বালুরঘাট, 16 জুন: তৃণমূল স্তরে নেতা কর্মীদের গুরুত্ব না দেওয়ার কারণেই গত লোকসভা নির্বাচনে বালুরঘাটে পরাজিত হয়েছে তৃণমূল । এমনই অভিযোগ তুলেছে উত্তর দিনাজপুরেরে INTTUC-র নেতা কর্মীরা ৷ আর এই ভুলটা শোধরাতে এবং সামনের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ,আগে থেকেই জয় পাওয়ার প্রস্তুতি শুরু জেলা তৃণমূলের৷ সোমবার বিকেলে বালুরঘাট ব্লকের পতিরামে INTTUC জেলা কমিটির বৈঠকে জেলা নেতৃত্বদের কাছে এমন ভাবেই ক্ষোভ প্রকাশ INTTUC নেতাকর্মীদের । নেতাকর্মীদের এই অভিযোগকে গুরুত্ব দিয়ে INTTUC জেলা সভাপতির মজিরুদ্দিন মণ্ডল আশ্বস্ত করে বলেন," বিগত দিনের মত নয়, বর্তমানে মাদার তৃণমূলের সঙ্গে বিভিন্ন শাখা সংগঠন এবং তৃণমূল স্তরের নেতাকর্মীদের সুসম্পর্ক বজায় থাকবে ।"
2021 সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল স্তরের শ্রমিক সংগঠনকে আরও শক্তিশালী করতে সোমবার বিকেলে বালুরঘাট মহকুমার INTTUC-র বৈঠক অনুষ্ঠিত হল ৷ পতিরামের জেলা পরিষদের মার্কেট কমপ্লেক্সে উপরতলায় এই বৈঠকটি অনুষ্ঠিত হয় । হাজির ছিলেন INTTUC-র জেলা সভাপতি মজিরুদ্দিন মণ্ডল, বালুরঘাট বিধানসভার তৃণমূলের উপদেষ্টা শংকর চক্রবর্তী, বালুরঘাট টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ চাকী, জেলা পরিষদের সহকারি সভাধিপতি ললিতা তিগ্যা, জেলা পরিষদের সদস্যা শিপ্রা নিয়োগী সহ অন্য INTTUC জেলা নেতৃত্বরা । মূলত আসন্ন বিধানসভাকে সামনে রেখে গতকাল বালুরঘাট মহকুমার তৃণমূল স্তরের INTTUC নেতাকর্মীদের নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয় ।
গতকালের বৈঠকে INTTUC-র হিলি ব্লকের আহ্বায়ক দুলাল স্বর্ণকার দলীয় নেতৃত্বের প্রতি একরাশ ক্ষোভ উগরে দিয়ে বলেন, "বিগত দিনে তৃণমূল স্তরের নেতাকর্মীদের সেভাবে পাত্তাই দেওয়া হত না। যার ফলে গত লোকসভা আসনে তৃণমূলকে পরাজিত হতে হয়েছিল। অথচ তৃণমূল স্তরের নেতাকর্মীরা এই ভোট করিয়ে থাকেন। সাধারণ মানুষের পাশে তারাই সবার প্রথম দাঁড়ান। এছাড়াও বিভিন্ন অসংগঠিত শ্রমিক সংগঠনের বিভিন্ন সমস্যায় তাদের পাশে দাঁড়ান ৷ অথচ বেশিরভাগ সময় শ্রমিকদের স্বার্থ না দেখে মালিকদের স্বার্থ দেখা হয় ৷ তাই আগামী বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল স্তরের নেতাকর্মীদের শক্তিশালী করা প্রয়োজন এবং তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে জেলা নেতৃত্বদের সুসম্পর্ক বজায় রাখা দরকার । তাহলে আগামী বিধানসভা নির্বাচনে জেলার প্রত্যেকটি আসনেই তৃণমূল জয়লাভ করবে ।"
অন্যদিকে অভিযোগ শুনে INTTUC-র জেলা সভাপতি মজিরুদ্দিন মণ্ডল জানান, "তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর থেকেই তিনি দক্ষিণ দিনাজপুরে INTTUC জেলা সভাপতির দায়িত্বে ছিলেন । তবে বিগত তিন বছর ধরে এই পদে তিনি ছিলেন না । তাকে কাজ করতে দেওয়া হয়নি । এই সময়কালে জেলায় কোনও শ্রমিক সংগঠনের সভাপতি ও তৈরি করতে পারেননি সেই সময়কার জেলা নেতৃত্বরা । এর ফলে সংগঠনের অনেকটাই খামতি থেকে গেছে। তাই বর্তমান তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ জানিয়েছেন শ্রমিক সংগঠন দুর্বল থাকার কারণে লোকসভা আসনে তিনি হেরে গেছিলেন । এমনটা আগামী 21 সালের বিধানসভা নির্বাচনে করতে চাইছেন না তাঁরা । তাই জেলার শ্রমিক সংগঠন কে শক্তিশালী করতে ও ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছেন তৃণমূল সভানেত্রী অর্পিতা ঘোষ । শ্রমিক সংগঠনকে স্বাধীনভাবে কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন দলনেত্রী ।" এছাড়াও , আগামী দিনে গঙ্গারামপুর মহাকুমার INTTUC নেতাকর্মীদের নিয়ে বৈঠক করবেন বলে জেলা সভাপতি মজিরুদ্দিন মণ্ডল জানিয়েছেন ।