ETV Bharat / state

স্ত্রীকে মৃত অবস্থায় দেখে শোকে আত্মহত্যা যুবকের - south dinajpur

ভালোবেসে বিয়ে করে দিল্লি থেকে পূজাকে বাড়িতে নিয়ে আসেন বিশ্বনাথ ৷ কিন্তু বাড়িতে আসার পর থেকেই চলতে থাকে অশান্তি ৷ আজ বিকেলে বাড়ি ফিরে পূজাকে মৃত অবস্থায় দেখে শোকে নিজেও আত্মহত্যা করেন বিশ্বনাথ ৷

স্ত্রীকে মৃত অবস্থায় দেখে শোকে আত্মহত্যা যুবকের
author img

By

Published : Oct 1, 2019, 11:50 PM IST

গঙ্গারামপুর, 1 অক্টোবর : বাড়ি ফিরে স্ত্রীকে মৃত অবস্থায় দেখে নিজেও গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন এক যুবক ৷ ঘটনাটি গঙ্গারামপুর থানার গম্ভীরাতলা এলাকার ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে গঙ্গারামপুর থানার পুলিশ ৷ দেহ দু'টি গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ আগামীকাল ময়নাতদন্তর জন্য বালুরঘাট হাসপাতালে পাঠানো হবে ৷

মৃতের নাম বিশ্বনাথ হালদার (22) ও পূজা হালদার (19) ৷ পাঁচ মাস আগে দিল্লিতে ভালোবেসে পূজাকে বিয়ে করেন বিশ্বনাথ ৷ পাঁচদিন আগে দিল্লি থেকে পূজাকে গঙ্গারামপুরের বাড়িতে নিয়ে আসেন ৷ কিন্তু বিশ্বনাথের সৎ মা তাঁকে মেনে নিতে পারেননি ৷ এই নিয়ে বাড়িতে প্রায়ই অশান্তি হত ৷ স্থানীয়দের অভিযোগ, সৎ শাশুড়ির সঙ্গে অশান্তির কারণে পূজা বিষ খেয়ে আত্মহত্যা করেন ৷ বাড়ি এসে স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে বিশ্বনাথ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ৷

বিশ্বনাথের বাবা ফেলা হালদার বলেন, "বিশ্ব দিল্লিতে শ্রমিকের কাজ করে ৷ পাঁচ মাস আগে দিল্লিতেই ভালোবেসে পূজাকে বিয়ে করে ৷ বউমাকে রান্না করতে বললে করত ৷ কী করে এমন হল বলতে পারব না ৷ বউমা কী খেয়েছে বলতে পারব না ৷ ছেলে গলায় দড়ি দিয়েছে ৷"

খবর পেয়ে ঘটনাস্থানে আসে গঙ্গারামপুর থানার পুলিশ ৷ দেহ দু'টি উদ্ধার করে গঙ্গারামপুর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ৷ আগামীকাল ময়নাতদন্তর জন্য বালুরঘাট হাসপাতালে পাঠানো হবে ৷ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

গঙ্গারামপুর, 1 অক্টোবর : বাড়ি ফিরে স্ত্রীকে মৃত অবস্থায় দেখে নিজেও গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন এক যুবক ৷ ঘটনাটি গঙ্গারামপুর থানার গম্ভীরাতলা এলাকার ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে গঙ্গারামপুর থানার পুলিশ ৷ দেহ দু'টি গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ আগামীকাল ময়নাতদন্তর জন্য বালুরঘাট হাসপাতালে পাঠানো হবে ৷

মৃতের নাম বিশ্বনাথ হালদার (22) ও পূজা হালদার (19) ৷ পাঁচ মাস আগে দিল্লিতে ভালোবেসে পূজাকে বিয়ে করেন বিশ্বনাথ ৷ পাঁচদিন আগে দিল্লি থেকে পূজাকে গঙ্গারামপুরের বাড়িতে নিয়ে আসেন ৷ কিন্তু বিশ্বনাথের সৎ মা তাঁকে মেনে নিতে পারেননি ৷ এই নিয়ে বাড়িতে প্রায়ই অশান্তি হত ৷ স্থানীয়দের অভিযোগ, সৎ শাশুড়ির সঙ্গে অশান্তির কারণে পূজা বিষ খেয়ে আত্মহত্যা করেন ৷ বাড়ি এসে স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে বিশ্বনাথ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ৷

বিশ্বনাথের বাবা ফেলা হালদার বলেন, "বিশ্ব দিল্লিতে শ্রমিকের কাজ করে ৷ পাঁচ মাস আগে দিল্লিতেই ভালোবেসে পূজাকে বিয়ে করে ৷ বউমাকে রান্না করতে বললে করত ৷ কী করে এমন হল বলতে পারব না ৷ বউমা কী খেয়েছে বলতে পারব না ৷ ছেলে গলায় দড়ি দিয়েছে ৷"

খবর পেয়ে ঘটনাস্থানে আসে গঙ্গারামপুর থানার পুলিশ ৷ দেহ দু'টি উদ্ধার করে গঙ্গারামপুর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ৷ আগামীকাল ময়নাতদন্তর জন্য বালুরঘাট হাসপাতালে পাঠানো হবে ৷ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Intro:বাড়িতে এসে স্ত্রীকে মৃত অবস্থায় দেখে আত্মহত্যা করলো স্বামি ,চাঞ্চল্য গঙ্গারামপুরে ।।
গঙ্গারামপুর ; ০১ অক্টোবর ;-মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার গম্ভিরাতলা এলাকায় স্বামী ,স্ত্রী অস্বাভাবিক মৃত্যু হলো। পুলিস সূত্রে জানাগিয়েছে মৃত যুবকের নাম বিশ্বনাথ হালদার (২২), ও গৃহবধূর নাম পূজা হালদার (১৯) , বাড়ি গঙ্গারামপুর থানার গম্ভীরতলা এলাকায়। মৃতের পরিবার সূত্রে জানাগিয়েছে মঙ্গলবার দুপুরে সৎ শাশুরির সঙ্গে অশান্তির কারনে স্বামী বাড়িতে না থাকায় গৃহবধূ বিষ খেয়ে আত্মহত্যা করে। বাড়ি এসে স্ত্রীর মৃত্যু সংবাদ পাওয়ার পর যুবক নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ।গঙ্গারামপুর থানার পুলিশ খবর পেয়ে আশে এবং স্বামী স্ত্রীর দেহ নিয়ে নিয়ে যায় গঙ্গারামপুর হাসপাতালে ,আগামিকাল দেহ দুটি ময়না তদন্তের জন্য পাঠানো হবে বালুরঘাট হাসপাতালে ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছে যুবক ও গৃহবধূ গত পাঁচদিন আগে দিল্লি থেকে গৃহবধূকে সঙ্গে করে পুজোতে বাড়িতে এসেছে। যুবক দিল্লিতে পেশায় টোটো সারাই ের মিস্তিরি । দিল্লিতেই বিবাহ করেন যুবক, বিবাহের পাঁচমাস পরে প্রথম গৃহবধূকে নিজের বাড়িতে নিয়ে আশায় পারিবারিক বিবাদে আত্মঘাতী হয় যুগল এমনটাই আশংকা করছেন স্থানীয়রা। যদিও মৃতের পরিবারের দাবি কোনো কারণ ছাড়াই গৃহবধূ ও ছেলে আত্মহত্যা করেছেন।নব দম্পতির মৃত্যুর ঘটনায় শোকের ছায়া পড়েছে এলাকায়। ঘটনার খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিস দুটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে ,বুধবার ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিস।
এই বিষয়ে ফেলা হালদার বলেন ছেলে বিশ্ব হালদার দিল্লিতে শ্রমিকের কাজ করে। গত 5 মাস আগে দিল্লিতেই ভালোবেসে পূজা হালদার কে বিয়ে করে। অভিযোগ, বিশ্ব হালদার বউকে গঙ্গারামপুর এর বাড়িতে নিয়ে আসার পর ফেলা হালদারের দ্বিতীয় স্ত্রী অর্থাৎ বিশ্ব এর সৎ মা বৌমা কে মেনে নিতে পারেনি। এই নিয়ে বাড়িতে প্রায়ই অশান্তি হতো। এদিন বিকেলেও সৎ শাশুড়ি ও বৌমার মধ্যে অশান্তির কারণে পূজা বিষ পান করে। বিশ্ব বাড়ি এসে স্ত্রীকে মৃত অবস্থায় দেখে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় বলে জানা গিয়েছে।
গঙ্গারামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পূর্ণেন্দু কুণ্ডু জানান গঙ্গারামপুরের গম্ভীরা তলা এলাকায় স্বামী স্ত্রীর মৃত্যুর খবর পেয়েছি ,আমরা দেহ দুটি নিয়ে এসেছি , পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়ে তদন্ত শুরু করেছে ।,আগামিকাল দেহ দুটি ময়না তদন্তের জন্য পাঠানো হবে বালুরঘাট হাসপাতালে ।
Body:বাড়িতে এসে স্ত্রীকে মৃত অবস্থায় দেখে আত্মহত্যা করলো স্বামি ,চাঞ্চল্য গঙ্গারামপুরে ।।Conclusion:বাড়িতে এসে স্ত্রীকে মৃত অবস্থায় দেখে আত্মহত্যা করলো স্বামি ,চাঞ্চল্য গঙ্গারামপুরে ।।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.