গঙ্গারামপুর, ১৭ মার্চ : লোকসভা নির্বাচনের আগে ফের তৃণমূলে ভাঙ্গন। তৃণমূল ও বামফ্রন্ট ছেড়ে BJP-তে যোগ দিলেন শতাধিক কর্মী। গঙ্গারামপুর মহকুমার দুটো জায়গায় প্রায় ২৬০ জন বিভিন্ন দল ছেড়ে BJP-তে যোগদান করল। যদিও তৃণমূলের দাবি তাদের দল থেকে BJP-তে কেউ যোগদান করেনি।
গতরাতে গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের যাদববাটি এলাকায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে RSP, CPI(M) ও তৃণমূল ছেড়ে চন্দন বর্মণ, অজিত বর্মণ সহ প্রায় ১০০ জন BJP-তে যোগদান করে। সদ্য BJP-তে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন গঙ্গারামপুর BJP-র ব্লক সভাপতি সনাতন কর্মকার।
অন্য দিকে আজ সন্ধ্যেয় বুনিয়াদপুরে একটি অনুষ্ঠানে শহরের ১৪টি ওয়ার্ড থেকে মোট ১৫৮ জন তৃণমূল ও বামফ্রন্ট ছেড়ে যোগ দেয় BJP-র যুব মোর্চায়। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা BJP যুব মোর্চার সভাপতি অভিষেক সেনগুপ্ত।