বংশীহারী, 12 এপ্রিল: সরকারি কর্মীরা নন, রেশনের কুপন বিলি করছেন তৃণমূল কর্মীরা । অভিযোগ বংশীহারীর 12 নম্বর ওয়ার্ডের BJP কর্মীদের । বংশীহারীর গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের বিরবরাইল এলাকায় তৃণমূলের বুথ সভাপতি অমল মণ্ডলের ছেলে রামানন্দ মণ্ডলকে এলাকায় রেশনের কুপন বিলি করতে দেখা গেছে।
কোরোনা সংক্রমণ রোধে গোটা দেশেই জারি রয়েছে লকডাউন । এর জেরে রোজগার বন্ধ হয়ে গিয়েছে অনেকের । এই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফে । রেশন দোকান থেকে দুস্থদের বিনামূল্যে দেওয়া হচ্ছে খাদ্যসামগ্রী । যাঁদের রেশন কার্ড নেই তাঁদের বাড়ি বাড়ি গিয়ে কুপন দিয়ে আসছেন সরকারি কর্মী বা জনপ্রতিনিধিরা । অভিযোগ, কুপন দেওয়ার দায়িত্ব সরকারি কর্মী বা জনপ্রতিনিধিদের উপর থাকলেও তা বিলি করছেন তৃণমূল নেতারা । বংশীহারী ব্লকের গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের বিরবরাইল এলাকার তৃণমূলের বুথ সভাপতি অমল মণ্ডলের ছেলে রামানন্দ মণ্ডলকেও এলাকায় কাগজপত্র হাতে সেই কুপন বিলি করতে দেখা গিয়েছে ।
যে সব পরিবারের ডিজ়িটাল রেশন কার্ড নেই তাদের জন্য জেলা প্রশাসন বিশেষ ব্যবস্থা করেছে ৷ তাদের একটি করে কুপন দেওয়া হবে । সেই কুপন নিয়ে গেলে রেশন দোকান থেকে প্রয়োজনীয় সামগ্রী পাবে তারা । এক্ষেত্রে সমস্ত সরকারি কর্মচারীর এই কুপন বিলি করার কথা । কিন্তু তা না হয়ে তৃণমূল কর্মীরাই এই কুপন বিলি করছেন বলে অভিযোগ । 18 নম্বর ওয়ার্ডের BJP কর্মী অনিল হাঁসদার অভিযোগ, জেলা প্রশাসনের পক্ষ থেকে কুপন আসার পর তা স্থানীয় তৃণমূল নেতাদের হাতে চলে যাচ্ছে । এর সঙ্গে যুক্ত এলাকার একাধিক তৃণমূল নেতা-কর্মী । গতকালও অনেককে কুপন বিলি করতে দেখা গেছে ।
এদিকে গঙ্গারামপুরের মহকুমা শাসক মানবেন্দ্র দেবনাথ বলেন, "আমার কাছে এরকম কোনও খবর আসেনি । আমি এই বিষয়ে কিছু বলব না ।"