বালুরঘাট, 25 মার্চ: কোরোনা মোকাবিলায় জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যেসব ব্যক্তি রয়েছেন তাঁদের মাক্স ও স্যানিটাইজ়ারসহ অন্য সামগ্রী দেওয়ার জন্য দক্ষিণ দিনাজপুর জেলাশাসকের হাতে ১০ লাখ টাকা তুলে দিলেন বালুরঘাটের বিধায়ক বিশ্বনাথ চৌধুরি ৷ আজ সকালে জেলাশাসক দপ্তরে গিয়ে নিজের বিধায়ক তহবিল থেকে ১০ লাখ টাকা তুলে দেন তিনি । পাশাপাশি বালুরঘাট বিধানসভায় যেসব গরিব ব্যক্তি রয়েছেন, তাঁদের জন্য আরও পাঁচ লাখ টাকা তুলে দেওয়ার কথাও তিনি জেলাশাসককে জানান ।
প্রধানমন্ত্রীর নির্দেশে গোটা দেশকে ২১ দিনের জন্য লকডাউন করে দেওয়া হয়েছে । এই কঠিন পরিস্থিতিতে তৎপর দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন ৷ কোরোনা মোকাবেলা নিয়ে তারা গ্রহণ করছে একাধিক উদ্যোগও । তারমধ্যে উল্লেখ্য দ্রুততার সঙ্গে ব্যবস্থা করা হয়েছে আইসোলেশন ওয়ার্ড ও কোয়ারেন্টাইন ব্যবস্থার । গতকাল অবধি দক্ষিণ দিনাজপুরের প্রায় পাঁচ হাজার জন হোম কোয়ারেন্টাইন রয়েছেন । সেই কারণে নিযুক্ত হয়েছেন একাধিক স্বাস্থ্যকর্মী ৷ অনেক সময় দেখা যাচ্ছে এই সকল জরুরী পরিষেবা সঙ্গে যুক্ত ব্যক্তিরা মাস্ক, হ্যান্ড স্যানিটাইজ়ার, ও গ্লাবস পাচ্ছেন না । এই কথা মাথায় রেখেই তাদের পাশে দাঁড়াতে উদ্যোগী হয়েছেন বালুরঘাটের বিধায়ক তথা আজকের রাজ্য সম্পাদক বিশ্বনাথ চৌধুরি । নিজের আর্থিক তহবিল থেকে জরুরী পরিষেবা সঙ্গে যুক্ত যারা রয়েছেন তাদের হ্যান্ড স্যানিটাইজ়ার, মাক্স, গ্লাভস ও অন্যান্য সামগ্রী প্রদানের জন্য জেলাশাসকের কাছে ১০ লাখ টাকা প্রদান করেছেন তিনি ।
এই বিষয়ে বালুরঘাটের বিধায়ক বিশ্বনাথ চৌধুরি জানান, "কোরোনা মোকাবিলায় যেসব স্বাস্থ্যকর্মী, সংবাদিক, দমকলকর্মী ও পুলিশ প্রশাসন যুক্ত রয়েছেন তাঁদের হ্যান্ড গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজ়ার প্রদানের জন্য নিজের তহবিল থেকে ১০ লাখ টাকা জেলাশাসকের কাছে তুলে দিয়েছি ।"