ETV Bharat / state

আদিবাসীদের পাশে থাকার বার্তা দিলীপ ঘোষের

আন্তর্জাতিক আদিবাসী দিবসে আদিবাসীদের পাশে থাকার বার্তা BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ৷ তিনি বলেন, "দেশজুড়ে আদিবাসীদের জন্য উন্নয়ন করছেন মোদি সরকার ৷ আগামী দিনে আদিবাসীদের সব রকমের সাহায্য করবে কেন্দ্রীয় সরকার ৷"

দিলীপ ঘোষ
author img

By

Published : Aug 10, 2019, 10:17 AM IST

বুনিয়াদপুর, 10 অগাস্ট : আন্তর্জাতিক আদিবাসী দিবসে দক্ষিণ দিনাজপুর জেলার নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ে আয়েজিত হয় আদিবাসী নারী শিশু বিকাশ ও বিজ্ঞান চেতনা মেলা 2019 ৷ কুঠি নামক একটি প্রতিষ্ঠান এই মেলার আয়োজন করেছিল ৷ BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই মেলার উদ্বোধন করেন । উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ৷

দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমাজুড়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন হল বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে । অনুষ্ঠানে দিলীপ ঘোষ বলেন, "আদিবাসী সমাজ এখনও অনেক পিছিয়ে রয়েছে ৷ আদিবাসীরা অনেক সুযোগ-সুবিধে পাচ্ছে না । কেন্দ্রীয় সরকারের আদিবাসী উন্নয়ণ মন্ত্রক আদিবাসীদের সাহায্য করার আপ্রাণ চেষ্টা করছে । গ্রামে গ্রামে সড়ক যোজনার রাস্তা করা হয়েছে ৷ আদিবাসীদের তৈরি সামগ্রী বিক্রয়ের সুব্যবস্থা করা হয়েছে ৷ আগামী দিনে আদিবাসীদের জীবনযাত্রার মান আরও উপরে নিয়ে যাবে মোদি সরকার৷ "

তিনি আরও বলেন, "রাজ্যের দুটি আদিবাসী সংরক্ষিত লোকসভা আসন আলিপুরদুয়ার আর ঝাড়গ্রামে BJP বিপুল ভোটে জয়লাভ করেছে ৷ আদিবাসী সমাজ আমাদের দু'হাত তুলে আর্শীবাদ দিয়েছে ৷ পশ্চিমবঙ্গ থেকে মোট 3 জন আদিবাসী সাংসদকে আমরা পার্লামেন্টে পাঠিয়েছি । BJP-ই একমাত্র আদিবাসীদের উন্নয়ন করতে পারে । শহরের কাছাকাছি যারা আছে তারাই বেশি সুবিধা পেয়ে এসেছে । বাংলার আদিবাসীরা 2 টাকা কেজি চাল পায় না ৷ আগে আদিবাসীরা কাঠ, পাতা পুড়িয়ে রান্না করত ,কিন্তু মোদী সরকার তাঁদের হাতে LPG কানেকশন উপহার দিয়েছে ৷ "

মেলার আয়োজক স্বেচ্ছাসেবী সংগঠন কুঠির সম্পাদক রাজা টুডু বলেন, "আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষ্যে আদিবাসী সংস্কৃতিকে ধরে রাখতে উৎসবের আয়োজন ৷ পাশাপাশি ছোটো মেলারও আয়োজন করেছি আমরা ৷ নাচ ,গান ও নাটকের মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতি তুলে ধরেছি ৷ আদিবাসী সমাজের উন্নয়ন করার জন্য আগামী দিনে আমরা আরও নানা কর্মসূচির আয়োজন করব ৷"

বুনিয়াদপুর, 10 অগাস্ট : আন্তর্জাতিক আদিবাসী দিবসে দক্ষিণ দিনাজপুর জেলার নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ে আয়েজিত হয় আদিবাসী নারী শিশু বিকাশ ও বিজ্ঞান চেতনা মেলা 2019 ৷ কুঠি নামক একটি প্রতিষ্ঠান এই মেলার আয়োজন করেছিল ৷ BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই মেলার উদ্বোধন করেন । উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ৷

দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমাজুড়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন হল বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে । অনুষ্ঠানে দিলীপ ঘোষ বলেন, "আদিবাসী সমাজ এখনও অনেক পিছিয়ে রয়েছে ৷ আদিবাসীরা অনেক সুযোগ-সুবিধে পাচ্ছে না । কেন্দ্রীয় সরকারের আদিবাসী উন্নয়ণ মন্ত্রক আদিবাসীদের সাহায্য করার আপ্রাণ চেষ্টা করছে । গ্রামে গ্রামে সড়ক যোজনার রাস্তা করা হয়েছে ৷ আদিবাসীদের তৈরি সামগ্রী বিক্রয়ের সুব্যবস্থা করা হয়েছে ৷ আগামী দিনে আদিবাসীদের জীবনযাত্রার মান আরও উপরে নিয়ে যাবে মোদি সরকার৷ "

তিনি আরও বলেন, "রাজ্যের দুটি আদিবাসী সংরক্ষিত লোকসভা আসন আলিপুরদুয়ার আর ঝাড়গ্রামে BJP বিপুল ভোটে জয়লাভ করেছে ৷ আদিবাসী সমাজ আমাদের দু'হাত তুলে আর্শীবাদ দিয়েছে ৷ পশ্চিমবঙ্গ থেকে মোট 3 জন আদিবাসী সাংসদকে আমরা পার্লামেন্টে পাঠিয়েছি । BJP-ই একমাত্র আদিবাসীদের উন্নয়ন করতে পারে । শহরের কাছাকাছি যারা আছে তারাই বেশি সুবিধা পেয়ে এসেছে । বাংলার আদিবাসীরা 2 টাকা কেজি চাল পায় না ৷ আগে আদিবাসীরা কাঠ, পাতা পুড়িয়ে রান্না করত ,কিন্তু মোদী সরকার তাঁদের হাতে LPG কানেকশন উপহার দিয়েছে ৷ "

মেলার আয়োজক স্বেচ্ছাসেবী সংগঠন কুঠির সম্পাদক রাজা টুডু বলেন, "আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষ্যে আদিবাসী সংস্কৃতিকে ধরে রাখতে উৎসবের আয়োজন ৷ পাশাপাশি ছোটো মেলারও আয়োজন করেছি আমরা ৷ নাচ ,গান ও নাটকের মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতি তুলে ধরেছি ৷ আদিবাসী সমাজের উন্নয়ন করার জন্য আগামী দিনে আমরা আরও নানা কর্মসূচির আয়োজন করব ৷"

Intro:আন্তর্জাতিক আদিবাসী দিবসে বিজেপির রাজ্য সভাপতি দিলিপ ঘোষ বার্তা দেন আদিবাসিদের কে আমরা সব রকমের সাহায্য করবো
শুক্রবার ;-9 আগস্ট ;- শুক্রবার আদিবাসী নারী শিশু বিকাশ ও বিজ্ঞান চেতনা মেলা 2019 ব্যাপক উৎসাহ সাথে আয়োজিত হল দক্ষিণ দিনাজপুর জেলার নারায়নপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। কুঠি নামক একটি প্রতিষ্ঠান কার্য বাহিনী কমিটি ও কর্মকর্তারা মূলত এই অনুষ্ঠানের আয়োজন করেছেন বলে জানা যায়।মূলত এর মূল উদ্দেশ্য হলো আদিবাসীদের সামাজিক ও সাংস্কৃতিক সচেতন ও তার মাধ্যমে তাদের পারিবারিক শিক্ষা স্বাস্থ্য দারিদ্রতা । বিজেপির সাংসদ দিলীপ ঘোষ অনুষ্ঠানের উদ্বোধন করেন। সাথে আদিবাসী সমাজ এখনো অনেক পিছিয়ে রয়েছে ,আদিবাসীরা অনেক সুযোগ সুবিধে পাচ্ছেন না কেন্দ্রীয় সরকার আদিবাসী উন্নয়ন দপ্তর করে আদিবাসীদের সাহায্য করে চলেছেন এই বার্তাই দেন ।
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমা জুড়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন হলো বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে।এদিন বুনিয়াদপুর শহরের নারায়ণপুর এলাকায় এক আদিবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আদিবাসী দিবস পালন করা হয়। বিজেপির সাংসদ দিলীপ ঘোষ অনুষ্ঠানের উদ্বোধন করেন। সাথে আদিবাসী সমাজ এখনো অনেক পিছিয়ে রয়েছে ,আদিবাসীরা অনেক সুযোগ সুবিধে পাচ্ছেন না কেন্দ্রীয় সরকার আদিবাসী উন্নয়ন দপ্তর করে আদিবাসীদের সাহায্য করে চলেছেন। নারায়নপুর আদিবাসী স্বেচ্ছাসেবী সংগঠন আদিবাসী নৃত্য ও আদিবাসী সংস্কৃতির নাটক সহ বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করেন।
এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলিপ ঘোষ জানান আদিবাসী সমাজ এখনো অনেক পিছিয়ে রয়েছে ,আদিবাসীরা অনেক সুযোগ সুবিধে পাচ্ছেন না কেন্দ্রীয় সরকার আদিবাসী উন্নয়ন দপ্তর করে আদিবাসীদের সাহায্য করে চলেছেন।গাজল এবং আলিপুরদুয়ার এই দুই জায়গায় আদিবাসী বিজেপি জিতেছে ,আদিবাসী সমাজের লোকজন আমাদের কে বিপুল পরিমানে ভোট দিয়ে জিতিয়েছে , মালদা উত্তরের সাংসদ খগেন মুরমু কে আমরা বিজেপি থেকে জিতিয়েছি ,পশ্চিম বঙ্গে মোট ৩ জন আদিবাসিকে আমরা পার্লামেন্টে পাঠিয়েছি ।বিজেপিই একমাত্র পার্টি যারা আদিবাসিদের উন্যয়ন করতে পারে ।শহরের কাছাকাছি যারা আছেন তারাই বেশি সুবিধা পেয়েছেন ।আদিবাসিরা ২ টাকা কিলো চাল পান না , আগে আদিবাসী লোকজন কাঠ ,পাতা পুড়িয়ে রান্না করত ,কিন্তু মোদী সরকার বিপিএল পরিবারকেই এই সুবিধা দিচ্ছে , তাদের কে গ্যাস দেওয়া হয়েছে ,সেই সমস্ত আদিবাসী পরিবার কোন দিন ভাবতেও পারে নি যে গ্যাস জালিয়ে রান্না করবে ।গ্রামগঞ্জে খারাপ রাস্তার বদলে গ্রাম সড়ক যোজনার রাস্তা করা হয়েছে ,যাহাতে গ্রামের খেতে খাওয়া লোকজন ভালো রাস্তা দিয়ে জিনিসপত্র বিক্রি করতে পারে ।
বুনিয়াদপুর স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক রাজা টুডু বলেন আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষ্যে আদিবাসী সংস্কৃতিকে ধরে রাখতে অধিবাসী নৃত্য আদিবাসী গান ও নাটক অনুষ্ঠিত হয়। এছাড়াও আমরা কিছু আদিবাসী সমাজের দৈনন্দিন ব্যবহারের জন্য স্টল দিয়েছিলাম সেখানে শিক্ষণীয় বই ও আদিবাসীদের ব্যবহারের কিছু পোশাক রেখেছি। আগামীদিনে কিভাবে আদিবাসী সমাজের উন্নয়ন করা সম্ভব তা আমরা করে চলবো।

Body:আন্তর্জাতিক আদিবাসী দিবসে বিজেপির রাজ্য সভাপতি দিলিপ ঘোষ বার্তা দেন আদিবাসিদের কে আমরা সব রকমের সাহায্য করবো
শুক্রবার ;-9 আগস্ট ;- শুক্রবার আদিবাসী নারী শিশু বিকাশ ও বিজ্ঞান চেতনা মেলা 2019 ব্যাপক উৎসাহ সাথে আয়োজিত হল দক্ষিণ দিনাজপুর জেলার নারায়নপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। কুঠি নামক একটি প্রতিষ্ঠান কার্য বাহিনী কমিটি ও কর্মকর্তারা মূলত এই অনুষ্ঠানের আয়োজন করেছেন বলে জানা যায়।মূলত এর মূল উদ্দেশ্য হলো আদিবাসীদের সামাজিক ও সাংস্কৃতিক সচেতন ও তার মাধ্যমে তাদের পারিবারিক শিক্ষা স্বাস্থ্য দারিদ্রতা । বিজেপির সাংসদ দিলীপ ঘোষ অনুষ্ঠানের উদ্বোধন করেন। সাথে আদিবাসী সমাজ এখনো অনেক পিছিয়ে রয়েছে ,আদিবাসীরা অনেক সুযোগ সুবিধে পাচ্ছেন না কেন্দ্রীয় সরকার আদিবাসী উন্নয়ন দপ্তর করে আদিবাসীদের সাহায্য করে চলেছেন এই বার্তাই দেন ।
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমা জুড়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন হলো বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে।এদিন বুনিয়াদপুর শহরের নারায়ণপুর এলাকায় এক আদিবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আদিবাসী দিবস পালন করা হয়। বিজেপির সাংসদ দিলীপ ঘোষ অনুষ্ঠানের উদ্বোধন করেন। সাথে আদিবাসী সমাজ এখনো অনেক পিছিয়ে রয়েছে ,আদিবাসীরা অনেক সুযোগ সুবিধে পাচ্ছেন না কেন্দ্রীয় সরকার আদিবাসী উন্নয়ন দপ্তর করে আদিবাসীদের সাহায্য করে চলেছেন। নারায়নপুর আদিবাসী স্বেচ্ছাসেবী সংগঠন আদিবাসী নৃত্য ও আদিবাসী সংস্কৃতির নাটক সহ বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করেন।
এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলিপ ঘোষ জানান আদিবাসী সমাজ এখনো অনেক পিছিয়ে রয়েছে ,আদিবাসীরা অনেক সুযোগ সুবিধে পাচ্ছেন না কেন্দ্রীয় সরকার আদিবাসী উন্নয়ন দপ্তর করে আদিবাসীদের সাহায্য করে চলেছেন।গাজল এবং আলিপুরদুয়ার এই দুই জায়গায় আদিবাসী বিজেপি জিতেছে ,আদিবাসী সমাজের লোকজন আমাদের কে বিপুল পরিমানে ভোট দিয়ে জিতিয়েছে , মালদা উত্তরের সাংসদ খগেন মুরমু কে আমরা বিজেপি থেকে জিতিয়েছি ,পশ্চিম বঙ্গে মোট ৩ জন আদিবাসিকে আমরা পার্লামেন্টে পাঠিয়েছি ।বিজেপিই একমাত্র পার্টি যারা আদিবাসিদের উন্যয়ন করতে পারে ।শহরের কাছাকাছি যারা আছেন তারাই বেশি সুবিধা পেয়েছেন ।আদিবাসিরা ২ টাকা কিলো চাল পান না , আগে আদিবাসী লোকজন কাঠ ,পাতা পুড়িয়ে রান্না করত ,কিন্তু মোদী সরকার বিপিএল পরিবারকেই এই সুবিধা দিচ্ছে , তাদের কে গ্যাস দেওয়া হয়েছে ,সেই সমস্ত আদিবাসী পরিবার কোন দিন ভাবতেও পারে নি যে গ্যাস জালিয়ে রান্না করবে ।গ্রামগঞ্জে খারাপ রাস্তার বদলে গ্রাম সড়ক যোজনার রাস্তা করা হয়েছে ,যাহাতে গ্রামের খেতে খাওয়া লোকজন ভালো রাস্তা দিয়ে জিনিসপত্র বিক্রি করতে পারে ।
বুনিয়াদপুর স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক রাজা টুডু বলেন আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষ্যে আদিবাসী সংস্কৃতিকে ধরে রাখতে অধিবাসী নৃত্য আদিবাসী গান ও নাটক অনুষ্ঠিত হয়। এছাড়াও আমরা কিছু আদিবাসী সমাজের দৈনন্দিন ব্যবহারের জন্য স্টল দিয়েছিলাম সেখানে শিক্ষণীয় বই ও আদিবাসীদের ব্যবহারের কিছু পোশাক রেখেছি। আগামীদিনে কিভাবে আদিবাসী সমাজের উন্নয়ন করা সম্ভব তা আমরা করে চলবো।

Conclusion:আন্তর্জাতিক আদিবাসী দিবসে বিজেপির রাজ্য সভাপতি দিলিপ ঘোষ বার্তা দেন আদিবাসিদের কে আমরা সব রকমের সাহায্য করবো
শুক্রবার ;-9 আগস্ট ;- শুক্রবার আদিবাসী নারী শিশু বিকাশ ও বিজ্ঞান চেতনা মেলা 2019 ব্যাপক উৎসাহ সাথে আয়োজিত হল দক্ষিণ দিনাজপুর জেলার নারায়নপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। কুঠি নামক একটি প্রতিষ্ঠান কার্য বাহিনী কমিটি ও কর্মকর্তারা মূলত এই অনুষ্ঠানের আয়োজন করেছেন বলে জানা যায়।মূলত এর মূল উদ্দেশ্য হলো আদিবাসীদের সামাজিক ও সাংস্কৃতিক সচেতন ও তার মাধ্যমে তাদের পারিবারিক শিক্ষা স্বাস্থ্য দারিদ্রতা । বিজেপির সাংসদ দিলীপ ঘোষ অনুষ্ঠানের উদ্বোধন করেন। সাথে আদিবাসী সমাজ এখনো অনেক পিছিয়ে রয়েছে ,আদিবাসীরা অনেক সুযোগ সুবিধে পাচ্ছেন না কেন্দ্রীয় সরকার আদিবাসী উন্নয়ন দপ্তর করে আদিবাসীদের সাহায্য করে চলেছেন এই বার্তাই দেন ।
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমা জুড়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন হলো বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে।এদিন বুনিয়াদপুর শহরের নারায়ণপুর এলাকায় এক আদিবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আদিবাসী দিবস পালন করা হয়। বিজেপির সাংসদ দিলীপ ঘোষ অনুষ্ঠানের উদ্বোধন করেন। সাথে আদিবাসী সমাজ এখনো অনেক পিছিয়ে রয়েছে ,আদিবাসীরা অনেক সুযোগ সুবিধে পাচ্ছেন না কেন্দ্রীয় সরকার আদিবাসী উন্নয়ন দপ্তর করে আদিবাসীদের সাহায্য করে চলেছেন। নারায়নপুর আদিবাসী স্বেচ্ছাসেবী সংগঠন আদিবাসী নৃত্য ও আদিবাসী সংস্কৃতির নাটক সহ বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করেন।
এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলিপ ঘোষ জানান আদিবাসী সমাজ এখনো অনেক পিছিয়ে রয়েছে ,আদিবাসীরা অনেক সুযোগ সুবিধে পাচ্ছেন না কেন্দ্রীয় সরকার আদিবাসী উন্নয়ন দপ্তর করে আদিবাসীদের সাহায্য করে চলেছেন।গাজল এবং আলিপুরদুয়ার এই দুই জায়গায় আদিবাসী বিজেপি জিতেছে ,আদিবাসী সমাজের লোকজন আমাদের কে বিপুল পরিমানে ভোট দিয়ে জিতিয়েছে , মালদা উত্তরের সাংসদ খগেন মুরমু কে আমরা বিজেপি থেকে জিতিয়েছি ,পশ্চিম বঙ্গে মোট ৩ জন আদিবাসিকে আমরা পার্লামেন্টে পাঠিয়েছি ।বিজেপিই একমাত্র পার্টি যারা আদিবাসিদের উন্যয়ন করতে পারে ।শহরের কাছাকাছি যারা আছেন তারাই বেশি সুবিধা পেয়েছেন ।আদিবাসিরা ২ টাকা কিলো চাল পান না , আগে আদিবাসী লোকজন কাঠ ,পাতা পুড়িয়ে রান্না করত ,কিন্তু মোদী সরকার বিপিএল পরিবারকেই এই সুবিধা দিচ্ছে , তাদের কে গ্যাস দেওয়া হয়েছে ,সেই সমস্ত আদিবাসী পরিবার কোন দিন ভাবতেও পারে নি যে গ্যাস জালিয়ে রান্না করবে ।গ্রামগঞ্জে খারাপ রাস্তার বদলে গ্রাম সড়ক যোজনার রাস্তা করা হয়েছে ,যাহাতে গ্রামের খেতে খাওয়া লোকজন ভালো রাস্তা দিয়ে জিনিসপত্র বিক্রি করতে পারে ।
বুনিয়াদপুর স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক রাজা টুডু বলেন আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষ্যে আদিবাসী সংস্কৃতিকে ধরে রাখতে অধিবাসী নৃত্য আদিবাসী গান ও নাটক অনুষ্ঠিত হয়। এছাড়াও আমরা কিছু আদিবাসী সমাজের দৈনন্দিন ব্যবহারের জন্য স্টল দিয়েছিলাম সেখানে শিক্ষণীয় বই ও আদিবাসীদের ব্যবহারের কিছু পোশাক রেখেছি। আগামীদিনে কিভাবে আদিবাসী সমাজের উন্নয়ন করা সম্ভব তা আমরা করে চলবো।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.