ETV Bharat / state

টানতে গিয়ে ছিঁড়েই গেল মাধ্যমিকের খাতা ! - madhyamik exam

পরীক্ষার্থীর খাতা টান মেরে নিতে গিয়ে পুরো ছিঁড়ে ফেলল স্কুলের পরিক্ষক, স্কুলে বিক্ষোভ অন্যান্য মাধ্যমিক পরীক্ষার্থী ও অভিভাবকদের।

পরীক্ষার খাতা ছিঁড়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েছেন সুপ্রীতি সরকার
author img

By

Published : Feb 18, 2019, 10:01 PM IST

Updated : Feb 18, 2019, 10:09 PM IST

বালুরঘাট, ১৮ ফেব্রুয়ারি : মাধ্যমিক পরীক্ষার্থীর খাতা নিতে গিয়ে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল ইনভিজ়িলেটরের বিরুদ্ধে। ঘটনাটি বালুরঘাট খাদিমপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের। বিষয়টি জানাজানি হতেই স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন অন্য পরীক্ষার্থী ও অভিভাবকরা। বালুরঘাট থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

madhyamik exam
স্কুলের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবক ও পরীক্ষার্থীরা
undefined

বালুরঘাট খাদিমপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে পরীক্ষা দিতে গেছিল বালুরঘাট গার্লস স্কুলের ছাত্রী সুপ্রীতি সরকার। নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার পর খাতা সংগ্রহ করতে শুরু করেন ইনভিজ়িলেটর প্রমিলা সরকার। কিন্তু তখনও লিখছিল ওই পরীক্ষার্থী। অভিযোগ, তা দেখতে পেয়ে ওই পরীক্ষার্থীর থেকে টান মেরে খাতা নিয়ে নেন প্রমিলা। সেইসময় মাঝখান থেকে ছিঁড়ে যায় সুপ্রীতির খাতা। ঘটনায় স্কুলে প্রতিবাদ শুরু করে অন্যান্য পরীক্ষার্থীরা। বিষয়টি অভিভাবকরা জানতে পারলে স্কুলের সামনে তাঁরাও বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় DSP হেড কোয়ার্টার ধীমান মিত্রসহ বালুরঘাট থানার পুলিশ। পরীক্ষাকেন্দ্রে পৌঁছান মাধ্যমিক পরীক্ষার বালুরঘাট প্রধান কেন্দ্রের ইনচার্জ নারায়ণ কুণ্ডু। তিনি ওই পরীক্ষার্থী ও স্কুলের প্রধান শিক্ষিকার সঙ্গে কথা বলে জানান, বিষয়টি সংশ্লিষ্ট বিভাগে জানানো হবে।

এবিষয়ে সুপ্রীতি বলে, "ঘণ্টা পড়ে যাওয়ার পর শেষ একটি অক্ষর লিখছিলাম। সেইসময় আচমকা খাতা টেনে নেন ম্যাম। আমার খাতা ৯০ ভাগ ছিঁড়ে গেছে।"

বালুরঘাট খাদিমপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমা সরকার বলেন, "ইচ্ছাকৃতভাবে এরকম করা হয়নি। সময় শেষ হওয়ার পরেও ছাত্রী লিখছিল। তখন খাতাটি নিতে গিয়ে ছিঁড়ে যায়। খাতাটি মেরামত করে মূল্যায়নের জন্য পাঠানো হবে। এই ব্যাপারে বোর্ডের সঙ্গে কথা বলেছেন প্রধান কেন্দ্রের ইনচার্জ। খাতাটি যাতে মূল্যায়ন করা হয় তার ব্যবস্থা করা হচ্ছে।"

undefined

বালুরঘাট, ১৮ ফেব্রুয়ারি : মাধ্যমিক পরীক্ষার্থীর খাতা নিতে গিয়ে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল ইনভিজ়িলেটরের বিরুদ্ধে। ঘটনাটি বালুরঘাট খাদিমপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের। বিষয়টি জানাজানি হতেই স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন অন্য পরীক্ষার্থী ও অভিভাবকরা। বালুরঘাট থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

madhyamik exam
স্কুলের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবক ও পরীক্ষার্থীরা
undefined

বালুরঘাট খাদিমপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে পরীক্ষা দিতে গেছিল বালুরঘাট গার্লস স্কুলের ছাত্রী সুপ্রীতি সরকার। নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার পর খাতা সংগ্রহ করতে শুরু করেন ইনভিজ়িলেটর প্রমিলা সরকার। কিন্তু তখনও লিখছিল ওই পরীক্ষার্থী। অভিযোগ, তা দেখতে পেয়ে ওই পরীক্ষার্থীর থেকে টান মেরে খাতা নিয়ে নেন প্রমিলা। সেইসময় মাঝখান থেকে ছিঁড়ে যায় সুপ্রীতির খাতা। ঘটনায় স্কুলে প্রতিবাদ শুরু করে অন্যান্য পরীক্ষার্থীরা। বিষয়টি অভিভাবকরা জানতে পারলে স্কুলের সামনে তাঁরাও বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় DSP হেড কোয়ার্টার ধীমান মিত্রসহ বালুরঘাট থানার পুলিশ। পরীক্ষাকেন্দ্রে পৌঁছান মাধ্যমিক পরীক্ষার বালুরঘাট প্রধান কেন্দ্রের ইনচার্জ নারায়ণ কুণ্ডু। তিনি ওই পরীক্ষার্থী ও স্কুলের প্রধান শিক্ষিকার সঙ্গে কথা বলে জানান, বিষয়টি সংশ্লিষ্ট বিভাগে জানানো হবে।

এবিষয়ে সুপ্রীতি বলে, "ঘণ্টা পড়ে যাওয়ার পর শেষ একটি অক্ষর লিখছিলাম। সেইসময় আচমকা খাতা টেনে নেন ম্যাম। আমার খাতা ৯০ ভাগ ছিঁড়ে গেছে।"

বালুরঘাট খাদিমপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমা সরকার বলেন, "ইচ্ছাকৃতভাবে এরকম করা হয়নি। সময় শেষ হওয়ার পরেও ছাত্রী লিখছিল। তখন খাতাটি নিতে গিয়ে ছিঁড়ে যায়। খাতাটি মেরামত করে মূল্যায়নের জন্য পাঠানো হবে। এই ব্যাপারে বোর্ডের সঙ্গে কথা বলেছেন প্রধান কেন্দ্রের ইনচার্জ। খাতাটি যাতে মূল্যায়ন করা হয় তার ব্যবস্থা করা হচ্ছে।"

undefined
Intro:পরীক্ষার্থীর খাতা টান মেরে নিতে গিয়ে পুরো ছিঁড়ে ফেলল স্কুলের পরিক্ষক, স্কুলে বিক্ষোভ অন্যান্য মাধ্যমিক পরীক্ষার্থী ও অভিভাবকদের।।
বালুরঘাট, ১৮ ফেব্রুয়ারি: পরীক্ষা শেষে এক পরীক্ষার্থীর খাতা টান মেরে নিতে গিয়ে পুরো ছিঁড়ে ফেলল স্কুলের পরিক্ষক বা শিক্ষিকা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল বালুরঘাট খাদিমপুর গার্লস হাইস্কুল চত্বরে। এদিকে ঘটনার প্রতিবাএ ওই পরিক্ষক বা শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ অন্যান্য পরীক্ষার্থী ও অভিভাবকদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানা বিশাল পুলিশ বাহিনী। ছেঁড়া খাতাটি আঁঠা দিয়ে যুক্ত করে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে দাবী করেছেন স্কুলের প্রধান শিক্ষিকার।
জানা গেছে, বালুরঘাট খাদিমপুর গার্লস হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বালুরঘাট গার্লস স্কুলের পরীক্ষার্থী সুপ্রীতি সরকার। সোমবার অংক পরীক্ষা চলছিল। অভিযোগ, পরীক্ষা শেষে ফাইনাল বেল পরার পর কর্তব্যরত পরীক্ষক খাতা সংগ্রহ করতে শুরু করেন। তিনি পর পর খাতা না নিয়ে, সুপ্রীতির খাতাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। সেসময় ওই খাতাটি মাঝখান থেকে দু’খন্ডে ছিঁড়ে যায়। আংশিক জোড়া লেগে থাকা খাতাটি নিয়ে চলে যান অভিযুক্ত পরীক্ষক প্রমীলা সরকার। ঘটনায় ছাত্রীটির পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করে অন্যান্য ছাত্রীরা। বিষয়টি জানানো হয় অবিভাবকদের। এরপরেই স্কুলের বাইরে ও ভেতরে ঢুকে বিক্ষোভ দেখাতে থাকে সমস্ত অবিভাবকরা। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডিএসপি হেড কোয়ার্টার ধীমান মিত্র সহ বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। ছুটে যান মাধ্যমিক পরীক্ষায় বালুরঘাটের প্রধান কেন্দ্রের ইনচার্জ নারায়ন কুণ্ডু। তিনি স্কুলের প্রধান শিক্ষিকা ও ছাত্রীটির পরিবারের সাথে কথা বলেন। খাতাটি যাতে মূল্যায়ন করা হয়, তার জন্য তিনি সংশ্লিষ্ট বিভাগে কথা বলবেন বলে জানান।
এবিষয়ে মাধ্যমিক পরীক্ষার্থী সুপ্রীতি সরকার বলেন, বেল পরে যাওয়ার পর তিনি শেষ একটি অক্ষর লিখছিলেন। পরীক্ষক পরপর খাতা না নিয়ে, আচমকা তার খাতাটি ছিঁনিয়ে নিতে যান। সেসময় তার খাতাটি ৯০ ভাগ ছিঁড়ে যায়। শিক্ষিকার এই আচরণে তার ভবিষ্যৎ নষ্ট হতে পারে। তার খাতাটি যাতে মূল্যায়ন করা হয় এই আবেদন তার।
অন্য দিকে বালুরঘাট খাদিমপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমা সরকার বলেন, ইচ্ছাকৃতভাবে এমনটা করা হয়নি। সময় উর্ত্তীন হওয়ার পরেও ছাত্রীটি লিখছিল। তখন খাতাটি নিতে গিয়ে ছিঁড়ে গিয়েছে। তারা খাতাটি মেরামত করে পাঠাচ্ছেন মূল্যায়নের জন্য। এই ব্যাপারে বোর্ডে সঙ্গে কথা বলেছেন প্রধান কেন্দ্রের ইনচার্জ। খাতাটি যাতে মূল্যায়ন করা হয় তার ব্যবস্থা তারা করছেন।
Body:BalurghatConclusion:Balurghat
Last Updated : Feb 18, 2019, 10:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.