ETV Bharat / state

বিয়ে করতে নারাজ যুবক, আত্মঘাতী নাবালিকা - দক্ষিণ দিনাজপুরে আত্মঘাতী স্কুল ছাত্রী

অপমানিত হয়ে আত্মঘাতী নাবালিকা । তদন্তে নেমেছে পুলিশ ।

বিয়ে করতে নারাজ যুবক, আত্মঘাতী নাবালিকা
বিয়ে করতে নারাজ যুবক, আত্মঘাতী নাবালিকা
author img

By

Published : Jan 15, 2021, 10:42 PM IST

বংশীহারী, 15 জানুয়ারি : গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার নাবালিকা । ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানার থিঙ্গুর এলাকায় । গতরাতে নাবালিকা গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় বলে জানায় পরিবারের সদস্যরা । মৃতের নাম পায়েল সরকার(15) ।

জানা গেছে, পায়েলের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল একই গ্রামের বাসিন্দা মিঠুন মহন্তের । ওদের প্রেমের সম্পর্ক জানতে পেরে নাবালিকার মা-বাবা মিঠুনের বাড়ি বিয়ের কথা বলতে যায় । আর্থিক বৈষম্য থাকায় মিঠুনের পরিবার পায়েলের পরিবারকে অপমান করে । তা জানতে পেরে আত্মঘাতী হয় ওই নাবালিকা ।

মৃতের পরিবারের অভিযোগ, গতকাল অভিযুক্ত যুবক পায়েলকে অন্য একটি মেয়ের ছবি দেখিয়ে বলে, তার বিয়ে ঠিক হয়ে গিয়েছে । সে পায়েলকে অপমান করার পাশাপাশি বিয়ে করতে অস্বীকারও করে । এরপরই অপমানিত হয়ে কিশোরী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ।

আরও পড়ুন : গোপন ছবি ফাঁস হওয়ার আত্মঘাতী নাবালিকা

আজ সকালে ঘরে পায়েলের ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের সদস্যরা । খবর দেওয়া হয় বংশীহারী থানায় । পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায় । অন্যদিকে পায়েলের পরিবার মিঠুন ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে ।

পায়েলের পরিবারের সদস্যরা অভিযুক্ত ও তার পরিবারের বিরুদ্ধে শাস্তির দাবি তুলেছে । ঘটনার খবর পেতেই অভিযুক্তসহ পরিবারের সদস্যরা পলাতক । আপাতত পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে ।

বংশীহারী, 15 জানুয়ারি : গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার নাবালিকা । ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানার থিঙ্গুর এলাকায় । গতরাতে নাবালিকা গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় বলে জানায় পরিবারের সদস্যরা । মৃতের নাম পায়েল সরকার(15) ।

জানা গেছে, পায়েলের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল একই গ্রামের বাসিন্দা মিঠুন মহন্তের । ওদের প্রেমের সম্পর্ক জানতে পেরে নাবালিকার মা-বাবা মিঠুনের বাড়ি বিয়ের কথা বলতে যায় । আর্থিক বৈষম্য থাকায় মিঠুনের পরিবার পায়েলের পরিবারকে অপমান করে । তা জানতে পেরে আত্মঘাতী হয় ওই নাবালিকা ।

মৃতের পরিবারের অভিযোগ, গতকাল অভিযুক্ত যুবক পায়েলকে অন্য একটি মেয়ের ছবি দেখিয়ে বলে, তার বিয়ে ঠিক হয়ে গিয়েছে । সে পায়েলকে অপমান করার পাশাপাশি বিয়ে করতে অস্বীকারও করে । এরপরই অপমানিত হয়ে কিশোরী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ।

আরও পড়ুন : গোপন ছবি ফাঁস হওয়ার আত্মঘাতী নাবালিকা

আজ সকালে ঘরে পায়েলের ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের সদস্যরা । খবর দেওয়া হয় বংশীহারী থানায় । পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায় । অন্যদিকে পায়েলের পরিবার মিঠুন ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে ।

পায়েলের পরিবারের সদস্যরা অভিযুক্ত ও তার পরিবারের বিরুদ্ধে শাস্তির দাবি তুলেছে । ঘটনার খবর পেতেই অভিযুক্তসহ পরিবারের সদস্যরা পলাতক । আপাতত পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.