ETV Bharat / state

জাল সার্টিফিকেট নিয়ে ডাক বিভাগে ইন্টারভিউ দিতে এসে ধৃত 4

উত্তর ও দক্ষিণ দিনাজপুর দু'জেলার গ্রামীণ ডাক সেবক পদের 23 জন প্রার্থীর জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছিল । সেই আবেদনের সময় দশম শ্রেণিতে পাওয়া সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে ইন্টারভিউ ডাকা হয় ।

Interview on fake certificate at balurghat
Interview on fake certificate at balurghat
author img

By

Published : Nov 5, 2020, 10:27 PM IST

বালুরঘাট, 5 নভেম্বর : জাল সার্টিফিকেট দেখিয়ে বালুরঘাট প্রধান ডাকঘরে গ্রামীণ ডাক সেবক পদে চাকরির ইন্টারভিউ দিতে এসে ধরা পড়ল 4 জন । ধৃত 4 জনের মধ্যে 3 জন যুবক ও 1 জন যুবতি রয়েছে । ধৃতদের বাড়ি কোচবিহার ও রায়গঞ্জের বিন্দোল এলাকায় । এনিয়ে বালুরঘাট হেড পোস্ট অফিসের পক্ষ থেকে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় । পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ ।

উত্তর ও দক্ষিণ দিনাজপুর দু'জেলার গ্রামীণ ডাক সেবক পদের 23 জন প্রার্থীর জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছিল । সেই আবেদনের সময় দশম শ্রেণিতে পাওয়া সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে ইন্টারভিউ ডাকা হয় । সেই 23 জনের মধ্যে 1জন যুবতি ও 3 জন যুবক উত্তর দিনাজপুরের বিন্দোল এবং কোচবিহার থেকে গতকাল অর্থাৎ বুধবার ইন্টারভিউ দিতে আসে । তাদের মধ্যে 1 জন ন্যাশনাল ইন্সটিটিউট অফ ওপেন স্কুলিং বোর্ডের দশম শ্রেণির মার্কশিট, বাকি 3 জন উত্তরপ্রদেশের মাধ্যমিক শিক্ষা পর্ষদের মার্কশিট আধিকারিকদের সামনে পেশ করে ।

ইন্টারভিউ দেওয়ার সময় দেখা যায়, ওই 4 জনের প্রশ্নোত্তর ও চালচলন কোনওভাবেই মার্কশিটে পাওয়া নম্বরের সঙ্গে মিল নেই । প্রত্যেকটা বিষয়েই 98 এবং 99 শতাংশ নম্বর । এরপরই ওই 4 জনের রোল নম্বর সংশ্লিষ্ট বোর্ডের সঙ্গে অনলাইনে ভেরিফিকেশন করে দেখা যায়, ওই 4 জন জাল মার্কশিট পেশ করেছে । এদিকে বিষয়টি বুঝতে পেরে ডাক বিভাগের অফিসেই ওই 4 জনকে আটকে রেখে খবর দেওয়া হয় পুলিশে । পরে ওই 4 পরীক্ষার্থীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে ডাক কর্তৃপক্ষ । এরপর বালুরঘাট থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে । ধৃতদের মধ্যে শ্রীকুমার সরকার, চন্দন কুমার বর্মণ এবং দোলন সরকারের বাড়ি কোচবিহারে । বাকি মত্তুজা আলমের বাড়ি রায়গঞ্জের বিন্দোল এলাকায় ।

এবিষয়ে ডাক বিভাগের সুপারিনটেনডেন্ট রাজীব রঞ্জন ঝাঁ বলেন, "গ্রামীণ ডাক সেবক পদের জন্য গতকাল 4 জন ইন্টারভিউ দিতে আসে । মার্কশিটের প্রাপ্ত নম্বরের সাথে কথাবার্তার অসঙ্গতি দেখে আমরা মার্কশিট ভেরিফাই করে দেখি জাল মার্কশিট । জাল মার্কশিট নিয়ে চাকরির ইন্টারভিউ দেওয়া কোনওভাবেই কাম্য নয় এবং এটি একটি অপরাধ । তাই আমরা বালুরঘাট থানার পুলিশকে লিখিত অভিযোগ করেছি । পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে থানায় নিয়ে গেছে ।"

অন্যদিকে এবিষয়ে বালুরঘাট DSP হেডকোয়ার্টার ধীমান মিত্র বলেন, "বুধবার 4 জন ভিন জেলার বাসিন্দা গ্রামীণ ডাক সেবক পদের জাল মার্কশিট দিয়ে চাকরির আবেদন করেছে । ইন্টারভিউ দিতে এসে ধরা পড়ে যায় । এবিষয়ে ডাক বিভাগের সুপারিনটেনডেন্ট আমাদের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে । সেই অভিযোগের ভিত্তিতে আমরা তাদের গ্রেপ্তার করেছি । তারা কীভাবে ওই জাল কর্মের সাথে লিপ্ত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে ।"

বালুরঘাট, 5 নভেম্বর : জাল সার্টিফিকেট দেখিয়ে বালুরঘাট প্রধান ডাকঘরে গ্রামীণ ডাক সেবক পদে চাকরির ইন্টারভিউ দিতে এসে ধরা পড়ল 4 জন । ধৃত 4 জনের মধ্যে 3 জন যুবক ও 1 জন যুবতি রয়েছে । ধৃতদের বাড়ি কোচবিহার ও রায়গঞ্জের বিন্দোল এলাকায় । এনিয়ে বালুরঘাট হেড পোস্ট অফিসের পক্ষ থেকে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় । পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ ।

উত্তর ও দক্ষিণ দিনাজপুর দু'জেলার গ্রামীণ ডাক সেবক পদের 23 জন প্রার্থীর জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছিল । সেই আবেদনের সময় দশম শ্রেণিতে পাওয়া সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে ইন্টারভিউ ডাকা হয় । সেই 23 জনের মধ্যে 1জন যুবতি ও 3 জন যুবক উত্তর দিনাজপুরের বিন্দোল এবং কোচবিহার থেকে গতকাল অর্থাৎ বুধবার ইন্টারভিউ দিতে আসে । তাদের মধ্যে 1 জন ন্যাশনাল ইন্সটিটিউট অফ ওপেন স্কুলিং বোর্ডের দশম শ্রেণির মার্কশিট, বাকি 3 জন উত্তরপ্রদেশের মাধ্যমিক শিক্ষা পর্ষদের মার্কশিট আধিকারিকদের সামনে পেশ করে ।

ইন্টারভিউ দেওয়ার সময় দেখা যায়, ওই 4 জনের প্রশ্নোত্তর ও চালচলন কোনওভাবেই মার্কশিটে পাওয়া নম্বরের সঙ্গে মিল নেই । প্রত্যেকটা বিষয়েই 98 এবং 99 শতাংশ নম্বর । এরপরই ওই 4 জনের রোল নম্বর সংশ্লিষ্ট বোর্ডের সঙ্গে অনলাইনে ভেরিফিকেশন করে দেখা যায়, ওই 4 জন জাল মার্কশিট পেশ করেছে । এদিকে বিষয়টি বুঝতে পেরে ডাক বিভাগের অফিসেই ওই 4 জনকে আটকে রেখে খবর দেওয়া হয় পুলিশে । পরে ওই 4 পরীক্ষার্থীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে ডাক কর্তৃপক্ষ । এরপর বালুরঘাট থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে । ধৃতদের মধ্যে শ্রীকুমার সরকার, চন্দন কুমার বর্মণ এবং দোলন সরকারের বাড়ি কোচবিহারে । বাকি মত্তুজা আলমের বাড়ি রায়গঞ্জের বিন্দোল এলাকায় ।

এবিষয়ে ডাক বিভাগের সুপারিনটেনডেন্ট রাজীব রঞ্জন ঝাঁ বলেন, "গ্রামীণ ডাক সেবক পদের জন্য গতকাল 4 জন ইন্টারভিউ দিতে আসে । মার্কশিটের প্রাপ্ত নম্বরের সাথে কথাবার্তার অসঙ্গতি দেখে আমরা মার্কশিট ভেরিফাই করে দেখি জাল মার্কশিট । জাল মার্কশিট নিয়ে চাকরির ইন্টারভিউ দেওয়া কোনওভাবেই কাম্য নয় এবং এটি একটি অপরাধ । তাই আমরা বালুরঘাট থানার পুলিশকে লিখিত অভিযোগ করেছি । পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে থানায় নিয়ে গেছে ।"

অন্যদিকে এবিষয়ে বালুরঘাট DSP হেডকোয়ার্টার ধীমান মিত্র বলেন, "বুধবার 4 জন ভিন জেলার বাসিন্দা গ্রামীণ ডাক সেবক পদের জাল মার্কশিট দিয়ে চাকরির আবেদন করেছে । ইন্টারভিউ দিতে এসে ধরা পড়ে যায় । এবিষয়ে ডাক বিভাগের সুপারিনটেনডেন্ট আমাদের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে । সেই অভিযোগের ভিত্তিতে আমরা তাদের গ্রেপ্তার করেছি । তারা কীভাবে ওই জাল কর্মের সাথে লিপ্ত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.