ETV Bharat / state

BJP-তে যোগ শতাধিক কর্মীর - congress

লোকসভা নির্বাচনের আগে ফের তৃণমূলে ভাঙ্গন। তৃণমূল ও বামফ্রন্ট ছেড়ে BJP-তে যোগ দিলেন শতাধিক কর্মী। গঙ্গারামপুর মহকুমার দুটো জায়গায় প্রায় ২৬০ জন বিভিন্ন দল ছেড়ে BJP-তে যোগদান করল। যদিও তৃণমূলের দাবি তাদের দল থেকে BJP-তে কেউ যোগদান করেনি।

a
author img

By

Published : Mar 17, 2019, 11:32 PM IST

গঙ্গারামপুর, ১৭ মার্চ : লোকসভা নির্বাচনের আগে ফের তৃণমূলে ভাঙ্গন। তৃণমূল ও বামফ্রন্ট ছেড়ে BJP-তে যোগ দিলেন শতাধিক কর্মী। গঙ্গারামপুর মহকুমার দুটো জায়গায় প্রায় ২৬০ জন বিভিন্ন দল ছেড়ে BJP-তে যোগদান করল। যদিও তৃণমূলের দাবি তাদের দল থেকে BJP-তে কেউ যোগদান করেনি।

গতরাতে গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের যাদববাটি এলাকায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে RSP, CPI(M) ও তৃণমূল ছেড়ে চন্দন বর্মণ, অজিত বর্মণ সহ প্রায় ১০০ জন BJP-তে যোগদান করে। সদ্য BJP-তে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন গঙ্গারামপুর BJP-র ব্লক সভাপতি সনাতন কর্মকার।

অন্য দিকে আজ সন্ধ্যেয় বুনিয়াদপুরে একটি অনুষ্ঠানে শহরের ১৪টি ওয়ার্ড থেকে মোট ১৫৮ জন তৃণমূল ও বামফ্রন্ট ছেড়ে যোগ দেয় BJP-র যুব মোর্চায়। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা BJP যুব মোর্চার সভাপতি অভিষেক সেনগুপ্ত।

গঙ্গারামপুর, ১৭ মার্চ : লোকসভা নির্বাচনের আগে ফের তৃণমূলে ভাঙ্গন। তৃণমূল ও বামফ্রন্ট ছেড়ে BJP-তে যোগ দিলেন শতাধিক কর্মী। গঙ্গারামপুর মহকুমার দুটো জায়গায় প্রায় ২৬০ জন বিভিন্ন দল ছেড়ে BJP-তে যোগদান করল। যদিও তৃণমূলের দাবি তাদের দল থেকে BJP-তে কেউ যোগদান করেনি।

গতরাতে গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের যাদববাটি এলাকায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে RSP, CPI(M) ও তৃণমূল ছেড়ে চন্দন বর্মণ, অজিত বর্মণ সহ প্রায় ১০০ জন BJP-তে যোগদান করে। সদ্য BJP-তে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন গঙ্গারামপুর BJP-র ব্লক সভাপতি সনাতন কর্মকার।

অন্য দিকে আজ সন্ধ্যেয় বুনিয়াদপুরে একটি অনুষ্ঠানে শহরের ১৪টি ওয়ার্ড থেকে মোট ১৫৮ জন তৃণমূল ও বামফ্রন্ট ছেড়ে যোগ দেয় BJP-র যুব মোর্চায়। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা BJP যুব মোর্চার সভাপতি অভিষেক সেনগুপ্ত।

Intro:বিজেপিতে যোগদান, প্রার্থী বদলের খবরের চ্যাপ্টার ক্লোজ, তৃণমূল প্রার্থী অর্পিতাকেই জেতানোর মূল লক্ষ্য বিপ্লবের।।

বালুরঘাট, ১৭ মার্চ: বিজেপিতে যোগদান, প্রার্থী বদলে সরব, সংবাদ মাধ্যমে প্রকাশিত সেই খবরের চ্যাপ্টার অলরেডি ক্লোজ। সুতরাং এখন আমাদের মূল লক্ষ্য বালুরঘাট আসনে তৃণমূল প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার। রবিবার বিকেলে বালুরঘাটের একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন দক্ষিণ দিনাজপুর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বিপ্লব মিত্র। সব বিভ্রান্তি ভুলে ঐকের বার্তা দিলেন জেলা সভাপতি।

আসন্ন নির্বাচনকে মাথায় রেখে এদিন বালুরঘাটে শুরু হয় দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বর্ধিত বৈঠক। বালুরঘাটের একটি বে-সরকারী অনুষ্ঠান ভবনে জেলা পর্যবেক্ষক তথা মন্ত্রী গৌতম দেবের উপস্থিততে বৈঠক শুরু হয়। গৌতম দেব ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সভাপতি বিপ্লব মিত্র, প্রার্থী অর্পিতা ঘোষ, উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী বাচ্চু হাঁসদা, প্রাক্তন সভাপতি শঙ্কর চক্রবর্তী সহ কোর কমিটির ২২ জন সহ মোট ৭০ জন সদস্য। 

সূত্রের খবর, প্রায় ২ ঘন্টার বৈঠকের মাঝ পথে জেলা সভাপতি ও অর্পিতা ঘোষ অনুগামীর মধ্যে দোষ ত্রুটি ধরা নিয়ে উত্তেজনা চরমে ওঠে। এক পক্ষ জেলায় ও বন্যার সময় অর্পিতা ঘোষের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলে? তেমনি অন্য পক্ষ প্রার্থীর নাম ঘোষণার পরেও কি করে বিপ্লব মিত্র নতুন প্রার্থীর দাবি করেন সেই প্রশ্ন তোলেন। এনিয়ে শুরু হয় বাক বিতণ্ডা। যদিও সঙ্গে সঙ্গে গৌতম দেব ও বিপ্লব মিত্র পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপে করেন। যার ফলে বাক বিতণ্ডা বেশিদুর গড়ায়নি। তবে না বলা কথা না বলায় থেকে গেল বলে কর্মীদের মধ্যে ক্ষোভ থেকেই যায়। এদিকে বালুরঘাট লোকসভা আসনে প্রার্থী নির্বাচন নিয়ে প্রার্থী অর্পিতা ঘোষ এবং জেলা সভাপতি বিপ্লব মিত্রের যে দ্বন্দ্ব দেখা গিয়েছিল, তা মিটিয়ে নিতেই এদিন জেলায় আসেন গৌতম দেব। বৈঠক শেষে অবশ্য সিদ্ধান্ত হয় ঐক্যবদ্ধ হয়ে চলার।

এ বিষয়ে বিপ্লব মিত্র জানান, বালুরঘাট লোকসভা আসন তাদের জিততে হবে। সে ভাবে মেশিনারি সাজানোর পরিকল্পনা আজকের বৈঠক থেকে নেওয়া হল। নেতৃত্ব কে জানিয়ে দেওয়া হয়েছে সকলে একসঙ্গে কাজ করতে হবে। কর্মী-সমর্থকদের মধ্যে কিছু ক্ষোভ কিছু বিক্ষোভ রয়েছে। যতক্ষণ না প্রার্থীর নাম ঘোষণা করা হচ্ছে ততক্ষণ এই ধরনের ক্ষোভ-বিক্ষোভের কথা উঠতেই পারে এ কথা আমিও প্রার্থী অর্পিতা ঘোষ বলেছিলেন। কিন্তু যে মুহূর্তে আমাদের প্রার্থী মনোনীত হয়ে যাবে তারপরে আর সেখানে কোন আলোচনার স্কোপ বা সুযোগ নেই। যে প্রার্থী হবে তাকে জয়ী করায় লক্ষ্য হবে।

অন্যদিকে এবিষয়ে তৃণমূলের জেলা পর্যবেক্ষক গৌতম দেব জানান, দক্ষিণ দিনাজপুরের পরিস্থিতি এমন কোন বিপদজনক নেই যে তাকে সামাল দিতে যুদ্ধ কালীন তৎপরতা নিতে হবে। জেলা সব ঠিক রয়েছে। বিপ্লব মিত্র অনেক পুরনো রাজনীতিবিদ। কিভাবে নির্বাচন পরিচালনা করতে হয় তিনি সেটা ভালই জানেন। জোট প্রসঙ্গে তিনি বলেন, কার কি হচ্ছে বা পিছন দিকে আমরা তাকাচ্ছি না। আমার চেস করছি না। ফিনিশিং লাইনের দিকে এগোচ্ছি। পিছনে কারা দ্বিতীয় তৃতীয় চতুর্থ জন্য দৌড়াচ্ছে তাতে আমাদের কি এসে যায়। আর এই জেলায় কংগ্রেসের কোন অস্তিতই নেই।


Body:Balurghat


Conclusion:Balurghat
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.