বালুরঘাট, ৩০ মার্চ: লকডাউনের সময় তৃণমূল থেকে চাল-আলু বিলি করা হচ্ছিল । কিন্তু সেই বণ্টন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ দেখায় একদল মানুষ । তৃণমূলের দেওয়া চাল ও আলু না পেয়ে বিক্ষোভ দেখানো একজন যুবককে সোমবার আটক করে পুলিশ। এরই প্রতিবাদে দুপুরে বালুরঘাট থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল বালুরঘাট পৌরসভার রবীন্দ্রনগর এলাকার শতাধিক পুরুষ ও মহিলা। যদিও বালুরঘাট থানার পক্ষ থেকে আটক যুবককে ছেড়ে দেওয়ার আশ্বাস দিলে স্বাভাবিক হয় পরিস্থিতি।
গতকাল বালুরঘাট পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের খাদিমপুর রবীন্দ্রনগর এলাকায় তৃণমূলের পক্ষ থেকে দুস্থদের মধ্যে চাল ও আলু বিতরণ করা হচ্ছিল। অভিযোগ, রবীন্দ্রনগর এলাকায় সকলেই চাল ও আলু না পাওয়ায় বিক্ষোভ দেখান স্থানীয়রা। স্থানীয় তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে বচসাও হয়। এমনকী তৃণমূল নেতা-কর্মীরা স্থানীয়দের হুমকি দেয় বলে অভিযোগ।
ঘটনায় সোমবার ওই এলাকার একজনকে আটক করে বালুরঘাট থানার পুলিশ। পাশাপাশি বেশ কয়েকজনকে থানায় দেখা করার কথা বলা হয়। আর এতেই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা। অকারণে আটক করায় দুপুরে বালুরঘাট থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় শতাধিক পুরুষ ও মহিলা। যদিও লকডাউনকে উপেক্ষা করেই এদিন বালুরঘাট থানায় জমায়েত করে এলাকাবাসী। এমনকী ছিল না সামাজিক দূরত্বের কোনও বালাই।
এবিষয়ে বিক্ষোভকারী ছোটন মালাকার জানান, গতকাল রবীন্দ্রনগরে চাল ও আলু বিতরণ করা হচ্ছিল। সে চাল সকলে পায়নি। এতেই অনেকে বিক্ষোভ দেখিয়েছিল। আর বিক্ষোভ দেখানোয় আজ একজনকে পুলিশ থানায় তুলে নিয়ে যায়। এমনকী এলাকার আরও কিছুজনকে থানায় দেখা করতে বলা হয়। তা না হলে তাঁদের নামে মিথ্যা মামলা দেওয়া হবে বলে তৃণমূলের দুষ্কৃতীরা হুমকি দেয়। তাই এর প্রতিবাদে তাঁরা বালুরঘাট থানায় আসেন। এবং ঘটনার প্রতিবাদ করেন।
অন্যদিকে বালুরঘাট থানা পুলিশের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়।