ETV Bharat / state

হোম পরিদর্শনে বাংলাদেশের মন্ত্রী, বাংলাদেশি কিশোরদের সেদেশে ফেরানোর উদ্যোগ - বাংলাদেশের হাই কমিশন

কেউ বা কাজের খোঁজে দালালের হাতে পড়ে এসেছিল কেউ বা নিজেই । ধরা পড়ার পর তাদের রাখা হয় বালুরঘাটের শুভায়ন হোমে । এমন একবার নয় বার বারই যারা এভাবে সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়েছে তাদের রাখা হয়েছে এই হোমে । তাদের দ্রুত প্রত্যাবর্তনের জন্য গতকাল হোম পরিদর্শনে আসেন সস্ত্রীক বাংলাদেশের মন্ত্রী (রাজনৈতিক) বি এম জামাল হোসেন । মিলেছে দ্রুত প্রত্যাবর্তনের ইঙ্গিত ।

বাংলাদেশের মন্ত্রী (রাজনৈতিক) বি এম জামাল হোসেন
author img

By

Published : Oct 19, 2019, 1:14 PM IST

Updated : Oct 19, 2019, 2:21 PM IST

বালুরঘাট, 19 অক্টোবর : অবৈধভাবে ভারতে এসেছিল কয়েকজন কিশোর । ধরা পড়েছিল পুলিশের হাতে । কেউ বা কাজের খোঁজে দালালের হাতে পড়ে এসেছিল কেউ বা নিজেই সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিল । ধরা পড়ার পর তাদের রাখা হয় বালুরঘাটের শুভায়ন হোমে । এমন একবার নয় বার বারই যারা এভাবে সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়েছে তাদের রাখা হয়েছে এই হোমে । সব মিলিয়ে বাংলাদেশি কিশোরের সংখ্যা এখানে 19 । তাদের দ্রুত দেশে ফিরিয়ে নিয়ে যেতে গতকাল হোমটি পরিদর্শনে আসেন সস্ত্রীক বাংলাদেশের মন্ত্রী (রাজনৈতিক) বি এম জামাল হোসেন । সঙ্গে ছিলেন বাংলাদেশের কনসুলার অ্যাসিস্ট্যান্ট চৌধুরি আতাস সালাম । বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক নিখিল নির্মল, অতিরিক্ত জেলাশাসক (ভূমি) প্রণবকুমার ঘোষসহ অন্য আধিকারিকরা ।

মাঝে মধ্যেই অবৈধভাবে ভারতে আসার পর পুলিশ ও সীমান্তরক্ষীর হাতে ধরা পড়ে বাংলাদেশি কিশোররা । বালুরঘাটের এই শুভায়ন হোমেই তাদের বেশিরভাগকে রাখা হয় । এখন 19 জন বাংলাদেশি কিশোর রয়েছে এই হোমে । ভারতে উদ্ধার হওয়া বাংলাদেশি কিশোরদের দ্রুত প্রত্যর্পণের জন্য গতকাল বাংলাদেশের তিনজনের প্রতিনিধি দল শুভায়ন হোম পরিদর্শন করেন । প্রত্যেক বাংলাদেশি কিশোরের সঙ্গে কথা বলেন তাঁরা । এছাড়াও তারা যে বাংলাদেশি তার যথেচ্ছ প্রমাণ সংগ্রহ করেন । এদের মধ্যে আগামী 24 অক্টোবর তিনজন কিশোরকে প্রত্যর্পণ করা হবে । হিলি আন্তর্জাতিক চেক পোস্ট দিয়ে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে । পাশাপাশি বাকি 16 জনকে দ্রুত ফেরানোর জন্য সবরকম ভাবে চেষ্টা করা হচ্ছে বলেও বাংলাদেশের প্রতিনিধি দল জানিয়েছে ।

এবিষয়ে বাংলাদেশের মন্ত্রী বি জামাল হোসেন জানান, বাংলাদেশের হাই কমিশনের পক্ষ থেকে তাঁরা বালুরঘাটের শুভায়ন হোম পরিদর্শন করতে এসেছেন । হোমের পরিবেশ খুবই ভালো । যেসব বাংলাদেশি কিশোররা হোমে রয়েছে তাদের ঠিকানা যাচাই করে দ্রুত প্রত্যর্পণ করা হবে । এবং ভারতে উদ্ধার হওয়া বাংলাদেশি কিশোরদের যাতে দ্রুত প্রত্যর্পণ করা হয় তা নিয়েও কথা হয়েছে ।

দেখুন ভিডিয়ো

বালুরঘাট, 19 অক্টোবর : অবৈধভাবে ভারতে এসেছিল কয়েকজন কিশোর । ধরা পড়েছিল পুলিশের হাতে । কেউ বা কাজের খোঁজে দালালের হাতে পড়ে এসেছিল কেউ বা নিজেই সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিল । ধরা পড়ার পর তাদের রাখা হয় বালুরঘাটের শুভায়ন হোমে । এমন একবার নয় বার বারই যারা এভাবে সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়েছে তাদের রাখা হয়েছে এই হোমে । সব মিলিয়ে বাংলাদেশি কিশোরের সংখ্যা এখানে 19 । তাদের দ্রুত দেশে ফিরিয়ে নিয়ে যেতে গতকাল হোমটি পরিদর্শনে আসেন সস্ত্রীক বাংলাদেশের মন্ত্রী (রাজনৈতিক) বি এম জামাল হোসেন । সঙ্গে ছিলেন বাংলাদেশের কনসুলার অ্যাসিস্ট্যান্ট চৌধুরি আতাস সালাম । বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক নিখিল নির্মল, অতিরিক্ত জেলাশাসক (ভূমি) প্রণবকুমার ঘোষসহ অন্য আধিকারিকরা ।

মাঝে মধ্যেই অবৈধভাবে ভারতে আসার পর পুলিশ ও সীমান্তরক্ষীর হাতে ধরা পড়ে বাংলাদেশি কিশোররা । বালুরঘাটের এই শুভায়ন হোমেই তাদের বেশিরভাগকে রাখা হয় । এখন 19 জন বাংলাদেশি কিশোর রয়েছে এই হোমে । ভারতে উদ্ধার হওয়া বাংলাদেশি কিশোরদের দ্রুত প্রত্যর্পণের জন্য গতকাল বাংলাদেশের তিনজনের প্রতিনিধি দল শুভায়ন হোম পরিদর্শন করেন । প্রত্যেক বাংলাদেশি কিশোরের সঙ্গে কথা বলেন তাঁরা । এছাড়াও তারা যে বাংলাদেশি তার যথেচ্ছ প্রমাণ সংগ্রহ করেন । এদের মধ্যে আগামী 24 অক্টোবর তিনজন কিশোরকে প্রত্যর্পণ করা হবে । হিলি আন্তর্জাতিক চেক পোস্ট দিয়ে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে । পাশাপাশি বাকি 16 জনকে দ্রুত ফেরানোর জন্য সবরকম ভাবে চেষ্টা করা হচ্ছে বলেও বাংলাদেশের প্রতিনিধি দল জানিয়েছে ।

এবিষয়ে বাংলাদেশের মন্ত্রী বি জামাল হোসেন জানান, বাংলাদেশের হাই কমিশনের পক্ষ থেকে তাঁরা বালুরঘাটের শুভায়ন হোম পরিদর্শন করতে এসেছেন । হোমের পরিবেশ খুবই ভালো । যেসব বাংলাদেশি কিশোররা হোমে রয়েছে তাদের ঠিকানা যাচাই করে দ্রুত প্রত্যর্পণ করা হবে । এবং ভারতে উদ্ধার হওয়া বাংলাদেশি কিশোরদের যাতে দ্রুত প্রত্যর্পণ করা হয় তা নিয়েও কথা হয়েছে ।

দেখুন ভিডিয়ো
Intro:অবৈধভাবে ভারতে আটকে পরা কিশোরদের দ্রুত প্রত্যর্পণের জন্য শুভায়ন হোম পরিদর্শন করলেন বাংলাদেশের মন্ত্রী সহ তিনজনের প্রতিনিধি দল।।

বালুরঘাট, ১৮ অক্টোবর: অবৈধভাবে ভারতে আসার পর পুলিশের হাতে ধরা পড়া বাংলাদেশী নাবালকের দ্রুত প্রত্যর্পণের জন্য শুক্রবার সকালে বালুরঘাটের শুভায়ন হোম সস্ত্রীক পরিদর্শন করলেন বাংলাদেশের মন্ত্রী(রাজনৈতিক) বি এম জামাল হোসেন। মন্ত্রীর সঙ্গে এদিন বাংলাদেশের কন্সুলার অ্যাসিস্ট্যান্ট চৌধুরী আতাস সালামও ছেলেদের শুভায়ন হোম পরিদর্শন করেন। বাংলাদেশী ১৯ জন কিশোরের সঙ্গে কথা বলেন তারা। বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক নিখিল নির্মল, অতিরিক্ত জেলা শাসক (ভূমি) প্রণব কুমার ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা।

প্রসঙ্গত, মাঝে মধ্যেই অবৈধভাবে ভারতে আসার পর পুলিশ ও বিএসএফের হাতে বাংলাদেশী কিশোর ধরা পড়ার ঘটনা ঘটে। কখনো কাজের খোঁজে আবার কখনো দালালচক্রের খপ্পরে পড়ে ভারতে আসার চেষ্টা করে। সেই সময় তারা দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে ধরা পরে। ভারতে অবৈধভাবে প্রবেশের পর যে সব বাংলাদেশ কিশোররা ধরা পরে তাদের বালুরঘাটের শুভায়ন হোমে রাখা হয়। বর্তমানে বালুরঘাটের শুভায়ন হোমে ১৯ জন বাংলাদেশী কিশোর রয়েছে। ভারতে উদ্ধার হওয়া বাংলাদেশী কিশোরদের দ্রুত প্রত্যর্পণের জন্য এদিন বাংলাদেশের তিনজনের প্রতিনিধি দল শুভায়ন হোম পরিদর্শন করেন। তিনজনের প্রতিনিধি দলে রয়েছেন খোদ বাংলাদেশের মন্ত্রী বিএম জামাল হোসেন। আহমেদ প্রত্যেকটি বাংলাদেশী কিশোরের সঙ্গে কথা বলে প্রতিনিধি দল। এছাড়াও তারা যে বাংলাদেশি তার যথেচ্ছ প্রমাণ সংগ্রহ করেন তারা। এদের মধ্যে আগামী ২৪ অক্টোবর বাংলাদেশী তিনজন কিশোরকে প্রত্যর্পণ করা হবে। হিলি আন্তর্জাতিক চেক পোস্ট দিয়ে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে। পাশাপাশি বাকি 16 জনকে দ্রুত প্রত্যর্পণের জন্য সব রকম ভাবে চেষ্টা করা হচ্ছে বলেও বাংলাদেশের প্রতিনিধি দল জানিয়েছেন।

এ বসে বাংলাদেশের মন্ত্রী(রাজনৈতিক) বি জামাল হোসেন জানান, বাংলাদেশের হাই কমিশনের পক্ষ থেকে তারা এদিন বালুরঘাটের শুভায়ন হোম পরিদর্শন করতে এসেছেন। হোমের পরিবেশ খুবই ভালো। ঘুম পরিবেশকে মূলত কারণ যেসব বাংলাদেশী কিশোররা হোমে রয়েছে তাদের ঠিকানা যাচাই করে দ্রুত প্রত্যার্পণ করা হবে। এবং ভারতে উদ্ধার হওয়া বাংলাদেশ কিশোরদের যাতে দ্রুত প্রত্যার্পণ করা হয় তা নিয়েও এদিন কথা হয়েছে।


Body:Balurghat


Conclusion:Balurghat
Last Updated : Oct 19, 2019, 2:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.