বংশীহারী, ৮ অগাস্ট: সেফ-হোমে চিকিৎসাধীন কোরোনা আক্রান্ত ব্যক্তি ছাদ থেকে লাফ দিয়ে আত্মঘাতী হলেন । ঘটনাটি বংশীহারী ITI কলেজের । ওই ব্যক্তিকে স্থানীয় রসিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে । খবর পেয়ে ঘটনাস্থানে আসে মৃতের পরিবারের সদস্যরা । আসে বংশীহারী থানার পুলিশ। গোটা ঘটনা খতিয়ে দেখছে তারা ।
বংশীহারী ব্লকের হলদি জায়গায় রয়েছে বংশীহারী ITI কলেজ । এই কলেজটি কোরোনা আক্রান্তের চিকিৎসার জন্য সেফ-হোমে তৈরি করা হয়েছে । বর্তমানে এইখানে বেশ কয়েকজন কোরোনা আক্রান্তের চিকিৎসা চলছে । ৬ অগাস্ট থেকে ওই ব্যক্তি চিকিৎসাধীন ছিলেন। তিনি পেশায় ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের অস্থায়ী কর্মী । অভিযোগ, বেশ কিছু দিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি । গতকাল গভীর রাত থেকে ওই ব্যক্তি সেফ-হোমের শৌচালয়ের সামনে দৌড়াদৌড়ি করতে থাকে। তিনি ভাবেন তাঁকে কেউ হাসুয়া নিয়ে তাড়া করছে, এই ভয়েই দৌড়ছিলেন। বিষয়টি নজরে আসতে সেফ-হোমে থাকা আর এক কোরোনা আক্রান্ত মহিলা এবং সিকিউরিটি গার্ডরা বোঝানোর চেষ্টা করেন যে তাঁকে কেউ তাড়া করছে না । এদিকে বিষয়টি স্বাভাবিক হওয়ার কিছু পরেই সেফ-হোমের সকলের নজর এড়িয়ে ছাদ থেকে নীচে লাফ দেন তিনি । সকালে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে । এদিকে মৃত ব্যক্তি মাদকাসক্ত ছিল ।
ওই ব্যক্তির ভাইয়ের সুশান্ত মাহাতো অভিযোগ, গতকাল তাঁর দাদার সঙ্গে কথা হয়েছিল। সেফ-হোমের খাবারের ব্যবস্থা ভালো না। পরিবেশ ভালো না। তাই সেফ হোমে থাকতে পাড়ছে না। এই সব ফোনে জানিয়েছিলেন । রাত পার হতেই সকালেই আজ সেফ হোমে গিয়ে শোনেন তার দাদা ছাদ থেকে লাফ দিয়েছে। সেফ হোমের অব্যবস্থার জন্য আত্মঘাতী হয়েছেন তার দাদা বলে দাবি সুশান্তের। এ বিষয়ে জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানিয়েছেন, সেফ-হোমে থেকে একজন লাফ দিয়ে আত্মঘাতী হয়েছে। এনিয়ে পুলিশের পক্ষ থেকে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।