ETV Bharat / state

বালুরঘাটে মহিলাকে ধর্ষণের চেষ্টার দায়ে ১০ বছরের কারাদণ্ড - গৃহবধূকে ধর্ষণের চেষ্টা

মহিলাকে ধর্ষণের চেষ্টার দায়ে এক ব্যক্তিকে 10 বছরের কারাদণ্ডের নির্দেশ দিলেন বালুরঘাট জেলা আদালতের বিচারক । সাজাপ্রাপ্তর নাম সাধন বর্মণ (36)। বাড়ি তপন থানার বাজিতপুর এলাকায় । সাক্ষ্য-প্রমাণের পর অভিযুক্ত সাধন বর্মণকে গতকাল দোষীসাব্যস্ত করে আদালত । আজ এই মামলার রায় ঘোষণা করেন বিচারক সুখেন দাস । জেলা আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন অভিযোগকারিণী ও তাঁর পরিবার ।

attempt to rape
ধর্ষণে অভিযুক্ত সাধন বর্মণ
author img

By

Published : Dec 10, 2019, 6:21 PM IST

বালুরঘাট, 10 ডিসেম্বর : মহিলাকে ধর্ষণের চেষ্টার দায়ে 10 বছরের কারাদণ্ড ব্যক্তির ৷ অভিযুক্ত ব্যক্তির নাম সাধন বর্মণ (36)। বাড়ি তপন থানার বাজিতপুর এলাকায় । সাক্ষ্য প্রমাণের পর অভিযুক্ত সাধন বর্মণকে গতকালই দোষীসাব্যস্ত করে বালুরঘাট জেলা আদালত । আজ মামলার রায় ঘোষণা করেন বিচারক সুখেন দাস।

2016 সালে 4 নভেম্বর বাড়িতে কেউ না থাকাকালীন প্রতিবেশী ওই মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে সাধন বর্মণের বিরুদ্ধে । সাধন বর্মণ পেশায় কৃষক । ওই মহিলা চিৎকার করলে পালিয়ে যায় অভিযুক্ত । তাকে পালিয়ে যেতে দেখে স্থানীয় দু'জন । এরপর তপন থানায় অভিযোগ দায়ের করে মহিলার পরিবার । 2018 সালে ওই মামলার চার্জশিট গঠন করে পুলিশ । অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় সংবিধানের 448, 376 ও 511 নম্বর ধারায় মামলা রুজু করে পুলিশ ৷

সাক্ষ্য-প্রমাণের পর অভিযুক্ত সাধন বর্মণকে গতকাল দোষীসাব্যস্ত করে আদালত । আজ এই মামলার রায় ঘোষণা করেন বিচারক সুখেন দাস । জেলা আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন অভিযোগকারিণী এবং তাঁর পরিবার ।

আরও পড়ুন : পার্কস্ট্রিট গণধর্ষণে অভিযুক্তের দ্রুত শুনানির আবেদন খারিজ হাইকোর্টের

বালুরঘাট জেলা আদালতের সরকার পক্ষের আইনজীবী ঋতব্রত চক্রবর্তী বলেন, "প্রতিবেশী মহিলাকে ধর্ষণের চেষ্টার দায়ে সাধন বর্মণকে সাক্ষ্য প্রমাণের পর বিচারক দোষীসাব্যস্ত করেছেন । আজ অভিযুক্তকে ভারতীয় সংবিধানের 448 ধারায় অভিযুক্তকে 1 বছরের সশ্রম কারাদণ্ড ও 1 হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ৷ এবং ধর্ষণের চেষ্টায় 376 ও 511 ধারায় অভিযুক্তকে 10 বছরের কারাদণ্ড সহ 10 হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয়মাস সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন জেলা দায়রা আদালতের বিচারক সুখেন দাস ।"

বালুরঘাট, 10 ডিসেম্বর : মহিলাকে ধর্ষণের চেষ্টার দায়ে 10 বছরের কারাদণ্ড ব্যক্তির ৷ অভিযুক্ত ব্যক্তির নাম সাধন বর্মণ (36)। বাড়ি তপন থানার বাজিতপুর এলাকায় । সাক্ষ্য প্রমাণের পর অভিযুক্ত সাধন বর্মণকে গতকালই দোষীসাব্যস্ত করে বালুরঘাট জেলা আদালত । আজ মামলার রায় ঘোষণা করেন বিচারক সুখেন দাস।

2016 সালে 4 নভেম্বর বাড়িতে কেউ না থাকাকালীন প্রতিবেশী ওই মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে সাধন বর্মণের বিরুদ্ধে । সাধন বর্মণ পেশায় কৃষক । ওই মহিলা চিৎকার করলে পালিয়ে যায় অভিযুক্ত । তাকে পালিয়ে যেতে দেখে স্থানীয় দু'জন । এরপর তপন থানায় অভিযোগ দায়ের করে মহিলার পরিবার । 2018 সালে ওই মামলার চার্জশিট গঠন করে পুলিশ । অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় সংবিধানের 448, 376 ও 511 নম্বর ধারায় মামলা রুজু করে পুলিশ ৷

সাক্ষ্য-প্রমাণের পর অভিযুক্ত সাধন বর্মণকে গতকাল দোষীসাব্যস্ত করে আদালত । আজ এই মামলার রায় ঘোষণা করেন বিচারক সুখেন দাস । জেলা আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন অভিযোগকারিণী এবং তাঁর পরিবার ।

আরও পড়ুন : পার্কস্ট্রিট গণধর্ষণে অভিযুক্তের দ্রুত শুনানির আবেদন খারিজ হাইকোর্টের

বালুরঘাট জেলা আদালতের সরকার পক্ষের আইনজীবী ঋতব্রত চক্রবর্তী বলেন, "প্রতিবেশী মহিলাকে ধর্ষণের চেষ্টার দায়ে সাধন বর্মণকে সাক্ষ্য প্রমাণের পর বিচারক দোষীসাব্যস্ত করেছেন । আজ অভিযুক্তকে ভারতীয় সংবিধানের 448 ধারায় অভিযুক্তকে 1 বছরের সশ্রম কারাদণ্ড ও 1 হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ৷ এবং ধর্ষণের চেষ্টায় 376 ও 511 ধারায় অভিযুক্তকে 10 বছরের কারাদণ্ড সহ 10 হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয়মাস সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন জেলা দায়রা আদালতের বিচারক সুখেন দাস ।"

Intro:তপনে গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে অভিযুক্তকে ১০ বছরের কারাদণ্ড।।

বালুরঘাট, ১০ ডিসেম্বর: গৃহবধূকে ধর্ষণের প্রচেষ্টায় এক ব্যক্তিকে ১০ বছর কারাদণ্ডের নির্দেশ দিল বালুরঘাট জেলা আদালতের বিচারক। অভিযুক্ত ব্যক্তির নাম সাধন বর্মণ(৩৬)। বাড়ি তপন থানার বাজিতপুর এলাকায়। মঙ্গলবার অভিযুক্তকে ওই ব্যক্তিকে কারাদণ্ডের নির্দেশ দেন জেলা দায়রা আদালতের বিচারক সুখেন দাস।

জানা গেছে, ২০১৬ সালে ৪ নভেম্বর বাড়িতে কেউ না থাকাকালীন প্রতিবেশী গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে সাধন বর্মণের বিরুদ্ধে। সাধন বর্মণ পেশায় কৃষক এবং বিবাহিত তিনি। ঘটনার সময় ওই গৃহবধূ চিৎকার করলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়। এদিকে অভিযুক্তকে সেই সময় পালিয়ে যেতে দেখে স্থানীয় দু'জন। ঘটনায় অভিযুক্ত সাধন বর্মণের বিরুদ্ধে তপন থানায় অভিযোগ দায়ের করে গৃহবধূর পরিবার। অবশেষে ২০১৮ সালে এই মামলার চার্জ গঠন করে পুলিশ। ভারতীয় সংবিধানের ৪৪৮, ৩৭৬ ও ৫১১ ধারায় মামলা রুজু করে পুলিশ। অবশেষে সাক্ষ্য-প্রমাণের পর অভিযুক্ত সাধন বর্মণকে গতকালই দোষী সাব্যস্ত করে। এবং আজ অভিযুক্তকে এই মামলার রায় ঘোষণা করেন বিচারক সুখেন দাস। ধর্ষণে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যখন গোটা দেশ তোলপার। সেই সময় দক্ষিণ দিনাজপুরে গৃহবধূকে ধর্ষণের চেষ্টায় অভিযুক্তকে ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ। জেলা আদালতের এমন রায়ে খুশি অভিযোগকারী সহ তার পরিবার।

এবিষয়ে বালুরঘাট জেলা আদালতের সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী জানান, প্রতিবেশী গৃহবধূকে ধর্ষণ করার চেষ্টায় তপনের সাধন বর্মণ নামে এক ব্যক্তিকে সাক্ষ্য প্রমাণের পর বিচারক দোষী সাবস্ত করে। আজ অভিযুক্তকে ভারতীয় সংবিধানের ৪৪৮ ধারায় অভিযুক্তকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড৷ এবং ধর্ষণের চেষ্টায় ৩৭৬ ও ৫১১ ধারায় অভিযুক্তকে ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা। অনাদায়ে আরও ছয়মাস সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন জেলা দায়রা আদালতের বিচারক সুখেন দাস। Body:TapanConclusion:Tapan
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.