ETV Bharat / state

উপার্জনের নতুন দিশা দেখাচ্ছে কুশমণ্ডির মুখোশ , ঝুঁকছে নতুন প্রজন্ম - কুশমণ্ডি মুখা মেলা

কুশমণ্ডির মহিষবাথানে শুরু হয়েছে মুখা মেলা ৷ মুখোশ শিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরাই উদ্দেশ্য ৷ উপার্জনের নতুন দিশা দেখাচ্ছে এই শিল্প ৷ ফলে এই শিল্পের দিকে ঝুঁকছে নতুন প্রজন্ম ৷

মুখা মেলা
author img

By

Published : Nov 10, 2019, 3:26 PM IST

কুশমণ্ডি , 10 নভেম্বর : মাত্র 27 জনকে নিয়ে পথ চলা শুরু হয়েছিল কুশমণ্ডির মহিষবাথানের । বর্তমানে সেই সংখ্যা 500 ছাড়িয়েছে । শুধুমাত্র জেলা নয়, মহিষবাথান শিল্পের খ্যাতি আজ জেলা ছাড়িয়ে বিদেশেও ছড়িয়েছে । তুলে ধরতে এবারও কুশমণ্ডিতে মুখা মেলার আয়োজন করেছে মহিষবাথান গ্রামীণ হস্তশিল্প সমবায় সমিতি লিমিটেড । বরাবরের মতো এবারও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলা নাটক ডট কম ও পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও গ্রামীণ শিল্প পর্ষদ । আজ এই মেলার শেষদিন । মেলা প্রাঙ্গণে প্রত্যেকদিন নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । শুক্রবার রাতে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে ষষ্ঠতম বর্ষে কুশমণ্ডির মুখা মেলার উদ্বোধন করেন গঙ্গারামপুর মহকুমা শাসক দেবাঞ্জন রায় ও কুশমণ্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি সুনন্দা বিশ্বাস সহ অন্য বিশিষ্টজনরা ।

দক্ষিণ দিনাজপুর জেলার প্রাচীন শিল্পকলার মুখোশ শিল্পের সঙ্গে কুশমণ্ডি মহিষবাথানের প্রায় কয়েক হাজার পরিবার যুক্ত আছে । কয়েক বছর আগেও এই শিল্প থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল বর্তমান প্রজন্ম । একরকম বিলুপ্তির পথে চলে গেছিল কুশমণ্ডি মুখোশ শিল্প । অবশেষে 2013 সালে বর্তমান সরকার ও বাংলা নাটক ডট কমের সহযোগিতায় কুশমণ্ডির মুখোশ শিল্প উন্নতির শিখরে পৌঁছে থাকে। শুধুমাত্র জেলা নয়, দেশ ছাড়িয়ে বিদেশেও মুখোশ নিজস্ব পরিচয় তৈরি করেছে । কুশমণ্ডির মহিষবাথান এলাকার একজন শিল্পী ইতিমধ্যে লন্ডন ফ্রান্স থেকে ঘুরে এসেছেন । উপার্জনের নতুন দিশা দেখানোয় বর্তমানে এই শিল্পে নতুন প্রজন্ম আসতে শুরু করেছে ।

এ প্রসঙ্গে হস্তশিল্পী নন্দীচন্দ্র সরকার বলেন, "একটা সময় এই শিল্প থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল বর্তমান প্রজন্ম । 2013 সালে বাংলা নাটক ডট কম ও বর্তমান রাজ্য সরকারের সহযোগিতায় মুখোশ শিল্প ঘুরে দাঁড়িয়েছে । দিন দিন মুখোশের চাহিদা বাড়ছে । অনলাইনেও বিক্রি হচ্ছে মুখোশ । এই শিল্পের দিকে ঝুঁকছে নতুন প্রজন্ম । বিক্রি বাড়ায় লাভের হারও অনেক বেড়েছে ।"

মহিষবাথান গ্রামীণ হস্তশিল্প সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক পরেশ চন্দ্র সরকার বলেন, "কুশমণ্ডির মুখোশ তার নিজস্ব পরিচয় বানিয়েছে । জেলা রাজ্য ছাড়িয়ে বিদেশেও খ্যাতি ছড়িয়েছে তাদের মুখোশের । কুশমণ্ডি হস্ত শিল্পীরা ইতিমধ্যে লন্ডন ফ্রান্স থেকে ঘুরে এসেছেন । বিশ্বের দরবারে আরও বেশি করে পৌঁছে দিতে প্রত্যেকবারের মতো এবারও এই মেলার আয়োজন করা হয়েছে ।"

কুশমণ্ডি , 10 নভেম্বর : মাত্র 27 জনকে নিয়ে পথ চলা শুরু হয়েছিল কুশমণ্ডির মহিষবাথানের । বর্তমানে সেই সংখ্যা 500 ছাড়িয়েছে । শুধুমাত্র জেলা নয়, মহিষবাথান শিল্পের খ্যাতি আজ জেলা ছাড়িয়ে বিদেশেও ছড়িয়েছে । তুলে ধরতে এবারও কুশমণ্ডিতে মুখা মেলার আয়োজন করেছে মহিষবাথান গ্রামীণ হস্তশিল্প সমবায় সমিতি লিমিটেড । বরাবরের মতো এবারও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলা নাটক ডট কম ও পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও গ্রামীণ শিল্প পর্ষদ । আজ এই মেলার শেষদিন । মেলা প্রাঙ্গণে প্রত্যেকদিন নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । শুক্রবার রাতে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে ষষ্ঠতম বর্ষে কুশমণ্ডির মুখা মেলার উদ্বোধন করেন গঙ্গারামপুর মহকুমা শাসক দেবাঞ্জন রায় ও কুশমণ্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি সুনন্দা বিশ্বাস সহ অন্য বিশিষ্টজনরা ।

দক্ষিণ দিনাজপুর জেলার প্রাচীন শিল্পকলার মুখোশ শিল্পের সঙ্গে কুশমণ্ডি মহিষবাথানের প্রায় কয়েক হাজার পরিবার যুক্ত আছে । কয়েক বছর আগেও এই শিল্প থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল বর্তমান প্রজন্ম । একরকম বিলুপ্তির পথে চলে গেছিল কুশমণ্ডি মুখোশ শিল্প । অবশেষে 2013 সালে বর্তমান সরকার ও বাংলা নাটক ডট কমের সহযোগিতায় কুশমণ্ডির মুখোশ শিল্প উন্নতির শিখরে পৌঁছে থাকে। শুধুমাত্র জেলা নয়, দেশ ছাড়িয়ে বিদেশেও মুখোশ নিজস্ব পরিচয় তৈরি করেছে । কুশমণ্ডির মহিষবাথান এলাকার একজন শিল্পী ইতিমধ্যে লন্ডন ফ্রান্স থেকে ঘুরে এসেছেন । উপার্জনের নতুন দিশা দেখানোয় বর্তমানে এই শিল্পে নতুন প্রজন্ম আসতে শুরু করেছে ।

এ প্রসঙ্গে হস্তশিল্পী নন্দীচন্দ্র সরকার বলেন, "একটা সময় এই শিল্প থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল বর্তমান প্রজন্ম । 2013 সালে বাংলা নাটক ডট কম ও বর্তমান রাজ্য সরকারের সহযোগিতায় মুখোশ শিল্প ঘুরে দাঁড়িয়েছে । দিন দিন মুখোশের চাহিদা বাড়ছে । অনলাইনেও বিক্রি হচ্ছে মুখোশ । এই শিল্পের দিকে ঝুঁকছে নতুন প্রজন্ম । বিক্রি বাড়ায় লাভের হারও অনেক বেড়েছে ।"

মহিষবাথান গ্রামীণ হস্তশিল্প সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক পরেশ চন্দ্র সরকার বলেন, "কুশমণ্ডির মুখোশ তার নিজস্ব পরিচয় বানিয়েছে । জেলা রাজ্য ছাড়িয়ে বিদেশেও খ্যাতি ছড়িয়েছে তাদের মুখোশের । কুশমণ্ডি হস্ত শিল্পীরা ইতিমধ্যে লন্ডন ফ্রান্স থেকে ঘুরে এসেছেন । বিশ্বের দরবারে আরও বেশি করে পৌঁছে দিতে প্রত্যেকবারের মতো এবারও এই মেলার আয়োজন করা হয়েছে ।"

Intro:বিশ্বের কাছে নিজের পরিচয় বানিয়েছে কুশমণ্ডির মুখোশ, উপার্জনের নতুন দিশা দেখানোয় এই শিল্পে ঝুঁকছে নতুন প্রজন্ম।।

কুশমণ্ডি, ৯ নভেম্বর: মাত্র ২৭ জনকে নিয়ে পথ চলা শুরু হয়েছিল কুশমণ্ডির মহিষবাথানের। বর্তমানে সেই সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। শুধুমাত্র জেলা নয় মহিষবাথান শিল্পের খ্যাতি আজ জেলা ছাড়িয়ে বিদেশেও ছড়িয়েছে। মুখোশ শিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরতে এবারও কুশমণ্ডিতে মুখা মেলার আয়োজন করেছে মহিষবাথান গ্রামীণ হস্তশিল্প সমবায় সমিতি লিমিটেড। বরাবরের মতো এবারও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলা নাটক ডট কম ও পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও গ্রামীণ শিল্প পর্ষদ। আগামী ১০ নভেম্বর পর্যন্ত চলবে এই মেলা। মেলা প্রাঙ্গণে প্রত্যেকদিন নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার রাতে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে ষষ্ঠ তম বর্ষে কুশমণ্ডির মুখা মেলার শুভ উদ্বোধন করেন গঙ্গারামপুর মহাকুমার মহকুমা শাসক দেবাঞ্জন রায় কুশমণ্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি সুনন্দা বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্টজনরা।

দক্ষিণ দিনাজপুর জেলার প্রাচীন শিল্পকলার মুখোশ শিল্পের সঙ্গে কুশমণ্ডি মহিষবাথানের প্রায় কয়েক হাজার পরিবার যুক্ত আছে। কয়েক বছর আগেও এই শিল্প থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল বর্তমান প্রজন্ম। একরকম বিলুপ্তির পথে চলে গেছিল কুশমণ্ডি মুখোশ শিল্প। অবশেষে ২০১৩ সালে বর্তমান সরকার ও বাংলা নাটক ডট কমের সহযোগিতায় কুশমণ্ডির মুখোশ শিল্প উন্নতির শিখরে পৌঁছে থাকে। শুধুমাত্র জেলা নয় দেশ ছাড়িয়ে বিদেশেও মুখোশ নিজস্ব পরিচয় তৈরি করেছে। কুশমণ্ডির মহিষবাথান এলাকার একজন শিল্পী ইতিমধ্যে লন্ডন ফ্রান্স থেকে ঘুরে এসেছেন। উপার্জনের নতুন দিশা দেখানোয় বর্তমানে এই শিল্পে নতুন প্রজন্ম আসতে শুরু করেছে।

এ বিষয়ে হস্তশিল্পী নন্দি চন্দ্র সরকার জানান, একটা সময় এই শিল্প থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল বর্তমান প্রজন্ম। ২০১৩ সালে বাংলা নাটক ডট কম ও রাজ্য বর্তমান সরকারের সহযোগিতায় মুখোশ শিল্প ঘুরে দাঁড়িয়েছে। দিন দিন মুখোশের চাহিদা বাড়ছে। অনলাইনেও বিক্রি হচ্ছে মুখোশ। নতুন করে এই শিল্পে নয় প্রজন্ম আসছে। বিক্রি বাড়ায় লাভের হারও অনেক বেড়েছে।

মহিষবাথান হস্তশিল্পের পরেশ চন্দ্র সরকার জানান, কুশমণ্ডির মুখোশ তার নিজস্ব পরিচয় বানিয়েছে। জেলা রাজ্য ছাড়িয়ে বিদেশেও খ্যাতি ছড়িয়েছে তাদের মুখোশের। কুশমণ্ডি হস্ত শিল্পীরা ইতিমধ্যে লন্ডন ফ্রান্স থেকে ঘুরে এসেছেন। বিশ্বের দরবারে আরো বেশি করে পৌঁছে দিতে প্রত্যেকবারের মত এবারও এই মেলার আয়োজন করা হয়েছে।


Body:Kushmandi


Conclusion:Kushmandi
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.