গঙ্গারামপুর, 17 নভেম্বর : নাগরিকপঞ্জির বিরোধিতা করে পথে নেমেছে যুক্ত মঞ্চ । রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, প্রতিটি মানুষকে সচেতন করতে দার্জিলিং থেকে শুরু করে কলকাতা পর্যন্ত পথযাত্রা করছে তারা । যুক্ত মঞ্চে যোগ দিয়েছেন বাম নেতা কানহাইয়া কুমার । দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর রবীন্দ্রভবনে আজ নাগরিকপঞ্জি বিরোধী যুক্ত মঞ্চের পক্ষ থেকে একটি সমাবেশের আয়োজন করা হয় । সেখানেই কানহাইয়া BJP-কে কটাক্ষ করে বলেন, "আমার মনে হয় মাউন্টেন ডিউ-র বিজ্ঞাপনকে ভাজপা একটু বেশিই গুরুত্ব দিয়ে ফেলেছে । আরে ডর কে আগে জিত না ডর কে আগে গুলামি হয় । সেটা মানুষকে বুঝতে হবে ।"
NRC বিরোধী মঞ্চে মানুষকে NRC-র বিভিন্ন দিক সম্পর্কে বোঝানো হয় । অসম বা এরাজ্যে নয়, দেশের বাকি রাজ্যগুলিতেও NRC-র নামে মানুষকে ভয় দেখিয়ে রাখা হচ্ছে বলে অভিযোগ তুলছে তারা । এবিষয়ে কানহাইয়া বলেন, "অপরাধীদের ধরবে, এমন সব কথা বলে সাধারণ মানুষকে বিচলিত করা হচ্ছে । প্রয়োজনীয় জিনিস, দাবি দাওয়া থেকে মানুষ সরে যাচ্ছে । আমাদের কাজ মানুষকে সেগুলো বোঝানো ও ভয় না পেয়ে সোজাসুজি বলতে শেখানো । দেশের এমন অবস্থায়ও নামী বিশ্ববিদ্যালয়গুলিকে দেখুন, কীভাবে তারা নিজেদের দাবি দাওয়া মেটাতে লড়াই করছে । NRC নিয়ে ভয়টা কোনও একটা সম্প্রদায়ের মধ্যে আছে এমন নয় । সবার মধ্যে আছে । লোকে ছুটছে 1940, 50-এর সময়কার নথি খুঁজতে । যার কাছে থাকার জায়গাই নেই সে নথি কীভাবে সংরক্ষণ করে রাখবে । দেশে যখন 70 কোটি লোকের কাছে এমন নথি নেই তাহলে NRC চালু হবে কীভাবে? NRC-র উদ্দেশ্য সকলকে দুশ্চিন্তায় ফেলা । যে মুসলিম হোক বা হিন্দু হোক । NRC বিরোধী এই যৌথ মঞ্চ করার একটাই উদ্দেশ্য, এই NRC নিয়ে ভয়টা শুধু বাংলা বা অসমের নয় । এটা দেশের যেকোনও জায়গায় হতে পারে । যে কোনও রাজ্যে হতে পারে । সেটা যাতে না হয় ।"
আজ সমাবেশে কানহাইয়া কুমার ছাড়াও যুক্ত মঞ্চের পক্ষ থেকে প্রসেনজিৎ বসু, অনিমেষ সাহা, অশেষ সরকার ও প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার মুখার্জি সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন ৷ NRC বিরোধী এই যাত্রা শুরু হয়েছে 15 নভেম্বর । কাকদ্বীপ- বকখালি হয়ে 8 ডিসেম্বর কলকাতায় মহাসমাবেশ অনুষ্ঠিত হয়ে শেষ হবে যাত্রা ।