ETV Bharat / state

বালুরঘাটে এটিএম মেশিন ভাঙার চেষ্টা দুষ্কৃতীদের

এটিএম মেশিন ভাঙার চেষ্টাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বালুরঘাট শহর এলাকায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ব্যাঙ্কের আধিকারিক এবং বালুরঘাট থানার পুলিশ ।

বালুরঘাটে এটিএম ভাঙার চেষ্টা দুষ্কৃতীদের
বালুরঘাটে এটিএম ভাঙার চেষ্টা দুষ্কৃতীদের
author img

By

Published : Jun 6, 2021, 10:56 PM IST

বালুরঘাট, 6 জুন : একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম ভাঙার ঘটনাকে কেন্দ্র করে রবিবার চাঞ্চল্য ছড়াল বালুরঘাট শহর এলাকায় ৷ শহরের স্টেডিয়াম সংলগ্ন মার্কেট এলাকায় দুষ্কৃতীরা এটিএম ভাঙার চেষ্টা করে বলে অভিযোগ ৷ রবিবার সকালে বিষয়টি নজরে আসায় চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ব্যাঙ্কের আধিকারিক এবং বালুরঘাট থানার পুলিশ ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে নিরাপত্তারক্ষী না থাকার সুযোগে ওই এটিএমে টাকা লুঠের চেষ্টায় ভাঙচুর চালায় দুষ্কৃতীরা । এটিএমের ভল্ট ভাঙচুরের চেষ্টার চিহ্ন স্পষ্ট রয়েছে মেশিনে । তবে তারা সফল হয়নি । এদিন গ্রাহকেরা টাকা তুলতে গিয়ে দেখেন এটিএমের কিছু অংশ খোলা এবং ভাঙার চিহ্ন রয়েছে ৷ তারপরেই তাঁরা পুলিশে খবর দেন ।

বালুরঘাটে এটিএম মেশিন ভাঙার চেষ্টা দুষ্কৃতীদের

ঘটনাস্থলে এসে সিসিটিভি ফুটেজ সহ সমস্ত বিষয়ে তদন্ত করে দেখে বালুরঘাট থানার পুলিশ । এলাকার এক গ্রাহক গৌরব দাস জানান, টাকা তুলতে এসে দেখি টাকা উঠছে না । এটিএম টি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে । কীভাবে এই ঘটনা ঘটল বুঝতে পারছি না । তবে পুলিশ এসেছে, বিষয়টি দেখছে ।

আরও পড়ুন : অভিষেককে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন সুব্রত বক্সি

বালুরঘাট, 6 জুন : একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম ভাঙার ঘটনাকে কেন্দ্র করে রবিবার চাঞ্চল্য ছড়াল বালুরঘাট শহর এলাকায় ৷ শহরের স্টেডিয়াম সংলগ্ন মার্কেট এলাকায় দুষ্কৃতীরা এটিএম ভাঙার চেষ্টা করে বলে অভিযোগ ৷ রবিবার সকালে বিষয়টি নজরে আসায় চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ব্যাঙ্কের আধিকারিক এবং বালুরঘাট থানার পুলিশ ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে নিরাপত্তারক্ষী না থাকার সুযোগে ওই এটিএমে টাকা লুঠের চেষ্টায় ভাঙচুর চালায় দুষ্কৃতীরা । এটিএমের ভল্ট ভাঙচুরের চেষ্টার চিহ্ন স্পষ্ট রয়েছে মেশিনে । তবে তারা সফল হয়নি । এদিন গ্রাহকেরা টাকা তুলতে গিয়ে দেখেন এটিএমের কিছু অংশ খোলা এবং ভাঙার চিহ্ন রয়েছে ৷ তারপরেই তাঁরা পুলিশে খবর দেন ।

বালুরঘাটে এটিএম মেশিন ভাঙার চেষ্টা দুষ্কৃতীদের

ঘটনাস্থলে এসে সিসিটিভি ফুটেজ সহ সমস্ত বিষয়ে তদন্ত করে দেখে বালুরঘাট থানার পুলিশ । এলাকার এক গ্রাহক গৌরব দাস জানান, টাকা তুলতে এসে দেখি টাকা উঠছে না । এটিএম টি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে । কীভাবে এই ঘটনা ঘটল বুঝতে পারছি না । তবে পুলিশ এসেছে, বিষয়টি দেখছে ।

আরও পড়ুন : অভিষেককে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন সুব্রত বক্সি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.