ETV Bharat / state

Mid Day Meal Accident: গরম ডালে পড়ে গুরুতর আহত মিড-ডে মিল রাঁধুনি - দক্ষিণ দিনাজপুরের খবর

মিড ডে মিল রান্না করার সময় বিপত্তি ৷ গরম ডালের কড়াইয়ে পড়ে গেলেন রাঁধুনি (Mid Day Meal Cook Seriously Injured)৷

Etv Bharat
মিড ডে মিলের ডালে পড়ে গুরুতর আহত রাঁধুনি
author img

By

Published : Feb 7, 2023, 8:13 PM IST

মিড ডে মিল রান্নার পর ডাল নামাতে গিয়ে তাতে পড়ে গুরুতর আহত রাঁধুনি

বংশীহারি (দক্ষিণ দিনাজপুর), 7 ফেব্রুয়ারি: মিড-ডে মিল (Mid Day Meal) রান্না করার সময় গরম ডালে পড়ে গিয়ে গুরুতর আহত হলেন রাঁধুনি তথা স্বনির্ভর গোষ্ঠীর এক মহিলা । মঙ্গলবার 11টা নাগাদ এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দৌলতপুর হাইস্কুলে ৷ 35 বছর বয়সি আহত মহিলার নাম পুতুল ভুঁইমালি ৷ বর্তমানে তিনি গঙ্গারামপুর হাসপাতালে চিকিৎসাধীন (South Dinajpur News)৷

জানা গিয়েছে, প্রতিদিন দৌলতপুর হাইস্কুলে সারদামণি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের 17টি গ্রুপ এক একদিন রান্নার কাজ করে থাকে ৷ রান্নাঘরে খুব অল্প জায়গা থাকার কারণে রান্নাতে সমস্যা হত মহিলাদের । মঙ্গলবার বেলা 11টার সময় রান্নার কাজ করছিলেন নবম গ্রুপের মহিলারা ৷ এদিনের মেনুতে ছিল ভাত আর গাজর ও বাঁধাকপি দিয়ে ডাল ৷ যথাসময়ে খাবার পরিবেশনের জন্য রান্নার তোড়জোড় চলছিল ৷ গরম ডাল কড়াই থেকে হাতা দিয়ে পাশের এক বড় গামলায় ঢালছিলেন পুতুল । সেই সময় রান্নাঘরে পড়ে থাকা জলের মধ্যে পিছলে গিয়ে গরম ডালের বড় কড়াইয়ের মধ্যে পড়ে যান তিনি ৷ দেখামাত্রই দলের মহিলাদের চিৎকার-চেঁচামেচিতে ঘটনাস্থলে আসেন শিক্ষক-শিক্ষিকারা ৷ এরপর তড়িঘড়ি তাঁকে সেখান থেকে তুলে ঠান্ডা জলে ধুইয়ে কাপড় পরিবর্তন করে নিয়ে আসা হয় গঙ্গারামপুর হাসপাতালে । খবর পেয়ে সেখানে যান পুতুলের স্বামী-সহ পরিবারের লোকজন ৷

এই বিষয়ে আহত পুতুলের সহকর্মী সুচিত্রা ভুঁইমালি বলেন, "আমরা সবাই রান্নাতে ব্যস্ত ছিলাম । পুতুল সেই সময় ডাল নামাচ্ছিল গরম কড়াই থেকে । কিন্তু কীভাবে পড়ল বুঝতে পারিনি ৷ আমরা লক্ষ করলাম ডালের গরম গামলার মধ্যে পড়ে রয়েছে । তাড়াতাড়ি আমরা তাঁকে গামলা থেকে তুলে ফেলি ৷ আমাদের চিৎকার-চেঁচামেচিতে স্কুলের সবাই এসে পুতুলকে গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে যায় ।"

এই বিষয়ে ওই স্কুলের শিক্ষক তুষারকান্তি রায় জানান, কড়াই থেকে গরম ডাল গামলায় নামানোর সময় পুতুল দেবী গরম ডালের গামলায় কোনওভাবে পড়ে যান ৷ সঙ্গে সঙ্গে আমরা গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে তাঁকে পাঠিয়েছি ৷ বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল ।

আরও পড়ুন : খেলতে খেলতে ভাতের থালায় পড়ে যাওয়ায় ছাত্রছাত্রীদের বেধড়ক মার শিক্ষকের

মিড ডে মিল রান্নার পর ডাল নামাতে গিয়ে তাতে পড়ে গুরুতর আহত রাঁধুনি

বংশীহারি (দক্ষিণ দিনাজপুর), 7 ফেব্রুয়ারি: মিড-ডে মিল (Mid Day Meal) রান্না করার সময় গরম ডালে পড়ে গিয়ে গুরুতর আহত হলেন রাঁধুনি তথা স্বনির্ভর গোষ্ঠীর এক মহিলা । মঙ্গলবার 11টা নাগাদ এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দৌলতপুর হাইস্কুলে ৷ 35 বছর বয়সি আহত মহিলার নাম পুতুল ভুঁইমালি ৷ বর্তমানে তিনি গঙ্গারামপুর হাসপাতালে চিকিৎসাধীন (South Dinajpur News)৷

জানা গিয়েছে, প্রতিদিন দৌলতপুর হাইস্কুলে সারদামণি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের 17টি গ্রুপ এক একদিন রান্নার কাজ করে থাকে ৷ রান্নাঘরে খুব অল্প জায়গা থাকার কারণে রান্নাতে সমস্যা হত মহিলাদের । মঙ্গলবার বেলা 11টার সময় রান্নার কাজ করছিলেন নবম গ্রুপের মহিলারা ৷ এদিনের মেনুতে ছিল ভাত আর গাজর ও বাঁধাকপি দিয়ে ডাল ৷ যথাসময়ে খাবার পরিবেশনের জন্য রান্নার তোড়জোড় চলছিল ৷ গরম ডাল কড়াই থেকে হাতা দিয়ে পাশের এক বড় গামলায় ঢালছিলেন পুতুল । সেই সময় রান্নাঘরে পড়ে থাকা জলের মধ্যে পিছলে গিয়ে গরম ডালের বড় কড়াইয়ের মধ্যে পড়ে যান তিনি ৷ দেখামাত্রই দলের মহিলাদের চিৎকার-চেঁচামেচিতে ঘটনাস্থলে আসেন শিক্ষক-শিক্ষিকারা ৷ এরপর তড়িঘড়ি তাঁকে সেখান থেকে তুলে ঠান্ডা জলে ধুইয়ে কাপড় পরিবর্তন করে নিয়ে আসা হয় গঙ্গারামপুর হাসপাতালে । খবর পেয়ে সেখানে যান পুতুলের স্বামী-সহ পরিবারের লোকজন ৷

এই বিষয়ে আহত পুতুলের সহকর্মী সুচিত্রা ভুঁইমালি বলেন, "আমরা সবাই রান্নাতে ব্যস্ত ছিলাম । পুতুল সেই সময় ডাল নামাচ্ছিল গরম কড়াই থেকে । কিন্তু কীভাবে পড়ল বুঝতে পারিনি ৷ আমরা লক্ষ করলাম ডালের গরম গামলার মধ্যে পড়ে রয়েছে । তাড়াতাড়ি আমরা তাঁকে গামলা থেকে তুলে ফেলি ৷ আমাদের চিৎকার-চেঁচামেচিতে স্কুলের সবাই এসে পুতুলকে গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে যায় ।"

এই বিষয়ে ওই স্কুলের শিক্ষক তুষারকান্তি রায় জানান, কড়াই থেকে গরম ডাল গামলায় নামানোর সময় পুতুল দেবী গরম ডালের গামলায় কোনওভাবে পড়ে যান ৷ সঙ্গে সঙ্গে আমরা গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে তাঁকে পাঠিয়েছি ৷ বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল ।

আরও পড়ুন : খেলতে খেলতে ভাতের থালায় পড়ে যাওয়ায় ছাত্রছাত্রীদের বেধড়ক মার শিক্ষকের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.