ETV Bharat / state

মোটর বাইকের ধাক্কায় আহতকে হাসপাতালে নিয়ে গেলেন সাংসদ সুকান্ত - latest news of south dinajpur

মোটর বাইকের ধাক্কায় আহত এক ব্যক্তিকে নিজের গাড়ি করে হাসপাতালে পৌঁঁছে দিলেন BJP সাংসদ সুকান্ত মজুমদার ৷ হাসপাতালে ওই ব্যক্তির দেখাশোনার জন্য দলের কর্মীদের থাকতে বলেছেন তিনি ৷

আহত বসন্ত রায়
author img

By

Published : Oct 28, 2019, 11:09 PM IST

গঙ্গারামপুর, 28 অক্টোবর : দুর্ঘটনার কবলে পড়া এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলেন BJP সাংসদ সুকান্ত মজুমদার ৷ নিজের গাড়ি করে কালীদিঘি হাসপাতালে ওই ব্যক্তিকে পৌঁছে দেন তিনি ৷

আজ বিকেল সাড়ে পাঁচটা নাগাদ মনোহোলি মোড়ে বাইকের ধাক্কায় আহত হন তপনের দক্ষিণ বজড়া পুকুরের বাসিন্দা বসন্ত রায় ৷ স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে ৷ কালীদিঘি হাসপাতালের উদ্দেশে রওনা দেন । সেই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন বালুরঘাট লোকসভার সাংসদ সুকান্ত মজুমদার ৷ বিষয়টি তাঁর নজরে আসে ৷ এরপরই বসন্তবাবুকে সুকান্তবাবু তাঁর নিজের গাড়িতে করে কালীদিঘি হাসপাতালে পৌঁছে দেন ।

এই বিষয়ে সুকান্তবাবু বলেন, "আমি তপনের করদহ থেকে গঙ্গারামপুর যাচ্ছিলাম ৷ সেই সময় দেখতে পেলাম একজন ব্যক্তিকে টোটোতে করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন স্থানীয় কয়েকজন ৷ জিজ্ঞেস করতে তাঁরা বলেন বসন্ত রায় নামে ওই ব্যক্তিকে তপনের মনোহলি এলাকায় একটি মোটর সাইকেল পিছন থেকে ধাক্কা মেরেছে ৷ দুর্ঘটনায় তাঁর মাথা এবং কোমরে জোরে আঘাত লেগেছে ৷ গঙ্গারামপুর হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে ৷ এরপরই আমি বসন্তবাবুকে আমার গাড়িতে করে তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিই ৷"

বর্তমানে গঙ্গারামপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বসন্তবাবু ৷ সুকান্ত মজুমদার জানিয়েছেন, তিনি হাসপাতালের ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন ৷ হাসপাতালে বসন্তবাবুর দেখাশোনার জন্য গঙ্গারামপুর ব্লকের কর্মীদের থাকতেও বলে দিয়েছেন তিনি ।

গঙ্গারামপুর, 28 অক্টোবর : দুর্ঘটনার কবলে পড়া এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলেন BJP সাংসদ সুকান্ত মজুমদার ৷ নিজের গাড়ি করে কালীদিঘি হাসপাতালে ওই ব্যক্তিকে পৌঁছে দেন তিনি ৷

আজ বিকেল সাড়ে পাঁচটা নাগাদ মনোহোলি মোড়ে বাইকের ধাক্কায় আহত হন তপনের দক্ষিণ বজড়া পুকুরের বাসিন্দা বসন্ত রায় ৷ স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে ৷ কালীদিঘি হাসপাতালের উদ্দেশে রওনা দেন । সেই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন বালুরঘাট লোকসভার সাংসদ সুকান্ত মজুমদার ৷ বিষয়টি তাঁর নজরে আসে ৷ এরপরই বসন্তবাবুকে সুকান্তবাবু তাঁর নিজের গাড়িতে করে কালীদিঘি হাসপাতালে পৌঁছে দেন ।

এই বিষয়ে সুকান্তবাবু বলেন, "আমি তপনের করদহ থেকে গঙ্গারামপুর যাচ্ছিলাম ৷ সেই সময় দেখতে পেলাম একজন ব্যক্তিকে টোটোতে করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন স্থানীয় কয়েকজন ৷ জিজ্ঞেস করতে তাঁরা বলেন বসন্ত রায় নামে ওই ব্যক্তিকে তপনের মনোহলি এলাকায় একটি মোটর সাইকেল পিছন থেকে ধাক্কা মেরেছে ৷ দুর্ঘটনায় তাঁর মাথা এবং কোমরে জোরে আঘাত লেগেছে ৷ গঙ্গারামপুর হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে ৷ এরপরই আমি বসন্তবাবুকে আমার গাড়িতে করে তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিই ৷"

বর্তমানে গঙ্গারামপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বসন্তবাবু ৷ সুকান্ত মজুমদার জানিয়েছেন, তিনি হাসপাতালের ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন ৷ হাসপাতালে বসন্তবাবুর দেখাশোনার জন্য গঙ্গারামপুর ব্লকের কর্মীদের থাকতেও বলে দিয়েছেন তিনি ।

Intro:সাংসদের চেষ্টায় দুর্ঘটনা গ্রস্ত বেক্তির প্রান বাচল ।।

গঙ্গারামপুর ; ২৮ অক্টোবর ;- তপন থানার অনর্গত দক্ষিণ বজড়া পুকুরের বাসিন্দা বসন্ত রায় সোমবার বৈকাল ০৫:৩০ মিনিট নাগাদ মনোহোলি মোড়ে বাইক নিয়ে আসিডেন্ট হয় এবং স্থানীয় বাসিন্দারা তাকে নিয়ে কালীদিঘি হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। সেই সময় ওই রাস্তা দিয়ে বালুরঘাট লোকসভার সাংসদ শ্রী সুকান্ত মজুমদার যাচ্ছিলো এবং তাকে দেখতে পেয়ে সুকান্ত মজুমদার মহাশয় তার নিজের গাড়িতে করে কালীদিঘি হসপিটালে পৌঁছে দেয়।
এই বিষয়ে সাংসদ সুকান্ত মজুমদার বলেন আমি তপন থানার করদহ থেকে গঙ্গারামপুর যাবার সময় দেখতে পেলাম একজন ভদ্র লোক কে টোটো তে করে হাস্পাতালে নিয়ে যাচ্ছে,আমি জিজ্ঞ্যাসা করলে তারা বলে তপন থানার মনহলি এলাকায় একটি মোটর সাইকেল বজড়া পুকুরের বাসিন্দা বসন্ত রায় কে পিছন থেকে ধাক্কা মারে ,তার মাথা এবং কোমরে খুব আঘাত লেগেছে ,সেই কারনে ঐ ব্যাক্তিকে নিয়ে গঙ্গারামপুর হাস্পাতালে নিয়ে যাচ্ছি ,এই কথা শুনে সাংসদ অসুস্থ ব্যাক্তিকে নিয়ে গঙ্গারামপুর হাস্পাতালে নিয়ে যায় ,এবং বর্তমানে সেখানে চিকিৎসাধীন ঐ ব্যাক্তি ।সুকান্ত মজুমদার আরও জানান তিনি হাসপাতালের ডাক্তার বাবুদের সাথে কথা বলেছে এবং হাসপাতালে অসুস্থ ব্যাক্তির অবস্থা কেম্ন থাকে সেই জন্য তিনি গঙ্গারামপুর ব্লকের কর্মীদের থাকতে বলে দিয়েছে ।
Body:সাংসদের চেষ্টায় দুর্ঘটনা গ্রস্ত বেক্তির প্রান বাচল ।। Conclusion:সাংসদের চেষ্টায় দুর্ঘটনা গ্রস্ত বেক্তির প্রান বাচল ।।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.