বালুরঘাট, 7 মার্চ : দীর্ঘ দু’বছর পর ছাত্র-ছাত্রীরা আবার অফলাইন মাধ্যমে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে এই বছর (Madhyamik Examination at South Dinajpur) । দক্ষিণ দিনাজপুরে 19 হাজার 448 জন মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে । তার মধ্যে 10 হাজার 636 জন ছেলে ও 8 হাজার 812 জন মেয়ে রয়েছে ৷ জেলাজুড়ে মোট পরীক্ষা কেন্দ্র রয়েছে 82টি । সব কেন্দ্রে পরীক্ষা গ্রহণ সুষ্ঠভাবে সম্পন্ন করতে সতর্ক ছিল প্রশাসন ।
পাশাপাশি কোভিড সতর্কতা বিধি (Covid Protocol) মেনে প্রত্যেকটি স্কুলকে স্যানেটাইজ করা হয়েছে । পরীক্ষার সময় পরীক্ষার্থীরা স্যানেটাইজ করে মাস্ক পড়ে পরীক্ষা হলে প্রবেশ করা বাধ্যতামূলক । পরীক্ষার পর আবার শ্রেণীকক্ষগুলো স্যানেটাইজ করা হবে বলে জানিয়েছেন বালুরঘাটের আশুতোষ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পম্পা দাস ।
অপরদিকে আজ বালুরঘাট শহরের 14 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে এনসি স্কুলে আগত মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে জলের বোতল ও একটি করে পেন তুলে দেওয়া হয় ওই ওয়ার্ডের নবনির্বাচিত তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) জনপ্রতিনিধির পক্ষ থেকে ।
আরও পড়ুন : Madhyamik 2022 : সকালে মেয়ের জন্ম দিয়ে দুপুরে হাসপাতালেই মাধ্যমিকে বসল মা