বুনিয়াদপুর, 7 ডিসেম্বর: দুই দিনাজপুর সফর সেরে মঙ্গলবার রায়গঞ্জে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনই বুনিয়াদপুর পৌরসভার নবনির্মিত পৌরভবনের উদ্বোধন করেন (CM Inaugarates New Bulding At Raiganj) তিনি। নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন ভাইস-চেয়ারম্যান জয়ন্ত কুন্ডু। মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে বুনিয়াদপুর পৌরসভার নতুন পৌরভবনকে ঢেলে সাজানোর কাজ হয় কয়েকদিন ধরে। সোমবার রঙিন আলোর চাদরে মুড়ে ফেলা হয় ভবনটিকে। বুনিয়াদপুর শহরের তিন মাথার মোড়ে ফ্লেক্সের চাদরে মোড়া হয়। মঙ্গলবার সকাল থেকে নতুন ভবনে শতাধিক পুরুষ মহিলা দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে অংশ নেন। তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেয়।
2015 সালে বুনিয়াদপুর পৌরসভা তৈরি হয়। হরিরামপুর বিধানসভার বিধায়ক বিপ্লব মিত্র শিবপুর গ্রাম পঞ্চায়েতকে বুনিয়াদপুর পৌরসভা হিসেবে ঘোষণা করেন। 2017 সালের 13 অগস্ট বুনিয়াদপুর পৌরসভার বোর্ড গঠন হয়। আর তারপর থেকেই পুরসভার নতুন রূপ ধারণ করে এবং 14টি ওয়ার্ড মিলে এই পৌরসভা গঠিত হয়। শিবপুর গ্রাম পঞ্চায়েতকে পৌরসভার অফিস করা হয়। পরবর্তীতে গঙ্গারামপুরের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুনিয়াদপুর পৌরসভার জন্য 2 কোটি 94 লাখ টাকা অনুমোদন করেন।
আরও পড়ুন: দু‘-তিন মাসের মধ্যে বাকি পৌরসভার ভোট, রায়গঞ্জে বার্তা মমতার
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান, কাউন্সিলররা ও বংশীহারি ব্লক তৃণমূল নেতৃত্ব। অনুষ্ঠানের শেষে বিভিন্ন ওয়ার্ডের দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা প্রতাপ প্রামাণিক বলেন, "রায়গঞ্জের কর্ণজোড়া থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুনিয়াদপুর পৌরসভার নতুন ভবনের শুভ উদ্বোধন করায় আমরা খুবই খুশি।"