বালুরঘাট, 13 মে : একদিকে জনবসতিপূর্ণ এলাকা । তার উপর এলাকার পৌর হাসপাতালে ভিনরাজ্য থেকে ফেরা শ্রমিকদের জন্য খোলা হয়েছে ফেসিলিটি কোয়ারানটিন সেন্টার । তাই সংক্রমণের আশঙ্কায় গতরাতে বালুরঘাটে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা । তাঁদের দাবি, পৌর হাসপাতাল থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে হবে কোয়ারানটিন সেন্টার ।
দক্ষিণ দিনাজপুরের আটটি ব্লকে 16 টি ও তিনটি পৌর এলাকায় তিনটি ফেসিলিটি কোয়ারানটিন সেন্টার খোলা হয়েছে । ভিনরাজ্য থেকে বা বাইরে থেকে যাঁরা জেলায় ফিরছেন তাঁদেরই মূলত এই ফেসিলিটি কোয়ারানটিন সেন্টারগুলিতে রাখা হচ্ছে । বালুরঘাটের পৌর হাসপাতাল মাতৃসদনেও খোলা হয়েছে এই ফেসিলিটি কোয়ারানটিন সেন্টার । তবে, এতদিন সেখানে কাউকে রাখা হয়নি । গতরাতে বাসে করে ভিনরাজ্য থেকে কিছু শ্রমিককে নিয়ে এসে রাখা হয় সেখানে । সেই খবর জানা মাত্রই কোয়ারানটিন সেন্টার অন্যত্র সরানোর দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা । নিজেদের দাবি পূরণে আজ জেলা প্রশাসনের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন স্থানীয়রা ।
স্থানীয়দের বক্তব্য, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন জনবসতিপূর্ণ এলাকায় কোনওভাবেই কোয়ারানটিন সেন্টার খোলা যাবে না । তাহলে এই পৌর হাসপাতালে কেন কোয়ারানটিন সেন্টার খোলা হল ?
গতরাতেই সমস্ত বিষয়টি মেলে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে-কে জানান BJP-র যুব মোর্চার জেলা সভাপতি অভিষেক সেনগুপ্ত ।
যদিও এই বিষয়ে প্রশাসন বা স্বাস্থ্য বিভাগের তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি ।