ETV Bharat / state

গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান পদের দৌড়ে এগিয়ে অমলেন্দু - আস্থা ভোটের 21 দিনের মাথায় গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান নির্বাচন সোমবার

আগামীকাল হবে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান পদের নির্বাচন ৷ দৌড়ে রয়েছেন প্রাক্তন ভাইস চেয়ারম্যান অমলেন্দু সরকার, অতনু রায় ও অশোক বর্ধন ৷

গঙ্গারামপুর পৌরসভা
author img

By

Published : Aug 25, 2019, 10:35 AM IST

গঙ্গারামপুর, 25 অগাস্ট : আস্থা ভোটের 21 দিনের মাথায় চেয়ারম্যান নির্বাচিত হতে চলেছে গঙ্গারামপুর পৌরসভায় ৷ আগামীকাল হবে চেয়ারম্যান পদের নির্বাচন ৷ দৌড়ে রয়েছেন প্রাক্তন ভাইস চেয়ারম্যান অমলেন্দু সরকার, অতনু রায় ও অশোক বর্ধন ৷

কলকাতা হাইকোর্টের নির্দেশানুসারে চলতি মাসের 5 তারিখ পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রের বিরুদ্ধে অনাস্থা আনা হয় ৷ সেদিন তৃণমূলের সমর্থনে 11 জন কাউন্সিলর পৌরসভায় যান ৷ কিন্তু তার দু'দিন আগেই ভাইস চেয়ারম্যান তুলসিপ্রসাদ চৌধুরি অনাস্থা সভার উপর স্থগিতাদেশ আনেন ৷ প্রশান্তবাবু অনাস্থা সভা বয়কট করেন ৷ 5 তারিখের অনাস্থা সভায় প্রশান্তবাবু সহ মোট 7 জন কাউন্সিলর অনুপস্থিত ছিলেন ৷ ওই দিন চেয়ারম্যানের বিরুদ্ধে 11-0 ভোটে জয়ী হয় তৃণমূল ৷ তবে এরপর 15 দিন কেটে গেলেও নির্বাচিত হননি চেয়ারম্যান ৷ শেষমেশ তৃণমূলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল 26 অগাস্ট নতুন চেয়ারম্যান নির্বাচিত হবেন ৷

সূত্রের খবর, চেয়ারম্যান হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে প্রাক্তন ভাইস চেয়ারম্যান অমলেন্দু সরকার । প্রশান্তবাবুর বিরুদ্ধে প্রথম অনাস্থা এনেছিলেন তিনি ৷ পাশাপাশি অর্পিতা ঘোষ ঘনিষ্ঠ বলেও পরিচিত ৷ দৌড়ে রয়েছেন আর এক কাউন্সিলর তথা তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অতনু রায় । এছাড়া রয়েছেন BJP থেকে তৃণমূলে আসা অশোক বর্ধনও ।

এবিষয়ে অর্পিতা জানান, পৌরসভায় দীর্ঘদিন কোনও বিশেষ পদে থেকে অভিজ্ঞতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এমন কাউকে চেয়ারম্যান করা হবে । পরবর্তীতে ভাইস চেয়ারম্যান ও পৌরবোর্ড গঠন করা হবে ৷

গঙ্গারামপুর, 25 অগাস্ট : আস্থা ভোটের 21 দিনের মাথায় চেয়ারম্যান নির্বাচিত হতে চলেছে গঙ্গারামপুর পৌরসভায় ৷ আগামীকাল হবে চেয়ারম্যান পদের নির্বাচন ৷ দৌড়ে রয়েছেন প্রাক্তন ভাইস চেয়ারম্যান অমলেন্দু সরকার, অতনু রায় ও অশোক বর্ধন ৷

কলকাতা হাইকোর্টের নির্দেশানুসারে চলতি মাসের 5 তারিখ পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রের বিরুদ্ধে অনাস্থা আনা হয় ৷ সেদিন তৃণমূলের সমর্থনে 11 জন কাউন্সিলর পৌরসভায় যান ৷ কিন্তু তার দু'দিন আগেই ভাইস চেয়ারম্যান তুলসিপ্রসাদ চৌধুরি অনাস্থা সভার উপর স্থগিতাদেশ আনেন ৷ প্রশান্তবাবু অনাস্থা সভা বয়কট করেন ৷ 5 তারিখের অনাস্থা সভায় প্রশান্তবাবু সহ মোট 7 জন কাউন্সিলর অনুপস্থিত ছিলেন ৷ ওই দিন চেয়ারম্যানের বিরুদ্ধে 11-0 ভোটে জয়ী হয় তৃণমূল ৷ তবে এরপর 15 দিন কেটে গেলেও নির্বাচিত হননি চেয়ারম্যান ৷ শেষমেশ তৃণমূলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল 26 অগাস্ট নতুন চেয়ারম্যান নির্বাচিত হবেন ৷

সূত্রের খবর, চেয়ারম্যান হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে প্রাক্তন ভাইস চেয়ারম্যান অমলেন্দু সরকার । প্রশান্তবাবুর বিরুদ্ধে প্রথম অনাস্থা এনেছিলেন তিনি ৷ পাশাপাশি অর্পিতা ঘোষ ঘনিষ্ঠ বলেও পরিচিত ৷ দৌড়ে রয়েছেন আর এক কাউন্সিলর তথা তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অতনু রায় । এছাড়া রয়েছেন BJP থেকে তৃণমূলে আসা অশোক বর্ধনও ।

এবিষয়ে অর্পিতা জানান, পৌরসভায় দীর্ঘদিন কোনও বিশেষ পদে থেকে অভিজ্ঞতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এমন কাউকে চেয়ারম্যান করা হবে । পরবর্তীতে ভাইস চেয়ারম্যান ও পৌরবোর্ড গঠন করা হবে ৷

Intro:অবশেষে অনাস্থা ভোটের ২১ দিনের মাথায় গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত করতে চলেছে তৃণমূল।।

গঙ্গারামপুর, ২৪ আগস্ট: আগামী সোমবারই নির্বাচিত হবে গঙ্গারামপুর পৌরসভার নতুন চেয়ারম্যান। অবশেষে আস্থা ভোটে জয়ী হওয়ার ২১ দিনের মাথায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছে। চেয়ারম্যান হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন প্রাক্তন ভাইস চেয়ারম্যান অমলেন্দু সরকার, অতনু রায় ও অশোক বর্ধন বলে দলীয় সূত্রে খবর। তবে কি হবে নতুন চেয়ারম্যান তা নিয়ে ধোঁয়াশা জিয়ে রাখলেন জেলা তৃণমূল সভাপতি অর্পিতা ঘোষ।

প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশ মেনে গত ৫ আগস্ট অর্থাৎ সোমবার গঙ্গারামপুর পৌরসভায় চেয়ারম্যান প্রশান্ত মিত্রের বিরুদ্ধে অনাস্থা সভা হয়। ওই দিন তৃণমূলের সমর্থনে ১১ জন কাউন্সিলর পৌরসভায় প্রবেশ করেন। যদিও অনাস্থা সভার উপর স্থগিতাদেশ থাকায় একদিন আগেই গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান মিত্র সেদিনের অনাস্থা সভা বয়কট করেন। এমনকি চেয়ারম্যান সহ মোট সাত জন কাউন্সিলর ওই দিন অনাস্থা সভায় অংশ নেননি। পরে গঙ্গারামপুর পৌরসভা চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অনাস্থা ভোটে জয়ী হয় তৃণমূল। ওইদিন অনাস্থা ভোটে ১১-০ ব্যবধানে জয়ী হয়েছিল তৃণমূল। অনাস্থা ভোটের ১৫ দিন পেরিয়ে গেলেও নির্বাচিত হয়েছিল না পৌরসভার নতুন চেয়ারম্যান। অবশেষে তৃণমূলের পক্ষ থেকে ঘোষণা করা হয় আগামী সোমবার অর্থাৎ ২৬ আগস্ট গঙ্গারামপুর পৌরসভা নতুন চেয়ারম্যান নির্বাচিত হবে।

সূত্রের খবর, চেয়ারম্যান হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে প্রাক্তন ভাইস চেয়ারম্যান অমলেন্দু সরকার। ইনি গঙ্গারামপুর পৌরসভা চেয়ারম্যান প্রশান্ত মিত্রের বিরুদ্ধে প্রথম অনাস্থা আনেন। পাশাপাশি অমলেন্দুবাবু অর্পিতা ঘোষ ঘনিষ্ঠও। অন্য দিকে এই পদে এগিয়ে রয়েছেন আরেক কাউন্সিলর তথা তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অতনু রায়। এছাড়াও দৌড়ে রয়েছে বিজেপি থেকে তৃণমূলে আসা অশোক বর্ধনও। তবে কে হবেন পৌরসভার চেয়ারম্যান তা বিচার করা হবে অভিজ্ঞতা ও কাজের নিরিখে বলে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে। পৌরসভার চেয়ারম্যান না থাকায় থমকে রয়েছে উন্নয়নের কাজ। নাগরিক পরিষেবা দিতেই দ্রুত চেয়ারম্যান নির্বাচিত করা হবে।

এবিষয়ে তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ জানান, আগামী সোমবার গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত করবেন। এই পৌরসভায় দীর্ঘ দিন কোন বিশেষ পদে থেকে অভিজ্ঞতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এমন কাউকেই চেয়ারম্যান করা হবে। পরবর্তীতে ভাইস চেয়ারম্যান ও পৌর বোর্ড গঠন করা হবে বলে অর্পিতাদেবী জানিয়েছেন।

যদিও এবিষয়ে এখনই সংবাদমাধ্যমের সামনে কিছু বলতে চাননি গঙ্গারামপুর পৌরসভা প্রাক্তন ভাইস চেয়ারম্যান অমলেন্দু সরকার সহ অন্যান্য কাউন্সিলররা। দল যাকে দায়িত্ব দেবে সেই মত তারা কাজ করবেন বলে জানিয়েছেন।


Body:Gangarampur


Conclusion:Gangarampur

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.