক্ষিণ দিনাজপুরে 16মে কুশমণ্ডি ব্লকে প্রথম কোরোনা সংক্রমণ হয় । এরপর বাড়তে থাকে কোরোনা আক্রান্তের সংখ্যা । এক সপ্তাহে সবথেকে বেশি কোরোনা আক্রান্তের সন্ধান মিলেছে জেলায় । আজও নতুন করে কুমারগঞ্জ ব্লকের গ্রাম পঞ্চায়েত এলাকার এক পরিযায়ী শ্রমিক কোরোনা আক্রান্ত হয়েছেন । ওই পরিযায়ী শ্রমিক 18 মে হরিয়ানা থেকে বাড়ি ফেরেন । 19 মে তাঁর নমুনা সোয়াব নমুনা সংগ্রহ করা হয় । আজ সকালে মালদা মেডিকেল কলেজের ব্যাকলগ থেকে তাঁর রিপোর্ট আসে । জানা যায় তিনি কোরোনা পজ়িটিভ । রিপোর্ট আসার সঙ্গে সঙ্গেই তাঁকে হোম কোয়ারানটিনে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে । তাঁর সংস্পর্শে আসা নয়জনকে কোয়ারানটিন করা হয়েছে ।


আজ 13জন কোরোনা মুক্ত হয়ে পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফেরেন । এর আগে একদিনে 16জন এবং তার আগে ছয়জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল । আজ 13জনের মধ্যে তপনের ছয়, হরিরামপুরের তিন, বালুরঘাটের দুই, কুশমণ্ডির এক এবং কুমারগঞ্জের একজন বাসিন্দা রয়েছেন । কোরোনাকে জয় করে সুস্থ হয়ে ওঠা এই 13জনকে পাঁচটি গ্রামীণ হাসপাতাল থেকে সংবর্ধনা দেওয়া হয় ।



এই বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে জানান, কোরোনা মানেই আর মৃত্যু নয় । আজ মোট 13জন পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । তাঁদের সকলকেই বিভিন্ন গ্রামীণ হাসপাতালে সংবর্ধনা দেওয়া হয় । মূলত তাঁদের উৎসাহ এবং মনোবল বাড়তেই সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করা হয় । জেলায় পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরলেন 35 জন।

বালুরঘাট, 5 জুন : কোরোনা আবহের মধ্যে ফের স্বস্তির খবর দক্ষিণ দিনাজপুরে । আজ জেলার 13জন কোরোনা মুক্ত হয়ে বাড়ি ফিরলেন । এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট 35জন কোরোনা আক্রান্ত ।

বিকেলে বিভিন্ন গ্রামীণ হাসপাতাল থেকে সুস্থ ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হয় । বর্তমানে হাসপাতালে তিনজন চিকিৎসাধীন রয়েছেন । হোম কোয়ারানটিনে চিকিৎসাধীন পাঁচজন । এইদিকে কুমারগঞ্জ এলাকায় এক পরিযায়ী শ্রমিক আজ নতুন করে কোরোনা আক্রান্ত হয়েছেন । ফলে জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল মোট 43 ।

দক্ষিণ দিনাজপুরে 16মে কুশমণ্ডি ব্লকে প্রথম কোরোনা সংক্রমণ হয় । এরপর বাড়তে থাকে কোরোনা আক্রান্তের সংখ্যা । এক সপ্তাহে সবথেকে বেশি কোরোনা আক্রান্তের সন্ধান মিলেছে জেলায় । আজও নতুন করে কুমারগঞ্জ ব্লকের গ্রাম পঞ্চায়েত এলাকার এক পরিযায়ী শ্রমিক কোরোনা আক্রান্ত হয়েছেন । ওই পরিযায়ী শ্রমিক 18 মে হরিয়ানা থেকে বাড়ি ফেরেন । 19 মে তাঁর নমুনা সোয়াব নমুনা সংগ্রহ করা হয় । আজ সকালে মালদা মেডিকেল কলেজের ব্যাকলগ থেকে তাঁর রিপোর্ট আসে । জানা যায় তিনি কোরোনা পজ়িটিভ । রিপোর্ট আসার সঙ্গে সঙ্গেই তাঁকে হোম কোয়ারানটিনে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে । তাঁর সংস্পর্শে আসা নয়জনকে কোয়ারানটিন করা হয়েছে ।


আজ 13জন কোরোনা মুক্ত হয়ে পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফেরেন । এর আগে একদিনে 16জন এবং তার আগে ছয়জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল । আজ 13জনের মধ্যে তপনের ছয়, হরিরামপুরের তিন, বালুরঘাটের দুই, কুশমণ্ডির এক এবং কুমারগঞ্জের একজন বাসিন্দা রয়েছেন । কোরোনাকে জয় করে সুস্থ হয়ে ওঠা এই 13জনকে পাঁচটি গ্রামীণ হাসপাতাল থেকে সংবর্ধনা দেওয়া হয় ।



এই বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে জানান, কোরোনা মানেই আর মৃত্যু নয় । আজ মোট 13জন পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । তাঁদের সকলকেই বিভিন্ন গ্রামীণ হাসপাতালে সংবর্ধনা দেওয়া হয় । মূলত তাঁদের উৎসাহ এবং মনোবল বাড়তেই সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করা হয় । জেলায় পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরলেন 35 জন।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.