ETV Bharat / state

তপনে মাথায় তাল পড়ে মৃত্যু বৃদ্ধার - Tapan Police Station

বৃদ্ধা মাঠে বাঁধা গোরু আনতে গেছিলেন । সেই সময় রাস্তার পাশে থাকা তাল গাছ থেকে মাথায় তাল পড়ে ৷

South Dinajpur news
ছবি
author img

By

Published : Oct 1, 2020, 10:18 PM IST

তপন, 1 অক্টোবর : মাঠ থেকে গোরু আনতে গিয়ে মাথায় তাল পড়ে মৃত্যু হল ষাটোর্ধ্ব এক বৃদ্ধার । বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে তপন থানার মদনপুর এলাকায় । মৃত বৃদ্ধার নাম নূরজাহান বেওয়া (70) । পেশায় পরিচারিকা । বাড়ি তপন থানার মদনপুরে । বৃহস্পতিবার গুরুতর জখম অবস্থায় ওই বৃদ্ধাকে বালুরঘাট জেলা হাসপাতালে ভরতি করা হয় । ভরতি করার ঘণ্টা দুয়েক পরে তিনি মারা যান । পড়ে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয় ।

আজ সকালে ওই বৃদ্ধা মাঠে বাঁধা গোরু আনতে গেছিলেন । সেই সময় রাস্তার পাশে থাকা তাল গাছ থেকে মাথায় তাল পড়ে ৷ ঘটনায় গুরুতর জখম হন তিনি । বিষয়টি প্রতিবেশীদের নজরে আসতেই তড়িঘড়ি ওই বৃদ্ধাকে বালুরঘাট জেলা হাসপাতালে ভরতি করা হয় । হাসপাতালে চিকিৎসা চলাকালীন ওই বৃদ্ধা মারা যায় ৷

মাথায় তাল পড়ে মৃত্যু নূরজাহান বেওয়ার

এবিষয়ে মৃতার আত্মীয় মোফাজ্জল মণ্ডল জানান, "আজ সকালে গোরু আনতে গেছিলেন । রাস্তার পাশে থাকা গাছ থেকে পাকা তাল তাঁর মাথায় পরে। বিষয়টি জানতে পেরেই তাঁকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় । পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। "

তপন, 1 অক্টোবর : মাঠ থেকে গোরু আনতে গিয়ে মাথায় তাল পড়ে মৃত্যু হল ষাটোর্ধ্ব এক বৃদ্ধার । বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে তপন থানার মদনপুর এলাকায় । মৃত বৃদ্ধার নাম নূরজাহান বেওয়া (70) । পেশায় পরিচারিকা । বাড়ি তপন থানার মদনপুরে । বৃহস্পতিবার গুরুতর জখম অবস্থায় ওই বৃদ্ধাকে বালুরঘাট জেলা হাসপাতালে ভরতি করা হয় । ভরতি করার ঘণ্টা দুয়েক পরে তিনি মারা যান । পড়ে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয় ।

আজ সকালে ওই বৃদ্ধা মাঠে বাঁধা গোরু আনতে গেছিলেন । সেই সময় রাস্তার পাশে থাকা তাল গাছ থেকে মাথায় তাল পড়ে ৷ ঘটনায় গুরুতর জখম হন তিনি । বিষয়টি প্রতিবেশীদের নজরে আসতেই তড়িঘড়ি ওই বৃদ্ধাকে বালুরঘাট জেলা হাসপাতালে ভরতি করা হয় । হাসপাতালে চিকিৎসা চলাকালীন ওই বৃদ্ধা মারা যায় ৷

মাথায় তাল পড়ে মৃত্যু নূরজাহান বেওয়ার

এবিষয়ে মৃতার আত্মীয় মোফাজ্জল মণ্ডল জানান, "আজ সকালে গোরু আনতে গেছিলেন । রাস্তার পাশে থাকা গাছ থেকে পাকা তাল তাঁর মাথায় পরে। বিষয়টি জানতে পেরেই তাঁকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় । পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.