ETV Bharat / state

পাননি 100 দিনের কাজ, আর্থিক সংকটে ভিন রাজ্য থেকে ফেরা শ্রমিকরা - most of the workers of South Dinajpur are not getting 100 day work

ভিন রাজ্য থেকে ফেরা শ্রমিকদের 100 দিনের কাজের প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য সরকার ৷ সরকারি ঘোষণা সত্ত্বেও দক্ষিণ দিনাজপুর জেলার বেশিরভাগ শ্রমিকই কাজ পাননি ৷

পাননি 100 দিনের কাজ, চরম আর্থিক সংকটে ভিন রাজ্য থেকে ফেরা শ্রমিকরা
পাননি 100 দিনের কাজ, চরম আর্থিক সংকটে ভিন রাজ্য থেকে ফেরা শ্রমিকরা
author img

By

Published : Jun 27, 2020, 3:33 PM IST

Updated : Jun 30, 2020, 11:56 AM IST

বালুরঘাট, 27 জুন : লকডাউনে ভিন রাজ্য থেকে দক্ষিণ দিনাজপুর জেলায় ফিরেছেন প্রায় 50 হাজার শ্রমিক ৷ বেশিরভাগটাই কাজ হারিয়েছেন ৷ কেউ আবার বিপদের সময় প্রিয়জনের পাশে থাকতে বাড়ি ফিরে এসেছেন ৷ এই বিশাল সংখ্যার কর্মহীন মানুষকে 100 দিনের কাজে লাগানো হবে বলে ঘোষণা করেছিল রাজ্য সরকার ৷ কিন্তু ঘোষণাই সার ৷ 50 হাজার শ্রমিকের মধ্যে কাজ পেয়েছেন মেরেকেটে আড়াই থেকে তিন হাজার মানুষ ৷ ফলে, সমস্যায় পড়েছেন ভিন রাজ্য থেকে ফেরা শ্রমিকরা ৷ সংসারে দিন দিন অভাব-অনটন বাড়ছে । এই অবস্থায় ফের কাজের খোঁজে ভিন রাজ্যে পাড়ি জমাচ্ছেন দক্ষিণ দিনাজপুরের শ্রমিকরা ।

জেলায় নেই তেমন শিল্প ৷ নেই কলকারখানা ৷ কাজের সন্ধানে তাই দক্ষিণ দিনাজপুরের বেশিরভাগ মানুষই ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন । তবে, কোরোনা ও তার জেরে লকডাউনের কারণে কাজকর্ম খুইয়ে সেইসব শ্রমিক ফের বাড়ি ফেরেন । ওইসব কর্মহীন শ্রমিকের পাশে দাঁড়াতে তাঁদের 100 দিনের কাজের অন্তর্ভুক্ত করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রাজ্যের নির্দেশে দক্ষিণ দিনাজপুর জেলায় ফেরা শ্রমিকদের 100 দিনের কাজে নিয়োগও করা হয় । কিন্তু সংখ্যাটা বেশ কম । 50 হাজারের মধ্যে কাজ পেয়েছেন মাত্র আড়াই থেকে তিন হাজার শ্রমিক ৷ ফলে, বেশিরভাগ শ্রমিক কর্মহীন হয়ে বাড়িতে বসে রয়েছেন । জেলা প্রশাসনের কাছে তাঁদের আর্জি, হয় 100 দিনের কাজ দিন না হলে অন্য কাজের ব্যবস্থা করুন । অনেকে জেলায় কাজ না পেয়ে ফের ভিন রাজ্যে কাজের খোঁজে যেতে শুরু করেছেন । কয়েকদিন আগে হিলি থানার তিওর এলাকার 9 জন শ্রমিক কাজের খোঁজে ফের হায়দরাবাদে ফিরে গেছেন । লকডাউন শিথিল হতেই ভিন রাজ্যে যাওয়ার সংখ্যাটা দিন দিন বাড়ছে ।

জেলায় ফিরেছেন 50 হাজার শ্রমিক
জেলায় ফিরেছেন 50 হাজার শ্রমিক
এবিষয়ে ভিন রাজ্য থেকে আসা শ্রমিক ফুলগা পাহান বলেন, "গত মাসে চেন্নাই থেকে বাড়ি ফিরেছি । বর্তমানে কাজ নেই । কাজের জন্য একাধিকবার গ্রাম পঞ্চায়েতে এলেও কাজ পাইনি । অন্যান্য পরিযায়ী শ্রমিকরাও কাজ পাচ্ছেন না । এই অবস্থায় সংসার চালাতে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ।"

এই বিষয়ে বালুঘাটের সাংসদ সুকান্ত মজুমদার জানান, "আমার কাছে যা খবর রয়েছে সেই অনুযায়ী দক্ষিণ দিনাজপুর জেলায় 50 হাজারেরও বেশি শ্রমিক ভিন রাজ্য থেকে ফিরেছেন । তবে জেলায় শ্রমিকদের মধ্যে মাত্র 2 থেকে 3 হাজার জন 100 দিনের কাজ পেয়েছেন । তাঁরা ফোন করে কাজ চাইছেন । বিরোধীদের 100 দিনের কাজ দেওয়া হচ্ছে না ।" এমন সংকটের সময়ে পরিযায়ী শ্রমিকরা যাতে কোনও রাজনৈতিক দলের শিকার না হন এবং তাঁরা যাতে কাজ পান তার আবেদন জানান তিনি ।

কিছু শ্রমিক কাজ পেলেও পাননি বেশিরভাগটাই
কিছু শ্রমিক কাজ পেলেও পাননি বেশিরভাগটাই

এদিকে বনমন্ত্রী তথা দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে যেসব পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরে কর্মহীন অবস্থায় রয়েছেন তাঁরা চাইলে 100 দিনের কাজ করতে পারবেন । সেক্ষেত্রে তাঁদের জবকার্ড না থাকলে জবকার্ড তৈরি করে দেওয়া হবে । তবে জেলায় কত পরিযায়ী শ্রমিক এসেছেন এবং কতজন 100 দিনের কাজ পেয়েছেন তা এখনই বলা সম্ভব নয় ।" তবে রাজ্যের শ্রমিকরা যদি ভিন রাজ্যে গিয়ে বেশি মজুরি পান তাতে খারাপের কিছু দেখছেন না তিনি ।

অন্যদিকে জেলা শাসক নিখিল নির্মল জানান, চাহিদামতো শ্রমিকদের কাজে লাগানো হচ্ছে ৷

পাননি 100 দিনের কাজ, আর্থিক সংকটে ভিন রাজ্য থেকে ফেরা শ্রমিকরা

বালুরঘাট, 27 জুন : লকডাউনে ভিন রাজ্য থেকে দক্ষিণ দিনাজপুর জেলায় ফিরেছেন প্রায় 50 হাজার শ্রমিক ৷ বেশিরভাগটাই কাজ হারিয়েছেন ৷ কেউ আবার বিপদের সময় প্রিয়জনের পাশে থাকতে বাড়ি ফিরে এসেছেন ৷ এই বিশাল সংখ্যার কর্মহীন মানুষকে 100 দিনের কাজে লাগানো হবে বলে ঘোষণা করেছিল রাজ্য সরকার ৷ কিন্তু ঘোষণাই সার ৷ 50 হাজার শ্রমিকের মধ্যে কাজ পেয়েছেন মেরেকেটে আড়াই থেকে তিন হাজার মানুষ ৷ ফলে, সমস্যায় পড়েছেন ভিন রাজ্য থেকে ফেরা শ্রমিকরা ৷ সংসারে দিন দিন অভাব-অনটন বাড়ছে । এই অবস্থায় ফের কাজের খোঁজে ভিন রাজ্যে পাড়ি জমাচ্ছেন দক্ষিণ দিনাজপুরের শ্রমিকরা ।

জেলায় নেই তেমন শিল্প ৷ নেই কলকারখানা ৷ কাজের সন্ধানে তাই দক্ষিণ দিনাজপুরের বেশিরভাগ মানুষই ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন । তবে, কোরোনা ও তার জেরে লকডাউনের কারণে কাজকর্ম খুইয়ে সেইসব শ্রমিক ফের বাড়ি ফেরেন । ওইসব কর্মহীন শ্রমিকের পাশে দাঁড়াতে তাঁদের 100 দিনের কাজের অন্তর্ভুক্ত করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রাজ্যের নির্দেশে দক্ষিণ দিনাজপুর জেলায় ফেরা শ্রমিকদের 100 দিনের কাজে নিয়োগও করা হয় । কিন্তু সংখ্যাটা বেশ কম । 50 হাজারের মধ্যে কাজ পেয়েছেন মাত্র আড়াই থেকে তিন হাজার শ্রমিক ৷ ফলে, বেশিরভাগ শ্রমিক কর্মহীন হয়ে বাড়িতে বসে রয়েছেন । জেলা প্রশাসনের কাছে তাঁদের আর্জি, হয় 100 দিনের কাজ দিন না হলে অন্য কাজের ব্যবস্থা করুন । অনেকে জেলায় কাজ না পেয়ে ফের ভিন রাজ্যে কাজের খোঁজে যেতে শুরু করেছেন । কয়েকদিন আগে হিলি থানার তিওর এলাকার 9 জন শ্রমিক কাজের খোঁজে ফের হায়দরাবাদে ফিরে গেছেন । লকডাউন শিথিল হতেই ভিন রাজ্যে যাওয়ার সংখ্যাটা দিন দিন বাড়ছে ।

জেলায় ফিরেছেন 50 হাজার শ্রমিক
জেলায় ফিরেছেন 50 হাজার শ্রমিক
এবিষয়ে ভিন রাজ্য থেকে আসা শ্রমিক ফুলগা পাহান বলেন, "গত মাসে চেন্নাই থেকে বাড়ি ফিরেছি । বর্তমানে কাজ নেই । কাজের জন্য একাধিকবার গ্রাম পঞ্চায়েতে এলেও কাজ পাইনি । অন্যান্য পরিযায়ী শ্রমিকরাও কাজ পাচ্ছেন না । এই অবস্থায় সংসার চালাতে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ।"

এই বিষয়ে বালুঘাটের সাংসদ সুকান্ত মজুমদার জানান, "আমার কাছে যা খবর রয়েছে সেই অনুযায়ী দক্ষিণ দিনাজপুর জেলায় 50 হাজারেরও বেশি শ্রমিক ভিন রাজ্য থেকে ফিরেছেন । তবে জেলায় শ্রমিকদের মধ্যে মাত্র 2 থেকে 3 হাজার জন 100 দিনের কাজ পেয়েছেন । তাঁরা ফোন করে কাজ চাইছেন । বিরোধীদের 100 দিনের কাজ দেওয়া হচ্ছে না ।" এমন সংকটের সময়ে পরিযায়ী শ্রমিকরা যাতে কোনও রাজনৈতিক দলের শিকার না হন এবং তাঁরা যাতে কাজ পান তার আবেদন জানান তিনি ।

কিছু শ্রমিক কাজ পেলেও পাননি বেশিরভাগটাই
কিছু শ্রমিক কাজ পেলেও পাননি বেশিরভাগটাই

এদিকে বনমন্ত্রী তথা দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে যেসব পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরে কর্মহীন অবস্থায় রয়েছেন তাঁরা চাইলে 100 দিনের কাজ করতে পারবেন । সেক্ষেত্রে তাঁদের জবকার্ড না থাকলে জবকার্ড তৈরি করে দেওয়া হবে । তবে জেলায় কত পরিযায়ী শ্রমিক এসেছেন এবং কতজন 100 দিনের কাজ পেয়েছেন তা এখনই বলা সম্ভব নয় ।" তবে রাজ্যের শ্রমিকরা যদি ভিন রাজ্যে গিয়ে বেশি মজুরি পান তাতে খারাপের কিছু দেখছেন না তিনি ।

অন্যদিকে জেলা শাসক নিখিল নির্মল জানান, চাহিদামতো শ্রমিকদের কাজে লাগানো হচ্ছে ৷

পাননি 100 দিনের কাজ, আর্থিক সংকটে ভিন রাজ্য থেকে ফেরা শ্রমিকরা
Last Updated : Jun 30, 2020, 11:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.