বংশীহারী, 19 জুন: দক্ষিণ দিনাজপুরে কোরোনায় আক্রান্ত হলেন আরও চারজন । এর ফলে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 86 । গতরাতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে আসা রিপোর্ট থেকে জানা যায়, নতুন করে চারজনের শরীরে কোরোনার সংক্রমণ মিলেছে । এদিকে এখন পর্যন্ত 51 জন সুস্থ হয়ে উঠেছেন । জেলায় অন্য এলাকার তুলনায় বংশীহারীতে কোরোনা আক্রান্তের সংখ্যা তুলনামূলক একটু বেশি । সেখানে আক্রান্ত বেড়ে হল 21 ।
জেলায় নতুন করে যাঁরা কোরোনায় আক্রান্ত হয়েছেন তাঁদের বাড়ি বংশীহারী, হিলি, তপন ও হরিরামপুরে । এর ফলে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 86 । এর মধ্যে বংশীহারী ব্লক ও বুনিয়াদপুর পৌরসভা মিলিয়ে মোট 21 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন । আক্রান্ত চারজনের চিকিৎসার ব্যবস্থা করছে জেলা স্বাস্থ্য বিভাগ । অন্যদিকে বৃহস্পতিবার বিকেলে জেলা স্বাস্থ্য বিভাগের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয় । যাতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 82 জন । তার মধ্যে চিকিৎসাধীন 31 জন । ইতিমধ্যেই 51 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ।
নতুন আক্রান্তের সংখ্যা নিয়ে এখনও পর্যন্ত সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে চাননি জেলা প্রশাসনিক ও স্বাস্থ্য আধিকারিকরা ।