ETV Bharat / state

বাংলায় থাকতে গেলে জয় বাংলা, জয় হিন্দ বলতে হবে : তৃণমূল ছাত্র নেতা

author img

By

Published : Jul 3, 2019, 3:12 PM IST

জয় শ্রী রাম বলে নেকু রাজনীতি চলবে না, বাংলায় থাকতে গেলে বলতে হবে জয় বাংলা, জয় হিন্দ । বালুরঘাটে বলেন ছাত্র নেতা রোহন চক্রবর্তী ।

বাংলায় থাকতে গেলে জয় বাংলা, জয় হিন্দ বলতে হবে

বালুরঘাট, 3 জুলাই : অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ডেপুটেশন কর্মসূচি ঘিরে উত্তেজনা । ABVP সদস্যরা যখন স্মারকলিপি জমা দিতে ঢুকছিল সেসময় বালুরঘাট কলেজের মূল গেটের সামনে রাস্তা আটকে দাঁড়িয়ে তাদের বাধা দেয় তৃণমূল ছাত্র পরিষদ । ওঠে স্লোগান । "ABVP- র চামড়া গুটিয়ে নেব আমরা, BJP-র চামড়া গুটিয়ে নেব আমরা ।" পরিস্থিতি সামাল দিতে আগেভাগেই কলেজের সামনে মোতায়ন করা হয়েছিল পুলিশ বাহিনী । ছিলেন DSP হেড কোয়ার্টার ধীমান মিত্র, DSP ট্র্যাফিক অরিন্দম পাল চৌধুরি । পরে পুলিশি নিরাপত্তায় অধ্যক্ষকে 16 দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা ।

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ডেপুটেশন কর্মসূচি
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ডেপুটেশন কর্মসূচি

এই বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের বালুরঘাট কলেজ ইউনিটের সভাপতি রোহন চক্রবর্তী বলেন, "কলেজকে শান্ত ও শৃঙ্খলাবদ্ধ করতেই আমাদের এই কর্মসূচি । ABVP-র দুষ্কৃতীরা কলেজে এসে অশান্ত পরিবেশ গড়ে তুলতে চাইছে । জয়শ্রীরামের নামে ছেলেদের উত্যক্ত করে কলেজে অশান্তি তৈরির চেষ্টা করছে । জয়শ্রীরামের নামে আর রাজনীতি চলবে না । এবার জয় বাংলা, জয় হিন্দ বলতে হবে । বাংলায় থেকে এই বাংলাকে অসম্মান করা যাবে না ।"

গতকাল বিকেলে কলেজের নানা সমস্যা নিয়ে অধ্যক্ষকে ডেপুটেশন দেওয়ার কথা ছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের । শুধুমাত্র বালুরঘাট নয় জেলার বেশ কয়েকটি কলেজে ডেপুটেশন দেয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ । একটি মিছিল করে বালুরঘাট কলেজের সামনে পৌঁছায় ABVP-র সমর্থকরা । ABVP-র সদস্যদের কলেজে প্রবেশ আটকাতে প্রস্তুত ছিল তৃণমূল ছাত্র পরিষদও । এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে কলেজে আগেভাগেই পুলিশ মোতায়ন ছিল । কলেজে ঢোকার আগেই ABVP-র পথ আটকায় পুলিশ । কলেজের গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল ছাত্র পরিষদ সদস্যরাও । পরে ABVP-র তিনজন প্রতিনিধিকে পুলিশ অধ্যক্ষের ঘরে নিয়ে যায় ।

ABVP-র পক্ষ থেকে সংগীতা চট্টোপাধ্যায় বলেন, "কলেজে তৃণমূল ছাত্র পরিষদ যে ভাবে দুর্নীতি ও সমাজবিরোধী কাজ করছে তা আমরা অধ্যক্ষকে জানিয়েছি । তৃণমূল ছাত্র পরিষদের অস্তিত্ব নেই । তাই বহিরাগতদের নিয়ে এসে ABVP-কে আটকানোর চেষ্টা করছে ।"

বালুরঘাট, 3 জুলাই : অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ডেপুটেশন কর্মসূচি ঘিরে উত্তেজনা । ABVP সদস্যরা যখন স্মারকলিপি জমা দিতে ঢুকছিল সেসময় বালুরঘাট কলেজের মূল গেটের সামনে রাস্তা আটকে দাঁড়িয়ে তাদের বাধা দেয় তৃণমূল ছাত্র পরিষদ । ওঠে স্লোগান । "ABVP- র চামড়া গুটিয়ে নেব আমরা, BJP-র চামড়া গুটিয়ে নেব আমরা ।" পরিস্থিতি সামাল দিতে আগেভাগেই কলেজের সামনে মোতায়ন করা হয়েছিল পুলিশ বাহিনী । ছিলেন DSP হেড কোয়ার্টার ধীমান মিত্র, DSP ট্র্যাফিক অরিন্দম পাল চৌধুরি । পরে পুলিশি নিরাপত্তায় অধ্যক্ষকে 16 দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা ।

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ডেপুটেশন কর্মসূচি
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ডেপুটেশন কর্মসূচি

এই বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের বালুরঘাট কলেজ ইউনিটের সভাপতি রোহন চক্রবর্তী বলেন, "কলেজকে শান্ত ও শৃঙ্খলাবদ্ধ করতেই আমাদের এই কর্মসূচি । ABVP-র দুষ্কৃতীরা কলেজে এসে অশান্ত পরিবেশ গড়ে তুলতে চাইছে । জয়শ্রীরামের নামে ছেলেদের উত্যক্ত করে কলেজে অশান্তি তৈরির চেষ্টা করছে । জয়শ্রীরামের নামে আর রাজনীতি চলবে না । এবার জয় বাংলা, জয় হিন্দ বলতে হবে । বাংলায় থেকে এই বাংলাকে অসম্মান করা যাবে না ।"

গতকাল বিকেলে কলেজের নানা সমস্যা নিয়ে অধ্যক্ষকে ডেপুটেশন দেওয়ার কথা ছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের । শুধুমাত্র বালুরঘাট নয় জেলার বেশ কয়েকটি কলেজে ডেপুটেশন দেয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ । একটি মিছিল করে বালুরঘাট কলেজের সামনে পৌঁছায় ABVP-র সমর্থকরা । ABVP-র সদস্যদের কলেজে প্রবেশ আটকাতে প্রস্তুত ছিল তৃণমূল ছাত্র পরিষদও । এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে কলেজে আগেভাগেই পুলিশ মোতায়ন ছিল । কলেজে ঢোকার আগেই ABVP-র পথ আটকায় পুলিশ । কলেজের গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল ছাত্র পরিষদ সদস্যরাও । পরে ABVP-র তিনজন প্রতিনিধিকে পুলিশ অধ্যক্ষের ঘরে নিয়ে যায় ।

ABVP-র পক্ষ থেকে সংগীতা চট্টোপাধ্যায় বলেন, "কলেজে তৃণমূল ছাত্র পরিষদ যে ভাবে দুর্নীতি ও সমাজবিরোধী কাজ করছে তা আমরা অধ্যক্ষকে জানিয়েছি । তৃণমূল ছাত্র পরিষদের অস্তিত্ব নেই । তাই বহিরাগতদের নিয়ে এসে ABVP-কে আটকানোর চেষ্টা করছে ।"

Intro:জয় শ্রী রাম বলে নেকু রাজনীতি চলবে না, বাংলায় থাকতে গেলে বলতে হবে জয় বাংলা জয় হিন্দ; বালুরঘাটে বলেন ছাত্র নেতা রোহন চক্রবর্তী।।

বালুরঘাট, ২ জুলাই: অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ডেপুটেশন বাঞ্চাল করতে বালুরঘাট কলেজের মূল গেটের সামনে রাস্তা আটকে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ শ্লোগান। প্রধানমন্ত্রীর চামরা গুটিয়ে নেওয়ার শ্লোগান টিএমসিপির এদিকে পরিস্থিতি সামলা দিতে আগে ভাগেই কলেজের সামনে মোতায়ন ছিল বিশাল পুলিশ বাহিনী। ছিলেন ডিএসপি হেড কোয়ার্টার ধীমান মিত্র, ডিএসপি ট্র‍্যাফিক অরিন্দম পাল চৌধুরী। পরে পুলিশি নিরাপত্তায় অধ্যক্ষকে নিজেদের দাবি সম্মেলিত ডেপুটেশন জমা দেয়।

মঙ্গলবার বিকেলে কলেজের নানান সমস্যা নিয়ে অধ্যক্ষকে ডেপুটেশন দেওয়ার কথা ছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের। শুধুমাত্র বালুরঘাট নয় জেলার বেশ কয়েকটি কলেজে ডেপুটেশন দেয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। একটি মিছিলের মধ্য দিয়ে এদিন বালুরঘাট কলেজের সামনে পৌঁছায় এবিভিপির সমর্থকরা। এবিভিপির প্রবেশকে রাজনৈতিক ভাবে প্রতিহত করতে প্রস্তুত ছিল তৃণমূল ছাত্র পরিষদও। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে কলেজের আগে ভাগেই পুলিশ মোতায়ন ছিল। কলেজে ঢোকার আগেই এবিভিপির পথ আটকায় পুলিশ। এদিকে কলেজের গেটের সামনে বিক্ষোভ দেখায় টিএমসিপি। তবে কোন রকম গণ্ডগোল বা সংঘর্ষ নয়। এদিনের এবিভিপির কর্মসূচিকে রাজনীতির মধ্য দিয়ে প্রতিহত করে টিএমসিপি। পরে এবিভিপির তিনজন প্রতিনিধিকে পুলিশ অধ্যক্ষের ঘরে নিয়ে যান। এবিভিপির পক্ষ থেকে মোট ১৬ দফা দাবি সম্মেলিত স্মারকলিপি অধ্যক্ষের হাতে তুলে দেন।

এবিষয়ে এবিভিপির পক্ষ থেকে সঙ্গীতা চ্যাট্টার্জি জানান, আজ বালুরঘাট কলেজে তারা এবিভিপির ইউনিট পাকাপাকি ভাবে শুরু করলেন। এদিন কলেজের বিভিন্ন সমস্যা নিয়ে অধ্যক্ষকে ডেপুটেশন দেন। কলেজে তৃণমূল ছাত্র পরিষদ যে ভাবে দুর্নীতি ও সমাজ বিরোধী কাজ করছে তা তারা অধ্যক্ষকে জানান। তৃণমূল ছাত্র পরিষদের অস্তিত্ব নেই। তাই বহিরাগতদের নিয়ে এসে এবিভিপিকে আটকানোর চেষ্টা করছে।

অন্য দিকে তৃণমূল ছাত্র পরিষদের বালুরঘাট কলেজ ইউনিটের সভাপতি রোহন চক্রবর্তী জানান, কলেজকে শান্ত ও শৃঙ্খলা বদ্ধ করতেই তাদের আজকের কর্মসূচি। এবিভিপি নামক দুষ্কৃতিরা কলেজে এসে অশান্ত পরিষেব গড়ে তুলতে চাইছে। জয় শ্রী রামের নামে তাদের ছেলেদের উতক্ত্য করতে চাইছে। কলেজে অশান্তি বাঁধাতে চাইছে। এই দলের মধ্যে কোন শৃঙ্খলা বোধ নেই। জয় শ্রী রামের নামে আর নেকু রাজনীতি চলবে না। এবার জয় বাংলা জয় হিন্দ বলতে হবে। বাংলায় থেকে এই বাংলাকে অসম্মান করা যাবে না। Body:Balurghat Conclusion:Balurghat

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.