ETV Bharat / state

কোরোনায় আক্রান্ত কুমারগঞ্জের তৃণমূল বিধায়ক - দক্ষিণ দিনাজপুর

তৃণমূল বিধায়ক-সহ দক্ষিণ দিনাজপুরে নতুন করে 30 জনের শরীরে মিলল কোরোনা ভাইরাসের হদিস ৷ এই নিয়ে জেলায় কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 277 ৷ যদিও ইতিমধ্যে 210 জন সুস্থ হয়ে উঠেছে ৷

South Dinajpur
দক্ষিণ দিনাজপুর
author img

By

Published : Jul 9, 2020, 10:12 AM IST

বালুরঘাট, 9 জুলাই : দক্ষিণ দিনাজপুরে নতুন করে 30 জনের শরীরে মিলল কোরোনা ভাইরাসের হদিস ৷ আক্রান্তদের মধ্যে একজন তৃণমূল বিধায়ক৷ এনিয়ে জেলায় কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 277 ৷ যদিও ইতিমধ্যে 210 জন সুস্থ হয়ে উঠেছে ৷

গতরাতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে লালারসের নমুনা পরীক্ষার যে রিপোর্টগুলি এসেছে তা থেকে জানা গেছে, নতুন করে 30 জন কোরোনায় আক্রান্ত হয়েছে ৷ যার মধ্যে কুমারগঞ্জের তৃণমূল বিধায়ক রয়েছেন ৷ 30 জুন ট্রুনাট মেশিনে তাঁর লালারসের নমুনা পরীক্ষা করা হয়েছিল ৷ সেইসময় তাঁর রিপোর্ট মিডিয়াম পজ়িটিভ আসে ৷ পরে নিশ্চিত হওয়ার জন্য তাঁর নমুনা মালদা মেডিকেল কলেজে পাঠানো হয় ৷ সেই রিপোর্টই গতরাতে আসে ৷ আর তাতেই নিশ্চিত হয় যে, তিনি কোরোনায় আক্রান্ত ৷

নতুন করে আক্রান্ত বাকি 29 জনের মধ্যে আট জন বালুরঘাট শহরের ৷ বালুরঘাট গ্রামীণ এলাকার 11 জন রয়েছে ৷ এছাড়াও গঙ্গারামপুরে চার জন, কুমারগঞ্জে দু'জন, কুশমণ্ডিতে এক জন, তপনে দু'জন ও হরিরামপুরের এক জনের রিপোর্টে কোরোনা পজ়িটিভ পাওয়া গেছে ৷ 2, 4 ও 6 জুলাই এই 29 জনের নমুনা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় ৷

আক্রান্তদের কোনওরকম ট্রাভেল হিস্ট্রি নেই বলে খবর ৷ পাশাপাশি কোনওরকম উপসর্গও নেই ৷ নতুন সংক্রমিতদের চিকিৎসার জন্য বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্র বা সেফ হোমে আনা হচ্ছে ৷

বালুরঘাট, 9 জুলাই : দক্ষিণ দিনাজপুরে নতুন করে 30 জনের শরীরে মিলল কোরোনা ভাইরাসের হদিস ৷ আক্রান্তদের মধ্যে একজন তৃণমূল বিধায়ক৷ এনিয়ে জেলায় কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 277 ৷ যদিও ইতিমধ্যে 210 জন সুস্থ হয়ে উঠেছে ৷

গতরাতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে লালারসের নমুনা পরীক্ষার যে রিপোর্টগুলি এসেছে তা থেকে জানা গেছে, নতুন করে 30 জন কোরোনায় আক্রান্ত হয়েছে ৷ যার মধ্যে কুমারগঞ্জের তৃণমূল বিধায়ক রয়েছেন ৷ 30 জুন ট্রুনাট মেশিনে তাঁর লালারসের নমুনা পরীক্ষা করা হয়েছিল ৷ সেইসময় তাঁর রিপোর্ট মিডিয়াম পজ়িটিভ আসে ৷ পরে নিশ্চিত হওয়ার জন্য তাঁর নমুনা মালদা মেডিকেল কলেজে পাঠানো হয় ৷ সেই রিপোর্টই গতরাতে আসে ৷ আর তাতেই নিশ্চিত হয় যে, তিনি কোরোনায় আক্রান্ত ৷

নতুন করে আক্রান্ত বাকি 29 জনের মধ্যে আট জন বালুরঘাট শহরের ৷ বালুরঘাট গ্রামীণ এলাকার 11 জন রয়েছে ৷ এছাড়াও গঙ্গারামপুরে চার জন, কুমারগঞ্জে দু'জন, কুশমণ্ডিতে এক জন, তপনে দু'জন ও হরিরামপুরের এক জনের রিপোর্টে কোরোনা পজ়িটিভ পাওয়া গেছে ৷ 2, 4 ও 6 জুলাই এই 29 জনের নমুনা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় ৷

আক্রান্তদের কোনওরকম ট্রাভেল হিস্ট্রি নেই বলে খবর ৷ পাশাপাশি কোনওরকম উপসর্গও নেই ৷ নতুন সংক্রমিতদের চিকিৎসার জন্য বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্র বা সেফ হোমে আনা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.