হরিরামপুর, 3 অগস্ট : সমবায় সমিতির প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে লোনের টাকা আত্মসাৎ করার অভিযোগ তুলে অবস্থান বিক্ষোভে সামিল হলেন সদস্যরা ৷ ঘটনাস্থল দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর ব্লকের শিরশী গ্রাম পঞ্চায়েতে দানগ্রাম এলাকার মূলাহাট সমবায় সমিতি ৷
সদস্যদের অভিযোগ, প্রাক্তন চেয়ারম্যান নারায়ণ সরকার ওরফে নকুল একসময় সমবায় সমিতি থেকে 67 লাখ টাকা লোন নেন ৷ অনেকদিন হয়ে গেলেও সেই লোনের টাকা না মিটিয়ে আত্মসাৎ করেন তিনি ৷
তারই প্রতিবাদে সোমবার মূলাহাট সমবায় সমিতির সদস্যরা হরিরামপুর চৌপথি এলাকায় অবস্থান বিক্ষোভে বসেন ৷ তাঁদের দাবি, অবিলম্বে নারায়ণ সরকারকে সমিতির বকেয়া টাকা ফেরত দিতে হবে । যদি তা না করে তবে প্রশাসনের পক্ষ থেকে যেন তাঁকে গ্রেফতার করা হয় ৷
সমিতির সদস্য জিয়াউল হুসেন জানান, হরিরামপুর ব্লকের দানগ্রাম এলাকায় রয়েছে মূলাহাট সমবায় সমিতি । বিগত দিনে নারায়ণ সরকার সমিতির চেয়ারম্যান পদে থাকাকালীন মোটা টাকা লোন নেন । বর্তমানে আসল ও সুদ মিলিয়ে তা প্রায় 67 লাখ 36 হাজার 606 টাকায় দাঁড়িয়েছে । এই টাকা পরিশোধ না করার জন্য বর্তমানে মূলাহাট সমবায় এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ।
আরও পড়ুন : Babul Supriyo : রাজনীতি ছাড়লেও সাংসদ থাকছেন, নাড্ডার সঙ্গে বৈঠক শেষে ঘোষণা বাবুলের
এর ফলে এখানকার প্রায় 999 জন সদস্য সমিতি থেকে কোনও রকম আর্থিক লেনদেন ও সুযোগ-সুবিধা কিছুই পাচ্ছেন না । তাঁদের দাবি, এই সমস্যা ক্রমবর্ধমান হলে সমিতি বন্ধ হয়ে যাবে । প্রাক্তন চেয়ারম্যানের এহেন লোন পরিশোধ না করার মনোভাবের জন্য বাকিরাও লোন পরিশোধে অনীহা দেখাচ্ছে ৷
তাই সমিতির সদস্যরা চাইছেন অবিলম্বে প্রশাসন এই বিষয়ে হস্তক্ষেপ করে একটি সদর্থক ভূমিকা পালন করুক ৷ যাতে এই সমিতিকে থেকে বাঁচানো যায় । এই সমবায় সমিতিকে বাঁচানোর লক্ষ্যেই সোমবারের অবস্থান বিক্ষোভের কারণ ৷
তবে যাঁর বিরুদ্ধে এত বড় অভিযোগ সেই নারায়ণ সরকার বলেন, "আমার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ ভিত্তিহীন ৷ সমস্ত বিষয়টি আইন মোতাবেক হবে ৷ আমি আইনের উপরে আস্থা রাখি ।"
এলাকার তৃণমূল নেতা বলে পরিচিত হওয়ার প্রভাবেই কি মোটা টাকার লোন মাফ হয়ে যাবে ? চিন্তায় সমিতির সদস্যরা ৷
আরও পড়ুন : Suvendu Adhikari : সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান সংক্রান্ত মিটিং বাতিলের নির্দেশ হাইকোর্টের, স্বস্তিতে শুভেন্দু