ETV Bharat / state

কর্মবিরতির 23 দিন , বালুরঘাটে মৌনমিছিল আইনজীবীদের - বালুরঘাটে মৌন মিছিল

আইনজীবীদের কর্মবিরতির আজ 23তম দিনে হাওড়ার ঘটনায় দোষী পুলিশ ও দুষ্কৃতীদের শাস্তির দাবিতে মৌনমিছিল করলেন বালুরঘাট আদালতের আইনজীবী ও ল'ক্লার্করা ।

আইনজীবীদের মৌনমিছিল
author img

By

Published : May 17, 2019, 7:23 PM IST

Updated : May 17, 2019, 8:33 PM IST

বালুরঘাট, 17 মে : আইনজীবীদের কর্মবিরতি আজ 23 দিনে পড়ল । হাওড়ায় আইনজীবীদের উপর হামলা ও লাঠিচার্জের প্রতিবাদে এই কর্মবিরতি শুরু হয়েছিল । গত 25 এপ্রিল থেকেই ব্যাঙ্কশাল কোর্ট সহ রাজ্যের একাধিক বার অ্যাসোসিয়েশনের তরফে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল । দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ও গঙ্গারামপুর আদালতে এখনও চলছে সেই কর্মবিরতি । হাওড়ার ঘটনার প্রতিবাদে আজ ফের সরব হলেন বালুরঘাট আদালতের আইনজীবী ও ল'ক্লার্করা । দোষীদের শাস্তির দাবিতে মৌন মিছিল করেন তাঁরা । সেইসঙ্গে দোষী পুলিশদের শাস্তির দাবিতে দক্ষিণ দিনাজপুর জেলা বিচারক এবং দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের কাছে স্মারকলিপিও জমা করেন ।

উল্লেখ্য, এপ্রিল মাসের 24 তারিখ গাড়ি পার্কিংকে কেন্দ্র করে হাওড়া পৌরনিগম চত্বরে উত্তেজনা ছড়ায় । হাওড়া পৌরনিগম ও হাওড়া আদালত পাশাপাশি অবস্থিত । অভিযোগ ছিল, উকিলদের একাংশ রোজই নিজেদের গাড়ি পার্ক করতেন পৌরনিগম চত্বরে । এর ফলে পৌরনিগমের কর্মীরা নিজেদের গাড়ি পার্ক করার জায়গা পেতেন না । এই নিয়েই ওই দিন উভয়পক্ষের মধ্যে প্রথমে বচসা বাধে । পরে শুরু হয় হাতাহাতি । উভয়পক্ষের ইটবৃষ্টিতে রণক্ষেত্রের চেহারা নেয় পৌরনিগম চত্বর । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ । এমনকি কাঁদানে গ্যাসের শেলও ফাটায় । এরপরই উকিলদের উপর হামলার প্রতিবাদে গত 25-শে এপ্রিল থেকেই ব্যাঙ্কশাল কোর্ট সহ রাজ্যের একাধিক বার অ্যাসোসিয়েশনের তরফে অনির্দিষ্ট কালের জন্য আদালতে কর্মবিরতির ডাক দেওয়া হয় ।

অন্যদিকে আইনজীবীদের কর্মবিরতির জেরে সমস্যায় পড়ছেন আদালতে নানাবিধ মামলার সঙ্গে যুক্ত সাধারণ মানুষ ও তাদের পরিবার । জামিনের জন্য আবেদনকারীদের রোজ আদালত চত্বরে চক্কর কাটতে হচ্ছে । বালুরঘাট আদালতে জামিন নিতে এসে মিন্টু দাস জানান, কয়েকদিন ধরেই একটি মামলার জামিন নিতে তিনি আদালতে আসছেন । কিন্তু জামিন হচ্ছে না । দিনের পর দিন ঘুরতে হচ্ছে । এর ফলে তাঁদের সমস্যায় পড়তে হচ্ছে।

ভিডিয়োয় দেখুন

অন্যদিকে বালুরঘাট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা আইনজীবী বিদ্যুৎ কুমার রায় জানান, গত 24 এপ্রিল হাওড়ার আইনজীবীদের উপর পুলিশ নির্মম ভাবে লাঠি চার্জ করে । ঘটনায় দোষী পুলিশ কর্মী ও দুষ্কৃতীদের এখনও গ্রেপ্তার করা হয়নি । অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতেই এই মৌন মিছিল । তিনি আরও বলেন, "আমরা এই ঘৃণ্য অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি । আইন একটা সাংবিধানিক স্তম্ভ । সেই আইনের দরজায় এইভাবে অত্যাচার চালানো ঠিক হয়নি । বিষয়টা হাইকোর্টে বিচারাধীন । মামলা চলছে । আমরা বার কাউন্সিলের তরফে লড়াই চালাচ্ছি । আমরা আশা করছি প্রতিকার পাব । "

বালুরঘাট, 17 মে : আইনজীবীদের কর্মবিরতি আজ 23 দিনে পড়ল । হাওড়ায় আইনজীবীদের উপর হামলা ও লাঠিচার্জের প্রতিবাদে এই কর্মবিরতি শুরু হয়েছিল । গত 25 এপ্রিল থেকেই ব্যাঙ্কশাল কোর্ট সহ রাজ্যের একাধিক বার অ্যাসোসিয়েশনের তরফে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল । দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ও গঙ্গারামপুর আদালতে এখনও চলছে সেই কর্মবিরতি । হাওড়ার ঘটনার প্রতিবাদে আজ ফের সরব হলেন বালুরঘাট আদালতের আইনজীবী ও ল'ক্লার্করা । দোষীদের শাস্তির দাবিতে মৌন মিছিল করেন তাঁরা । সেইসঙ্গে দোষী পুলিশদের শাস্তির দাবিতে দক্ষিণ দিনাজপুর জেলা বিচারক এবং দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের কাছে স্মারকলিপিও জমা করেন ।

উল্লেখ্য, এপ্রিল মাসের 24 তারিখ গাড়ি পার্কিংকে কেন্দ্র করে হাওড়া পৌরনিগম চত্বরে উত্তেজনা ছড়ায় । হাওড়া পৌরনিগম ও হাওড়া আদালত পাশাপাশি অবস্থিত । অভিযোগ ছিল, উকিলদের একাংশ রোজই নিজেদের গাড়ি পার্ক করতেন পৌরনিগম চত্বরে । এর ফলে পৌরনিগমের কর্মীরা নিজেদের গাড়ি পার্ক করার জায়গা পেতেন না । এই নিয়েই ওই দিন উভয়পক্ষের মধ্যে প্রথমে বচসা বাধে । পরে শুরু হয় হাতাহাতি । উভয়পক্ষের ইটবৃষ্টিতে রণক্ষেত্রের চেহারা নেয় পৌরনিগম চত্বর । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ । এমনকি কাঁদানে গ্যাসের শেলও ফাটায় । এরপরই উকিলদের উপর হামলার প্রতিবাদে গত 25-শে এপ্রিল থেকেই ব্যাঙ্কশাল কোর্ট সহ রাজ্যের একাধিক বার অ্যাসোসিয়েশনের তরফে অনির্দিষ্ট কালের জন্য আদালতে কর্মবিরতির ডাক দেওয়া হয় ।

অন্যদিকে আইনজীবীদের কর্মবিরতির জেরে সমস্যায় পড়ছেন আদালতে নানাবিধ মামলার সঙ্গে যুক্ত সাধারণ মানুষ ও তাদের পরিবার । জামিনের জন্য আবেদনকারীদের রোজ আদালত চত্বরে চক্কর কাটতে হচ্ছে । বালুরঘাট আদালতে জামিন নিতে এসে মিন্টু দাস জানান, কয়েকদিন ধরেই একটি মামলার জামিন নিতে তিনি আদালতে আসছেন । কিন্তু জামিন হচ্ছে না । দিনের পর দিন ঘুরতে হচ্ছে । এর ফলে তাঁদের সমস্যায় পড়তে হচ্ছে।

ভিডিয়োয় দেখুন

অন্যদিকে বালুরঘাট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা আইনজীবী বিদ্যুৎ কুমার রায় জানান, গত 24 এপ্রিল হাওড়ার আইনজীবীদের উপর পুলিশ নির্মম ভাবে লাঠি চার্জ করে । ঘটনায় দোষী পুলিশ কর্মী ও দুষ্কৃতীদের এখনও গ্রেপ্তার করা হয়নি । অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতেই এই মৌন মিছিল । তিনি আরও বলেন, "আমরা এই ঘৃণ্য অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি । আইন একটা সাংবিধানিক স্তম্ভ । সেই আইনের দরজায় এইভাবে অত্যাচার চালানো ঠিক হয়নি । বিষয়টা হাইকোর্টে বিচারাধীন । মামলা চলছে । আমরা বার কাউন্সিলের তরফে লড়াই চালাচ্ছি । আমরা আশা করছি প্রতিকার পাব । "

Intro:২৩ দিনে পা দিল আইনজীবীদের কর্মবিরতি, জামিন নিতে রোজ দিন আদালতে চক্কর কাটতে হচ্ছে বিচারপ্রার্থীদের; দোষীদের শাস্তির দাবিতে বালুরঘাটে ফের প্রতিবাদ মিছিল।।

বালুরঘাট, ১৭ মে: হাওড়া আদালতে পার্কিং নিয়ে বচসা। আইনজীবীদের উপর হামলা ও লাঠি চার্জের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনার ২৩ দিন পেরিয়ে গেলেও এখনও রাজ্যে সব আদালতেই কর্মবিরতি চলছে আইনজীবীদের।এদিকে হাওড়ার সেই ঘটনার প্রতিবাদে শুক্রবার ফের সরব হল বালুরঘাট জেলা আদালতের আইনজীবী ও ‘ল’ ক্লার্করা। ঘটনার দোষীদের শাস্তির দাবিতে বালুরঘাটে প্রতিবাদ মৌন মিছিল বের করে। পাশাপাশি তারা বিচারকের কাছে ডেপুটেশন দেন। এদিকে দীর্ঘদিন ধরে চলা আইনজীবীদের কর্মবিরতির জেরে সমস্যায় পড়ছে আদালতে মামলার সঙ্গে যুক্ত মানুষ ও তাদের পরিবার। একরকম কাজ বন্ধ হয়ে গেছে বালুরঘাট ও গঙ্গারামপুর আদালতে।   

প্রসঙ্গত, গত ২৪ এপ্রিল গাড়ি পার্কিংকে কেন্দ্র করে হাওড়া পৌরনিগমের কর্মী ও হাওড়া আদালতের উকিলরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। দু'পক্ষের মধ্যে তুমুল ইটবৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। ঘটনায় অন্যায় ভাবে আইনজীবীদের উপরও লাঠিচার্জ করে পুলিশ বলে অভিযোগ। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। উকিলদের উপর হামলার প্রতিবাদে গত ২৫ এপ্রিল থেকে ব্যাঙ্কশাল কোর্ট সহ রাজ্যের একাধিক বার অ্যাসোসিয়েশনের তরফে অনির্দিষ্ট কালের জন্য আদালতে কর্মবিরতির ডাক দেওয়া হয়। লাগাতর সেই কর্মবিরতি এখন চলছে। এর মধ্যেই এদিন দোষী পুলিশদের শাস্তির দাবি জানিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা বিচারক এবং দক্ষিণ দিনাজপুর জেলা শাসককের কাছে স্মারকলিপি দিল বালুরঘাট আদালতের আইনজীবীরা।পাশাপাশি শহরে মৌন মিছিল বের করা হয়। এদিকে আইনজীবী ও ‘ল’ ক্লাকের কর্মবিরতির জেরে সমস্যায় পরছেন নানান মামলার সঙ্গে যুক্ত সাধারণ মানুষ। জামিনের জন্য আবেদনকারীরা আদালত চত্বরে রোজ ধর্ণা দিয়ে পরে থাকছে।

এবিষয়ে বালুরঘাট আদালতে জামিন নিতে আসা মিন্টু দাস জানান, কয়েকদিন ধরেই একটি মামলার জামিন নিতে বালুরঘাট আদালতে আসছেন। জামিন হচ্ছে না। দিনের পর দিন ঘুরতে হচ্ছে শুধু। এর ফলে তাদের সমস্যায় পরতে হচ্ছে। পাশাপাশি আতঙ্কে থাকতে হচ্ছে।

অন্য দিকে বালুরঘাট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা আইনজীবী বিদ্যুৎ কুমার রায় জানান, গত ২৪ এপ্রিল হাওড়ার আইনজীবীদের উপর পুলিশ নির্মম ভাবে লাঠি চার্জ করে। ঘটনায় দোষী পুলিশ কর্মী ও দুষ্কৃতিদের পুলিশ এখনও গ্রেফতার করেনি পুলিশ। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানাতে এদিনের কর্মসূচি। তাদের দাবি মানা না হলে আগামীতেও এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন। Body:Balurghat Conclusion:Balurghat
Last Updated : May 17, 2019, 8:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.