ETV Bharat / state

Newborn Body Recovered: ধান ক্ষেতের পাশে উদ্ধার সদ্যোজাত কন্যার দেহ!

Body Wrapped in Plastic Carry Bag: ধান ক্ষেতের পাশে পড়ে নবজাতক কন্যার দেহ ৷ শিশটিকে দেখতে পান এক যুবক ৷ উদ্ধার করে পুলিশ ৷ ঘটনায় চাঞ্চল্য এলাকায় ৷

Newborn Body Recovered
ধান ক্ষেতের পাশ থেকে সদ্যজাত কন্যার দেহ উদ্ধার
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 31, 2023, 7:27 PM IST

বংশিহারি, 31 অক্টোবর: ধান ক্ষেতের পাশ থেকে প্লাস্টিকের ক্যারিব্যাগে মোড়া অবস্থায় সদ্যোজাত কন্যার দেহ উদ্ধার ৷ ঘটনায় মঙ্গলবার চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের নলপুকুর এলাকায় ৷ পুলিশ সদ্যোজাতকে উদ্ধার করে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে এসেছে ৷ বুধবার শিশুটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে । বংশিহারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোজিৎ সরকার বলেন, "নলপুকুর এলাকায় সদ্যোজাতর দেহ উদ্ধার হয়েছে আজকে এবং আমরা থানার পক্ষ থেকে আগামিকাল ময়নাতদন্তের জন্য পাঠাব বালুরঘাটে ।"

জানা গিয়েছে, আজ দুপুর দুটো নাগাদ স্থানীয় এক যুবক ওই এলাকায় ধান ক্ষেতের পাশে তাল কোড়াতে এসেছিলেন ৷ সেসময়ই তাঁর নজরে আসে প্লাস্টিকের ক্যারিব্যাগে মুড়ে কিছু পড়ে রয়েছে । কাছে গিয়ে প্লাস্টিকটা খুলে দেখেন যুবক ৷ তখনই তার মধ্যে একটি সদ্যোজাতর দেহ দেখতে পান তিনি ৷ সঙ্গে সঙ্গে বংশিহারি থানায় এই খবর দেওয়া হয় । বংশিহারি থানার পুলিশ এসে দেহটি নিয়ে যায় । তার আগে শিশুকন্যাকে দেখতে সেখানে ভিড় জমায় প্রচুর আশেপাশের লোক ৷ তারা জানাচ্ছে, কে বা কারা এখানে এই সদ্যজাতকে ফেলে গিয়েছে ৷ এ বিষয়ে এলাকাবাসীরা কিছু জানে না ৷

এলাকাবাসীদের অভিযোগ, বুনিয়াদপুর পৌরসভা এলাকায় প্রচুর নার্সিংহোম গজিয়ে উঠেছে ৷ এগুলিতেই বেআইনিভাবে শিশুর জন্ম দেওয়া হয় ৷ পরেই বিভিন্ন জায়গায় সদ্যোজাতদের ফেলে দেওয়া হচ্ছে ৷ সেই কারণে প্রায় প্রতিদিন পৌরসভা-সহ বংশিহারি ব্লকের বিভিন্ন এলাকায় সদ্যোজাতর দেহ উদ্ধার হচ্ছে ।

স্থানীয় ওই যুবক প্রত্যক্ষদর্শী শ্রীমন্ত সরকার বলেন, "আমি দুপুরবেলা তাল গাছের নীচে তাল কুড়োতে এসেছিলাম ৷ সেই সময় একটি প্লাস্টিকের ক্যারিব্যাগ আমার নজরে পড়ে । আমি কৌতুহলবশত প্লাস্টিক ক্যারিব্যাগ খুলে দেখি তাতে সদ্যোজাত কন্যার দেহ । সঙ্গে সঙ্গে আমি আমার পরিবারকে জানাই এবং আশেপাশের লোকজন সে খবর পেয়ে ছুটে আসে । পরে বংশিহারি থানার পুলিশ দেহ উদ্ধার করে ।"

আরও পড়ুন: নাড়ি ছিন্ন করার আগেই শিশু বিক্রির রফা করছে হাসপাতাল, বিরাট পাচার চক্রের হদিশ হায়দরাবাদে

এই বিষয়ে এলাকার আইসিডিএস কর্মী ইলা মণ্ডল বলেন, "আমার মনে হয় বুনিয়াদপুর পৌরসভার বিভিন্ন এলাকায় বেআইনিভাবে নার্সিংহোম গজিয়ে ওঠায় এই ধরনের অবৈধ কাজগুলো হচ্ছে । তার ফলে নার্সিংহোমে জন্ম দেওয়ার পরেই লোকজন এইভাবে ধান ক্ষেতের পাশে সদ্যজাতকে ফেলে দিয়ে যাচ্ছে ।"

বংশিহারি, 31 অক্টোবর: ধান ক্ষেতের পাশ থেকে প্লাস্টিকের ক্যারিব্যাগে মোড়া অবস্থায় সদ্যোজাত কন্যার দেহ উদ্ধার ৷ ঘটনায় মঙ্গলবার চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের নলপুকুর এলাকায় ৷ পুলিশ সদ্যোজাতকে উদ্ধার করে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে এসেছে ৷ বুধবার শিশুটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে । বংশিহারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোজিৎ সরকার বলেন, "নলপুকুর এলাকায় সদ্যোজাতর দেহ উদ্ধার হয়েছে আজকে এবং আমরা থানার পক্ষ থেকে আগামিকাল ময়নাতদন্তের জন্য পাঠাব বালুরঘাটে ।"

জানা গিয়েছে, আজ দুপুর দুটো নাগাদ স্থানীয় এক যুবক ওই এলাকায় ধান ক্ষেতের পাশে তাল কোড়াতে এসেছিলেন ৷ সেসময়ই তাঁর নজরে আসে প্লাস্টিকের ক্যারিব্যাগে মুড়ে কিছু পড়ে রয়েছে । কাছে গিয়ে প্লাস্টিকটা খুলে দেখেন যুবক ৷ তখনই তার মধ্যে একটি সদ্যোজাতর দেহ দেখতে পান তিনি ৷ সঙ্গে সঙ্গে বংশিহারি থানায় এই খবর দেওয়া হয় । বংশিহারি থানার পুলিশ এসে দেহটি নিয়ে যায় । তার আগে শিশুকন্যাকে দেখতে সেখানে ভিড় জমায় প্রচুর আশেপাশের লোক ৷ তারা জানাচ্ছে, কে বা কারা এখানে এই সদ্যজাতকে ফেলে গিয়েছে ৷ এ বিষয়ে এলাকাবাসীরা কিছু জানে না ৷

এলাকাবাসীদের অভিযোগ, বুনিয়াদপুর পৌরসভা এলাকায় প্রচুর নার্সিংহোম গজিয়ে উঠেছে ৷ এগুলিতেই বেআইনিভাবে শিশুর জন্ম দেওয়া হয় ৷ পরেই বিভিন্ন জায়গায় সদ্যোজাতদের ফেলে দেওয়া হচ্ছে ৷ সেই কারণে প্রায় প্রতিদিন পৌরসভা-সহ বংশিহারি ব্লকের বিভিন্ন এলাকায় সদ্যোজাতর দেহ উদ্ধার হচ্ছে ।

স্থানীয় ওই যুবক প্রত্যক্ষদর্শী শ্রীমন্ত সরকার বলেন, "আমি দুপুরবেলা তাল গাছের নীচে তাল কুড়োতে এসেছিলাম ৷ সেই সময় একটি প্লাস্টিকের ক্যারিব্যাগ আমার নজরে পড়ে । আমি কৌতুহলবশত প্লাস্টিক ক্যারিব্যাগ খুলে দেখি তাতে সদ্যোজাত কন্যার দেহ । সঙ্গে সঙ্গে আমি আমার পরিবারকে জানাই এবং আশেপাশের লোকজন সে খবর পেয়ে ছুটে আসে । পরে বংশিহারি থানার পুলিশ দেহ উদ্ধার করে ।"

আরও পড়ুন: নাড়ি ছিন্ন করার আগেই শিশু বিক্রির রফা করছে হাসপাতাল, বিরাট পাচার চক্রের হদিশ হায়দরাবাদে

এই বিষয়ে এলাকার আইসিডিএস কর্মী ইলা মণ্ডল বলেন, "আমার মনে হয় বুনিয়াদপুর পৌরসভার বিভিন্ন এলাকায় বেআইনিভাবে নার্সিংহোম গজিয়ে ওঠায় এই ধরনের অবৈধ কাজগুলো হচ্ছে । তার ফলে নার্সিংহোমে জন্ম দেওয়ার পরেই লোকজন এইভাবে ধান ক্ষেতের পাশে সদ্যজাতকে ফেলে দিয়ে যাচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.