ETV Bharat / state

বালুরঘাটে পথচলতি মানুষের হাতে স্যানিটাইজার তুলে দিচ্ছেন বিধায়ক - corona virus news

আজ পথচলতি মানুষের হাতে স্যানিটাইজা়র তুলে দিলেন বালুরঘাটের বিধায়ক বিশ্বনাথ চৌধুরি । উপস্থিত ছিলেন বিপ্লবী যুব ফ্রন্টের সম্পাদক সরোজ কুণ্ডু, পৌরসভার বিদায়ি কাউন্সিলর প্রলয় ঘোষ-সহ অন্যরা ।

ছবি
ছবি
author img

By

Published : Mar 23, 2020, 1:35 PM IST

Updated : Mar 23, 2020, 5:31 PM IST

বালুরঘাট, 23 মার্চ : কোরোনা সচেতনতায় পথচলতি মানুষের হাতে স্যানিটাইজার তুলে দিলেন বালুরঘাটের বিধায়ক বিশ্বনাথ চৌধুরি । ইতিমধ্যেই বাজারগুলিতে হ্যান্ড স্যানিটাইজ়ার ও মাস্কের অভাব দেখা দিয়েছে । কোথাও বা মাস্ক নিতে লম্বা লাইন মানুষজনের । এই পরিস্থিতিতে আজ সকালে বালুরঘাট পৌরসভার সামনে পথচলতি মানুষদের মধ্যে স্যানিটাইজ়ার বিলি করা হয় ।

কোরোনা মোকাবিলায় একাধিক রাজ্য লকডাউন । কোথাও বা 144 ধারা জারি করা হয়েছে । আগামী 31 মার্চ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে দেশের সব রেল ও মেট্রো পরিষেবা । লকডাউন বালুরঘাট শহরও । এদিকে কোরোনা আতঙ্কের জেরে বালুরঘাট শহরে মিলছে না হ্যান্ড স্যানিটাইজ়ার । এই অবস্থায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক দলগুলি হ্যান্ড স্যানিটাইজা়র তৈরি করে তা পথচলতি মানুষের হাতে তুলে দিচ্ছেন । আজ বালুরঘাট পৌরসভার সামনে বালুরঘাটের বিধায়ক বিশ্বনাথ চৌধুরি পথচলতি মানুষদের হ্যান্ড স্যানিটাইজার তুলে দেন । তবে, শুধুমাত্র বিধায়ক নয় RSP-তরফেও বিগত কয়েকদিন ধরে বালুরঘাট শহরের নানা এলাকায় হ্যান্ড স্যানিটাইজ়ার বিলি করা হচ্ছে । এদিনের কর্মসূচিতে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন বিপ্লবী যুব ফ্রন্টের সম্পাদক সরোজ কুণ্ডু, পৌরসভার বিদায়ি কাউন্সিলর প্রলয় ঘোষ-সহ অন্যরা ।

স্যানিটাইজার তুলে দিচ্ছেন বালুরঘাটের বিধায়ক বিশ্বনাথ চৌধুরি

এবিষয়ে বিধায়ক বিশ্বনাথ চৌধুরি বলেন, "কোরোনা ভাইরাস রুখতে সাধারণ মানুষকে আরও বেশি সচেতন হতে হবে । এই বিষয়ে স্বাস্থ্য কর্মী ও জেলা প্রশাসন যা বলছে, তা মেনে চলা উচিত সাধারণ মানুষদের । সাধারণ মানুষ যত সচেতন হলে এই রোগের সংক্রমণ আটকানো সম্ভব হবে । তবে, কোরোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই ।"

বালুরঘাট, 23 মার্চ : কোরোনা সচেতনতায় পথচলতি মানুষের হাতে স্যানিটাইজার তুলে দিলেন বালুরঘাটের বিধায়ক বিশ্বনাথ চৌধুরি । ইতিমধ্যেই বাজারগুলিতে হ্যান্ড স্যানিটাইজ়ার ও মাস্কের অভাব দেখা দিয়েছে । কোথাও বা মাস্ক নিতে লম্বা লাইন মানুষজনের । এই পরিস্থিতিতে আজ সকালে বালুরঘাট পৌরসভার সামনে পথচলতি মানুষদের মধ্যে স্যানিটাইজ়ার বিলি করা হয় ।

কোরোনা মোকাবিলায় একাধিক রাজ্য লকডাউন । কোথাও বা 144 ধারা জারি করা হয়েছে । আগামী 31 মার্চ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে দেশের সব রেল ও মেট্রো পরিষেবা । লকডাউন বালুরঘাট শহরও । এদিকে কোরোনা আতঙ্কের জেরে বালুরঘাট শহরে মিলছে না হ্যান্ড স্যানিটাইজ়ার । এই অবস্থায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক দলগুলি হ্যান্ড স্যানিটাইজা়র তৈরি করে তা পথচলতি মানুষের হাতে তুলে দিচ্ছেন । আজ বালুরঘাট পৌরসভার সামনে বালুরঘাটের বিধায়ক বিশ্বনাথ চৌধুরি পথচলতি মানুষদের হ্যান্ড স্যানিটাইজার তুলে দেন । তবে, শুধুমাত্র বিধায়ক নয় RSP-তরফেও বিগত কয়েকদিন ধরে বালুরঘাট শহরের নানা এলাকায় হ্যান্ড স্যানিটাইজ়ার বিলি করা হচ্ছে । এদিনের কর্মসূচিতে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন বিপ্লবী যুব ফ্রন্টের সম্পাদক সরোজ কুণ্ডু, পৌরসভার বিদায়ি কাউন্সিলর প্রলয় ঘোষ-সহ অন্যরা ।

স্যানিটাইজার তুলে দিচ্ছেন বালুরঘাটের বিধায়ক বিশ্বনাথ চৌধুরি

এবিষয়ে বিধায়ক বিশ্বনাথ চৌধুরি বলেন, "কোরোনা ভাইরাস রুখতে সাধারণ মানুষকে আরও বেশি সচেতন হতে হবে । এই বিষয়ে স্বাস্থ্য কর্মী ও জেলা প্রশাসন যা বলছে, তা মেনে চলা উচিত সাধারণ মানুষদের । সাধারণ মানুষ যত সচেতন হলে এই রোগের সংক্রমণ আটকানো সম্ভব হবে । তবে, কোরোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই ।"

Last Updated : Mar 23, 2020, 5:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.