ETV Bharat / state

ডর কে আগে জিত নেহি গুলামি হ্যায়, BJP-কে কটাক্ষ কানহাইয়ার

NRC বিরোধী মঞ্চে মানুষকে NRC-র বিভিন্ন দিক সম্পর্কে বোঝাতে তৎপর যুক্ত মঞ্চ । রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, মানুষকে সচেতন করতে দার্জিলিং থেকে শুরু করে কলকাতা পর্যন্ত পথযাত্রা করছে তারা । সেখানেই আজ BJP-কে কটাক্ষ করে কানহাইয়া একটি বিজ্ঞাপনের উদাহরণ টেনে আনেন ।

কানহাইয়া কুমার
author img

By

Published : Nov 17, 2019, 9:51 PM IST

গঙ্গারামপুর, 17 নভেম্বর : নাগরিকপঞ্জির বিরোধিতা করে পথে নেমেছে যুক্ত মঞ্চ । রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, প্রতিটি মানুষকে সচেতন করতে দার্জিলিং থেকে শুরু করে কলকাতা পর্যন্ত পথযাত্রা করছে তারা । যুক্ত মঞ্চে যোগ দিয়েছেন বাম নেতা কানহাইয়া কুমার । দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর রবীন্দ্রভবনে আজ নাগরিকপঞ্জি বিরোধী যুক্ত মঞ্চের পক্ষ থেকে একটি সমাবেশের আয়োজন করা হয় । সেখানেই কানহাইয়া BJP-কে কটাক্ষ করে বলেন, "আমার মনে হয় মাউন্টেন ডিউ-র বিজ্ঞাপনকে ভাজপা একটু বেশিই গুরুত্ব দিয়ে ফেলেছে । আরে ডর কে আগে জিত না ডর কে আগে গুলামি হয় । সেটা মানুষকে বুঝতে হবে ।"

NRC বিরোধী মঞ্চে মানুষকে NRC-র বিভিন্ন দিক সম্পর্কে বোঝানো হয় । অসম বা এরাজ্যে নয়, দেশের বাকি রাজ্যগুলিতেও NRC-র নামে মানুষকে ভয় দেখিয়ে রাখা হচ্ছে বলে অভিযোগ তুলছে তারা । এবিষয়ে কানহাইয়া বলেন, "অপরাধীদের ধরবে, এমন সব কথা বলে সাধারণ মানুষকে বিচলিত করা হচ্ছে । প্রয়োজনীয় জিনিস, দাবি দাওয়া থেকে মানুষ সরে যাচ্ছে । আমাদের কাজ মানুষকে সেগুলো বোঝানো ও ভয় না পেয়ে সোজাসুজি বলতে শেখানো । দেশের এমন অবস্থায়ও নামী বিশ্ববিদ্যালয়গুলিকে দেখুন, কীভাবে তারা নিজেদের দাবি দাওয়া মেটাতে লড়াই করছে । NRC নিয়ে ভয়টা কোনও একটা সম্প্রদায়ের মধ্যে আছে এমন নয় । সবার মধ্যে আছে । লোকে ছুটছে 1940, 50-এর সময়কার নথি খুঁজতে । যার কাছে থাকার জায়গাই নেই সে নথি কীভাবে সংরক্ষণ করে রাখবে । দেশে যখন 70 কোটি লোকের কাছে এমন নথি নেই তাহলে NRC চালু হবে কীভাবে? NRC-র উদ্দেশ্য সকলকে দুশ্চিন্তায় ফেলা । যে মুসলিম হোক বা হিন্দু হোক । NRC বিরোধী এই যৌথ মঞ্চ করার একটাই উদ্দেশ্য, এই NRC নিয়ে ভয়টা শুধু বাংলা বা অসমের নয় । এটা দেশের যেকোনও জায়গায় হতে পারে । যে কোনও রাজ্যে হতে পারে । সেটা যাতে না হয় ।"

kanhaiya at Balurghat
NRC বিরোধী মঞ্চে বক্তব্য় রাখছেন বাম নেতা কানহাইয়া কুমার

আজ সমাবেশে কানহাইয়া কুমার ছাড়াও যুক্ত মঞ্চের পক্ষ থেকে প্রসেনজিৎ বসু, অনিমেষ সাহা, অশেষ সরকার ও প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার মুখার্জি সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন ৷ NRC বিরোধী এই যাত্রা শুরু হয়েছে 15 নভেম্বর । কাকদ্বীপ- বকখালি হয়ে 8 ডিসেম্বর কলকাতায় মহাসমাবেশ অনুষ্ঠিত হয়ে শেষ হবে যাত্রা ।

দেখুন ভিডিয়ো...

গঙ্গারামপুর, 17 নভেম্বর : নাগরিকপঞ্জির বিরোধিতা করে পথে নেমেছে যুক্ত মঞ্চ । রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, প্রতিটি মানুষকে সচেতন করতে দার্জিলিং থেকে শুরু করে কলকাতা পর্যন্ত পথযাত্রা করছে তারা । যুক্ত মঞ্চে যোগ দিয়েছেন বাম নেতা কানহাইয়া কুমার । দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর রবীন্দ্রভবনে আজ নাগরিকপঞ্জি বিরোধী যুক্ত মঞ্চের পক্ষ থেকে একটি সমাবেশের আয়োজন করা হয় । সেখানেই কানহাইয়া BJP-কে কটাক্ষ করে বলেন, "আমার মনে হয় মাউন্টেন ডিউ-র বিজ্ঞাপনকে ভাজপা একটু বেশিই গুরুত্ব দিয়ে ফেলেছে । আরে ডর কে আগে জিত না ডর কে আগে গুলামি হয় । সেটা মানুষকে বুঝতে হবে ।"

NRC বিরোধী মঞ্চে মানুষকে NRC-র বিভিন্ন দিক সম্পর্কে বোঝানো হয় । অসম বা এরাজ্যে নয়, দেশের বাকি রাজ্যগুলিতেও NRC-র নামে মানুষকে ভয় দেখিয়ে রাখা হচ্ছে বলে অভিযোগ তুলছে তারা । এবিষয়ে কানহাইয়া বলেন, "অপরাধীদের ধরবে, এমন সব কথা বলে সাধারণ মানুষকে বিচলিত করা হচ্ছে । প্রয়োজনীয় জিনিস, দাবি দাওয়া থেকে মানুষ সরে যাচ্ছে । আমাদের কাজ মানুষকে সেগুলো বোঝানো ও ভয় না পেয়ে সোজাসুজি বলতে শেখানো । দেশের এমন অবস্থায়ও নামী বিশ্ববিদ্যালয়গুলিকে দেখুন, কীভাবে তারা নিজেদের দাবি দাওয়া মেটাতে লড়াই করছে । NRC নিয়ে ভয়টা কোনও একটা সম্প্রদায়ের মধ্যে আছে এমন নয় । সবার মধ্যে আছে । লোকে ছুটছে 1940, 50-এর সময়কার নথি খুঁজতে । যার কাছে থাকার জায়গাই নেই সে নথি কীভাবে সংরক্ষণ করে রাখবে । দেশে যখন 70 কোটি লোকের কাছে এমন নথি নেই তাহলে NRC চালু হবে কীভাবে? NRC-র উদ্দেশ্য সকলকে দুশ্চিন্তায় ফেলা । যে মুসলিম হোক বা হিন্দু হোক । NRC বিরোধী এই যৌথ মঞ্চ করার একটাই উদ্দেশ্য, এই NRC নিয়ে ভয়টা শুধু বাংলা বা অসমের নয় । এটা দেশের যেকোনও জায়গায় হতে পারে । যে কোনও রাজ্যে হতে পারে । সেটা যাতে না হয় ।"

kanhaiya at Balurghat
NRC বিরোধী মঞ্চে বক্তব্য় রাখছেন বাম নেতা কানহাইয়া কুমার

আজ সমাবেশে কানহাইয়া কুমার ছাড়াও যুক্ত মঞ্চের পক্ষ থেকে প্রসেনজিৎ বসু, অনিমেষ সাহা, অশেষ সরকার ও প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার মুখার্জি সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন ৷ NRC বিরোধী এই যাত্রা শুরু হয়েছে 15 নভেম্বর । কাকদ্বীপ- বকখালি হয়ে 8 ডিসেম্বর কলকাতায় মহাসমাবেশ অনুষ্ঠিত হয়ে শেষ হবে যাত্রা ।

দেখুন ভিডিয়ো...
Intro:ডর কে আগে জিত নেহি গুলামি হ্যায়, গঙ্গারামপুরে এনআরসি'র প্রতিবাদে কেন্দ্রকে কটাক্ষ করলেন কানাইয়া কুমার।।

গঙ্গারামপুর, ১৭ নভেম্বর: কেন্দ্রের বিজেপি সরকার মনে করেন ডর কে আগে জিত হ্যায়। কিন্তু ওরা জানেনা ডর কে আগে গোলামে হ্যায়। ভয় দেখিয়ে কোনদিন জয়ী হওয়া যায় না। ভারত একটি স্বাধীন দেশ। আর এই দেশের মানুষদের সকলেরই বসবাস করার সমান অধিকার রয়েছে। নিজের দেশের মানুষদেরই নিজ দেশেই শরণার্থী বানিয়ে দেবেন। এটা শোনা কথা নয়, ইতিমধ্যে শরণার্থী শিবির তৈরীর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কিন্তু সরকারের কাছে রাস্তা, হাসপাতাল, স্কুল ও কলেজ তৈরীর জন্য টাকা নেই। অথচ শরণার্থী শিবির তৈরি করার টাকা রয়েছে। সরকারের যে নীতি রয়েছে তা হিংসার নীতি। আমরা চাই না এদেশে হিংসার কোন রাজনীতি হোক। রবিবার দুপুরে এনআরসির বিরোধিতায় গঙ্গারামপুরের নাগরিকপঞ্জি বিরোধী যুক্ত মঞ্চের সভায় থেকে এসে এমনটাই মন্তব্য করলেন বিতর্কিত বামপন্থী ছাত্রনেতা কানাইয়া কুমার। এদিন গঙ্গারামপুরের রবীন্দ্রভবনে নাগরিকপঞ্জি বিরোধী যুক্ত মঞ্চের পক্ষ থেকে একটি সমাবেশের আয়োজন করা হয়। এদিনের সমাবেশে কানাইয়া কুমার ছাড়াও ছিলেন, যুক্ত মঞ্চের পক্ষ থেকে প্রসেনজিৎ বসু, অনিমেষ সাহা, অশেষ সরকার ও প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার মুখার্জি সহ অন্যান্য নেতৃত্বরা হাজির ছিলেন।

প্রসঙ্গত, উদ্বাস্তু, সংখ্যালঘু, দলিত, আদিবাসী ও সাধারণ মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চক্রান্ত রুখতে পাহাড় থেকে সাগর এনআরসির যাত্রা শুরু হয়েছে। গত ১৫ নভেম্বর থেকে নাগরিকপঞ্জি বিরোধী মঞ্চের পক্ষ থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছে। দার্জিলিং থেকে কাকদ্বীপ বকখালি ৮ ডিসেম্বর কলকাতায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। তার আগে পাহাড় থেকে এই সমাবেশ শুরু হয়েছে। এনআরসির বিরোধিতায় টানা ২৩ দিন ধরে এই অনুষ্ঠান চলবে রাজ্যে। এদিন এই কর্মসূচির অনুষ্ঠানটি হয় গঙ্গারামপুর রবীন্দ্রভবনে।

এদিনের এদিনের সভায় থেকে কানাইয়া কুমার আরো বলেন, মানুষ যদি একবার রাস্তায় নেমে আসে তাহলে সরকারকে মাথা নিচু করতে হয়। চারিদিকে যখন নিরাশার আবহ তৈরি করা হচ্ছে তখন দেশের বিভিন্ন ইউনিভার্সিটি গুলোর দিকে নজর রাখলে বুঝতে পারবেন, সেখানে ছাত্ররা কিভাবে নিজেদের দাবি-দাওয়া তুলে ধরেন এবং সরকারকে তা মানতে মাথা নত করান। সারা দেশের মানুষ যদি একজোট হয়ে যায় তাহলে এনআরসি লাগু কোন হবে করতে পারবে না সরকার। নোট বন্দির নামে যে রকম সাধারণ মানুষকে হয়রানি করা হয়েছিল, তেমনি এনআরসির নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে বলে কানাইয়া কুমার কেন্দ্র সরকারকে কটাক্ষ করেন।


Body:Gangarampur


Conclusion:Gangarampur
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.