ETV Bharat / state

রেললাইনের উপর বসে হেডফোনে গান ! এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু যুবকের - বালুরঘাটে ট্রেনের ধাক্কায় মৃত্যু যুবকের

প্রতিদিন রেললাইনের উপর বসে কানে হেডফোন দিয়ে গান শোনার অভ্যেস ছিল ৷ বারণ করেও কোনও লাভ হয়নি ৷ শনিবার বিকেলে তাতেই ঘটল চরম দুর্ঘটনা ৷ বুনিয়াদপুরের আলিগাড়া এলাকায় রেলগেটের কাছে রেললাইনের উপর বসে কানে হেডফোন গুঁজে গান শোনার সময় শুনতে পাওয়া যায়নি ট্রেন আসার শব্দ ৷ তাতেই অকালে প্রাণ গেল বছর আঠাশের বংশীহারির এক যুবকের ৷

এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু যুবকের
এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু যুবকের
author img

By

Published : May 22, 2021, 10:58 PM IST

বংশীহারি, 22 মে : রেলট্রাকের উপর বসে গান শোনা চলছিল ৷ কানে ছিল হেডফোন ৷ তাতেই উচ্চগ্রামে চলছিল গান ৷ তাই ট্রেন আসার শব্দ শোনা যায়নি ৷ তাতেই ঘটল চরম দুর্ঘটনা ৷ বংশীহারির বাসিন্দা বছর আঠাশের রাজু সরকার মৃত্যু হল ট্রেনের ধাক্কায় ৷ শনিবার ঘটনাটি ঘটেছে বুনিয়াদপুরের আলিগাড়া এলাকায় রেলগেটের কাছে ৷

রাজ্যজুড়ে চলছে লকডাউন ৷ জেলাজুড়ে চলছে পুলিশের কড়া সতর্কতা । এর মধ্যেই কম বয়সী বেশীরভাগ যুবকেরই আড্ডাস্থল হয়ে উঠেছে রেললাইনের পাশে । এভাবেই প্রতিদিন বিকেলে বুনিয়াদপুর আলিগাড়া এলাকার রেলগেটে লাইনের উপর বসে হেডফোনে গান শোনার অভ্যাস ছিল রাজুর ৷ শত বারণেও রেললাইনের উপর বসার অভ্যেস বদলাননি তিনি ৷ তার ওপর আবার চলছে লকডাউন ৷ ট্রেন বন্ধ ৷ তাই সতর্ক থাকার প্রয়োজন একেবারেই অনুভব করেনি ৷ শনিবার বিকেলেও তিনি রেললাইনের উপর বসেই গান শুনছিলেন ৷ তাতেই হল কাল ৷ বেশিরভাগ ট্রেন বন্ধ থাকলেও কলকাতা থেকে বালুরঘাট যাওয়ার গৌড় এক্সপ্রেস যে চালু রয়েছে তা তাঁর খেয়াল ছিল না ৷ হেডফোন কানে গুঁজে মোবাইলে গান শোনায় ট্রেন আসার শব্দ শোনা যায়নি ৷ সন্ধ্যা সাড়ে ছ'টা নাগাদ ওই এক্সপ্রেসের ধাক্কায় ধড় থেকে মুন্ডু গেল আলাদা হয়ে ৷ গান চলতে থাকা মোবাইল পড়ে থাকল পাশেই ৷ পরে পুলিশ তা উদ্ধার করে ৷ মৃত রাজু সরকার বুনিয়াদপুর পৌরসভার অন্তর্গত নয় নম্বর ওয়ার্ডের কোয়েলের বাসিন্দা ।

খবর পেয়ে ছুটে আসে রেলপুলিশ এবং বংশীহারী থানার পুলিশ । আসেন আত্মীয়-পরিজনরাও ৷ গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক দীপকুমার দাস জানান, হেডফোন দিয়ে গান শোনার সময় গৌড় এক্সপ্রেসে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক যুবকের । দেহের কাছেই পড়ে ছিল একটি মোবাইল । মৃতদেহ উদ্ধার করেছে বংশীহারি থানার পুলিশ । আগামিকাল ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বালুরঘাট ।

আরও পড়ুন : বালুরঘাটে সাংসদের উদ্যোগে বিনামূল্যে অক্সিজেন-অ্যাম্বুলেন্স পরিষেবা

বংশীহারি, 22 মে : রেলট্রাকের উপর বসে গান শোনা চলছিল ৷ কানে ছিল হেডফোন ৷ তাতেই উচ্চগ্রামে চলছিল গান ৷ তাই ট্রেন আসার শব্দ শোনা যায়নি ৷ তাতেই ঘটল চরম দুর্ঘটনা ৷ বংশীহারির বাসিন্দা বছর আঠাশের রাজু সরকার মৃত্যু হল ট্রেনের ধাক্কায় ৷ শনিবার ঘটনাটি ঘটেছে বুনিয়াদপুরের আলিগাড়া এলাকায় রেলগেটের কাছে ৷

রাজ্যজুড়ে চলছে লকডাউন ৷ জেলাজুড়ে চলছে পুলিশের কড়া সতর্কতা । এর মধ্যেই কম বয়সী বেশীরভাগ যুবকেরই আড্ডাস্থল হয়ে উঠেছে রেললাইনের পাশে । এভাবেই প্রতিদিন বিকেলে বুনিয়াদপুর আলিগাড়া এলাকার রেলগেটে লাইনের উপর বসে হেডফোনে গান শোনার অভ্যাস ছিল রাজুর ৷ শত বারণেও রেললাইনের উপর বসার অভ্যেস বদলাননি তিনি ৷ তার ওপর আবার চলছে লকডাউন ৷ ট্রেন বন্ধ ৷ তাই সতর্ক থাকার প্রয়োজন একেবারেই অনুভব করেনি ৷ শনিবার বিকেলেও তিনি রেললাইনের উপর বসেই গান শুনছিলেন ৷ তাতেই হল কাল ৷ বেশিরভাগ ট্রেন বন্ধ থাকলেও কলকাতা থেকে বালুরঘাট যাওয়ার গৌড় এক্সপ্রেস যে চালু রয়েছে তা তাঁর খেয়াল ছিল না ৷ হেডফোন কানে গুঁজে মোবাইলে গান শোনায় ট্রেন আসার শব্দ শোনা যায়নি ৷ সন্ধ্যা সাড়ে ছ'টা নাগাদ ওই এক্সপ্রেসের ধাক্কায় ধড় থেকে মুন্ডু গেল আলাদা হয়ে ৷ গান চলতে থাকা মোবাইল পড়ে থাকল পাশেই ৷ পরে পুলিশ তা উদ্ধার করে ৷ মৃত রাজু সরকার বুনিয়াদপুর পৌরসভার অন্তর্গত নয় নম্বর ওয়ার্ডের কোয়েলের বাসিন্দা ।

খবর পেয়ে ছুটে আসে রেলপুলিশ এবং বংশীহারী থানার পুলিশ । আসেন আত্মীয়-পরিজনরাও ৷ গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক দীপকুমার দাস জানান, হেডফোন দিয়ে গান শোনার সময় গৌড় এক্সপ্রেসে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক যুবকের । দেহের কাছেই পড়ে ছিল একটি মোবাইল । মৃতদেহ উদ্ধার করেছে বংশীহারি থানার পুলিশ । আগামিকাল ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বালুরঘাট ।

আরও পড়ুন : বালুরঘাটে সাংসদের উদ্যোগে বিনামূল্যে অক্সিজেন-অ্যাম্বুলেন্স পরিষেবা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.