ETV Bharat / state

বালুরঘাটে পুলিশ-প্রশাসনের কর্মীদের হাতে মাস্ক ও স্যানিটাইজ়ার তুলে দিল স্থানীয় ব্যাঙ্ক - মাস্ক ও স্যানিটাইজ়ার তুলে দিল ব্যাঙ্ক

আজ জেলা প্রশাসনিক ভবন ও জেলা পুলিশের অফিসে গিয়ে মোট 100টি মাস্ক ও স্যানিটাইজ়ার তুলে দেয় ব্যাঙ্কের লোকজন ।

ছবি
ছবি
author img

By

Published : May 20, 2020, 10:59 PM IST

বালুরঘাট, 20 মে : কোরানা মোকাবিলায় প্রথম সারিতে দাঁড়িয়ে নিরন্তর কাজ করে চলেছেন পুলিশ ও জেলা প্রশাসনের কর্মীরা । এবার তাঁদের লড়াইয়ে পাশে দাঁড়াল স্থানীয় ব্যাঙ্ক কর্তৃপক্ষ। আজ দুপুরে অতিরিক্ত জেলা শাসক এবং পুলিশ সুপারের হাতে মাস্ক ও স্যানিটাইজ়ার তুলে দেন ব্যাঙ্কের আধিকারিকরা।

কোরোনায় কাঁপছে বিশ্ব। দেশে আক্রান্তের সংখ্যা 1 লাখ পেরিয়েছে । দিন দিন বাড়ছে মৃতের সংখ্যা । এই পরিস্থিতিতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি সামনের সারিতে দাঁড়িয়ে দিনরাত লড়ছে পুলিশ কর্মীরা । এবার তাঁদের সুরক্ষায় এগিয়ে এল স্থানীয় ব্যাঙ্ক কর্তৃপক্ষ। আজ দুপুরে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনে গিয়ে 50টি মাস্ক ও স্যানিটাইজ়ার তুলে দেওয়া হয় । পরে জেলা পুলিশ অফিসে গিয়ে পুলিশ সুপার দেবর্ষি দত্তের হাতেও 50টি মাস্ক ও স্যানিটাইজার তুলে দেন ব্যাঙ্ক কর্মীরা। ব্যাঙ্কের তরফে জানানো হয়, পরবর্তী সময়ে বালুরঘাট থানা, পুলিশ লাইন, ফাঁড়ি সহ জেলার সব থানায় গিয়ে পুলিশ কর্মীদের হাতে এই মাস্ক ও স্যানিটাইজার তুলে দেওয়া হবে । এবিষয়ে ব্যাঙ্কের এক আধিকারিক মোস্তফা আলি বলেন, "কোরোনা মোকাবিলায় স্বাস্থ্য কর্মীদের পাশাপাশি পুলিশ ও প্রশাসনের কর্মীরাও জরুরি পরিষেবা দিয়ে চলেছেন। তাই তাঁদের সুরক্ষার কথা মাথায় রেখে আমেদের ব্যাঙ্কের তরফে আজ এই উদ্যোগ নেওয়া হয়েছে ।"

ব্যাঙ্কের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত।

বালুরঘাট, 20 মে : কোরানা মোকাবিলায় প্রথম সারিতে দাঁড়িয়ে নিরন্তর কাজ করে চলেছেন পুলিশ ও জেলা প্রশাসনের কর্মীরা । এবার তাঁদের লড়াইয়ে পাশে দাঁড়াল স্থানীয় ব্যাঙ্ক কর্তৃপক্ষ। আজ দুপুরে অতিরিক্ত জেলা শাসক এবং পুলিশ সুপারের হাতে মাস্ক ও স্যানিটাইজ়ার তুলে দেন ব্যাঙ্কের আধিকারিকরা।

কোরোনায় কাঁপছে বিশ্ব। দেশে আক্রান্তের সংখ্যা 1 লাখ পেরিয়েছে । দিন দিন বাড়ছে মৃতের সংখ্যা । এই পরিস্থিতিতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি সামনের সারিতে দাঁড়িয়ে দিনরাত লড়ছে পুলিশ কর্মীরা । এবার তাঁদের সুরক্ষায় এগিয়ে এল স্থানীয় ব্যাঙ্ক কর্তৃপক্ষ। আজ দুপুরে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনে গিয়ে 50টি মাস্ক ও স্যানিটাইজ়ার তুলে দেওয়া হয় । পরে জেলা পুলিশ অফিসে গিয়ে পুলিশ সুপার দেবর্ষি দত্তের হাতেও 50টি মাস্ক ও স্যানিটাইজার তুলে দেন ব্যাঙ্ক কর্মীরা। ব্যাঙ্কের তরফে জানানো হয়, পরবর্তী সময়ে বালুরঘাট থানা, পুলিশ লাইন, ফাঁড়ি সহ জেলার সব থানায় গিয়ে পুলিশ কর্মীদের হাতে এই মাস্ক ও স্যানিটাইজার তুলে দেওয়া হবে । এবিষয়ে ব্যাঙ্কের এক আধিকারিক মোস্তফা আলি বলেন, "কোরোনা মোকাবিলায় স্বাস্থ্য কর্মীদের পাশাপাশি পুলিশ ও প্রশাসনের কর্মীরাও জরুরি পরিষেবা দিয়ে চলেছেন। তাই তাঁদের সুরক্ষার কথা মাথায় রেখে আমেদের ব্যাঙ্কের তরফে আজ এই উদ্যোগ নেওয়া হয়েছে ।"

ব্যাঙ্কের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.