ETV Bharat / state

বালুরঘাটে CAA-র সমর্থনে মিছিল BJP-র, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি - আজ বালুরঘাটের খবর

আজ তৃণমূলকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে বালুরঘাটের পথে নামল BJP ৷ মঙ্গলপুরের BJP কার্যালয় থেকে CAA-র সমর্থনে মিছিল শুরু হয় ৷ হিলির মোড় পৌছাতেই পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয় ৷ বালুরঘাট থানার মোড় পর্যন্ত মিছিল করার কথা ছিল ৷ কিন্তু তার আগেই আটকে দেয় পুলিশ ৷

BJP procession in Balurghat
CAA-র সমর্থনে মিছিল BJP-র
author img

By

Published : Dec 20, 2019, 11:53 PM IST

বালুরঘাট, 20 ডিসেম্বর : CAA এবং নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-র প্রতিবাদে টানা 3 দিন ধরে বিক্ষোভ চলছিল দক্ষিণ দিনাজপুরে ৷ আজ তৃণমূলকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে বালুরঘাটের পথে নামল BJP ৷ মঙ্গলপুরের BJP কার্যালয় থেকে CAA-র সমর্থনে মিছিল শুরু হয় ৷ হিলির মোড় পৌছাতেই পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয় ৷ বালুরঘাট থানার মোড় পর্যন্ত মিছিল করার কথা ছিল ৷ কিন্তু তার আগেই আটকে দেয় পুলিশ ৷

BJP কর্মী-সমর্থকরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করতে থাকে ৷ তখন পুলিশের সঙ্গে BJP সমর্থকদের ধস্তাধস্তি শুরু হয় ৷ এর প্রতিবাদে দীর্ঘক্ষণ রাস্তায় অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করে ৷ মিছিলে উপস্থিত ছিলেন BJP সাংসদ সুকান্ত মজুমদার, নেতা শুভেন্দু সরকার, বাপি সরকার, নিরঞ্জন রায় সহ অন্যান্যরা ৷ রাস্তাতেই টোটোতে মাইক লাগিয়ে মুখ্যমন্ত্রী এবং বালুরঘাটের প্রাক্তন বিধায়ক শংকর চক্রবর্তীকে কটাক্ষ করলেন সাংসদ সুকান্ত মজুমদার ৷

BJP procession in Balurghat
CAA-র সমর্থনে মিছিল BJP-র

খুব সম্প্রতি প্রাক্তন মন্ত্রী শংকর চক্রবর্তী 'দিদিকে বলো' জনসংযোগের সময় জানিয়েছিলেন, বাংলাদেশ থেকে যারা অত্যাচারিত হয়ে এদেশে এসেছে তারা নিজেদের অত্যাচারিত প্রমাণ করলেই ভারতের নাগরিকত্ব পাবে ৷ একথার কড়া বিরোধিতা করলেন সুকান্ত মজুমদার ৷ তিনি বলেন, "বাংলাদেশি এবং অত্যাচারিত প্রমাণ করতে পারলেই নাগরিকত্ব পাবে তা নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এ কোথাও এমন লেখা নেই ৷ কেবলমাত্র অত্যাচারিত বললেই নাগরিকত্ব দেওয়া হবে ৷ প্রমাণের প্রয়োজন নেই ৷"

BJP procession in Balurghat
CAA-র সমর্থনে মিছিল BJP-র

নাগরিকত্ব প্রসঙ্গে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথা তুলে ধরেন BJP সাংসদ সুকান্ত মজুমদার ৷ এছাড়াও আজ হিলির মোড়ের অবস্থান বিক্ষোভে মমতা বন্দ্যোপাধ্যায় সহ প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে তীব্র নিন্দা করেছেন ৷ তিনি বলেন, "বাংলাদেশের লাথি খেয়ে মমতা ব্যানার্জী এবং জ্যোতি বসু এপারে এসেছিলেন ৷ "

CAA-র সমর্থনে মিছিল BJP-র

BJP-র মিছিলকে কেন্দ্র করে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা এড়াতে বালুরঘাট থানার পুলিশ মোতায়েন ছিল ৷ ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় গঠন করে হিলির মোড়ে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছিল ৷ বিক্ষোভ রুখতে আজ উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার দেবাশিস নন্দী, DSP হেডকোয়ার্টার ধীমান মিত্র, বালুরঘাট থানার IC জয়ন্ত দত্ত সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা ৷

বালুরঘাট, 20 ডিসেম্বর : CAA এবং নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-র প্রতিবাদে টানা 3 দিন ধরে বিক্ষোভ চলছিল দক্ষিণ দিনাজপুরে ৷ আজ তৃণমূলকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে বালুরঘাটের পথে নামল BJP ৷ মঙ্গলপুরের BJP কার্যালয় থেকে CAA-র সমর্থনে মিছিল শুরু হয় ৷ হিলির মোড় পৌছাতেই পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয় ৷ বালুরঘাট থানার মোড় পর্যন্ত মিছিল করার কথা ছিল ৷ কিন্তু তার আগেই আটকে দেয় পুলিশ ৷

BJP কর্মী-সমর্থকরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করতে থাকে ৷ তখন পুলিশের সঙ্গে BJP সমর্থকদের ধস্তাধস্তি শুরু হয় ৷ এর প্রতিবাদে দীর্ঘক্ষণ রাস্তায় অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করে ৷ মিছিলে উপস্থিত ছিলেন BJP সাংসদ সুকান্ত মজুমদার, নেতা শুভেন্দু সরকার, বাপি সরকার, নিরঞ্জন রায় সহ অন্যান্যরা ৷ রাস্তাতেই টোটোতে মাইক লাগিয়ে মুখ্যমন্ত্রী এবং বালুরঘাটের প্রাক্তন বিধায়ক শংকর চক্রবর্তীকে কটাক্ষ করলেন সাংসদ সুকান্ত মজুমদার ৷

BJP procession in Balurghat
CAA-র সমর্থনে মিছিল BJP-র

খুব সম্প্রতি প্রাক্তন মন্ত্রী শংকর চক্রবর্তী 'দিদিকে বলো' জনসংযোগের সময় জানিয়েছিলেন, বাংলাদেশ থেকে যারা অত্যাচারিত হয়ে এদেশে এসেছে তারা নিজেদের অত্যাচারিত প্রমাণ করলেই ভারতের নাগরিকত্ব পাবে ৷ একথার কড়া বিরোধিতা করলেন সুকান্ত মজুমদার ৷ তিনি বলেন, "বাংলাদেশি এবং অত্যাচারিত প্রমাণ করতে পারলেই নাগরিকত্ব পাবে তা নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এ কোথাও এমন লেখা নেই ৷ কেবলমাত্র অত্যাচারিত বললেই নাগরিকত্ব দেওয়া হবে ৷ প্রমাণের প্রয়োজন নেই ৷"

BJP procession in Balurghat
CAA-র সমর্থনে মিছিল BJP-র

নাগরিকত্ব প্রসঙ্গে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথা তুলে ধরেন BJP সাংসদ সুকান্ত মজুমদার ৷ এছাড়াও আজ হিলির মোড়ের অবস্থান বিক্ষোভে মমতা বন্দ্যোপাধ্যায় সহ প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে তীব্র নিন্দা করেছেন ৷ তিনি বলেন, "বাংলাদেশের লাথি খেয়ে মমতা ব্যানার্জী এবং জ্যোতি বসু এপারে এসেছিলেন ৷ "

CAA-র সমর্থনে মিছিল BJP-র

BJP-র মিছিলকে কেন্দ্র করে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা এড়াতে বালুরঘাট থানার পুলিশ মোতায়েন ছিল ৷ ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় গঠন করে হিলির মোড়ে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছিল ৷ বিক্ষোভ রুখতে আজ উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার দেবাশিস নন্দী, DSP হেডকোয়ার্টার ধীমান মিত্র, বালুরঘাট থানার IC জয়ন্ত দত্ত সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা ৷

Intro:প্রমাণ দিতে হবে না, অত্যাচারিত বললেই আপনাদের নাগরিকত্ব দেওয়া হবে মন্তব্য বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের।।

বালুরঘাট, ২০ ডিসেম্বর: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাবা বাংলাদেশী ছিল। বাংলাদেশে লাথি খেয়ে এপার এসেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর বাবা ও বাংলাদেশী ছিল। বাংলাদেশে তাদের জমিদারী ছিল। বাংলাদেশে লাথি খেয়ে ভারতে এসেছেন। শুক্রবার বিকেলে বালুরঘাটে বিজেপির সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে মিছিল ও পথসভা থেকে এমনই কড়া ভাষায় বর্তমান ও প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বালুঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। এদিনের সভায় থেকে বালুরঘাটের সাংসদ আরো বলেন যারা আগে এসেছেন তারা নাগরিকত্ব পাবেন, আর যারা পরে বাংলাদেশীদের অত্যাচারিত হয়ে ভারতে এসেছেন তারা নাগরিকত্ব পাবেন না এটা তো আর হতে পারে না।

প্রসঙ্গত, এনআরসি ও সিএএ-র প্রতিবাদে যখন তৃণমূল সোচ্চার হয়েছে। তখন তৃণমূলকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে সিএএ-র সমর্থনে লাগাতার কর্মসূচি নিয়েছে বিজেপি। গতকাল হরিরামপুরের পর এদিন বিকেলে বালুরঘাটে সংশোধনী নাগরিকত্ব আইনের সমর্থনে মিছিল করে বিজেপি। এদিন বালুরঘাট মঙ্গলপুর বিজেপি মোড় থেকে মিছিল শুরু হয়। মিছিল হিলি মোড়ে যেতেই পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়। বালুরঘাট থানা মোড়ে যাওয়ার আগেই মিছিল আটকে দেওয়া হয়। এদিকে বিজেপি কর্মী সমর্থক রা পুলিশি ব্যারিকেড ভেঙ্গে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনায় পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের ধস্তাধস্তি হয়। এর প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ দেখায় বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার, বিজেপি নেতা শুভেন্দু সরকার, বাপি সরকার, নিরঞ্জন রায় সহ অন্যান্য জেলা নেতৃত্বরা। দীর্ঘক্ষণ রাস্তার মধ্যে অবস্থান বিক্ষোভ করে বিজেপি। রাস্তার মধ্যেই টোটো তে মাইক লাগিয়ে সংশোধিত নাগরিকত্ব আইনের ব্যাখ্যা দেন সাংসদ সুকান্ত মজুমদার। পাশাপাশি জেলার বিভিন্ন দলের নেতা সহ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে একহাত নেন।

অবস্থান-বিক্ষোভ থেকেই সাংসদ বলেন, খাতায়-কলমে বর্তমানে বাংলাদেশে হিন্দুদের সংখ্যা ৬ শতাংশ। যা আগে কুড়ি শতাংশ ছিল। দিনদিন বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে। তাই কেউ আগে আবার কেউ পড়ে বাংলাদেশ থেকে ভারতে এসে ঠাঁই নিয়েছেন। বাংলাদেশ থেকে ভারতে আসা শরণার্থীদের সকলের এখনো ভোটার কার্ড, আধার কার্ড হয়নি। অনেকের আবার ভারতীয় হিসেবে পরিচয় পত্র রয়েছে। যারা আগে এসে নাগরিকত্ব পেয়েছে, আর পরে যারা এসেছেন তারা নাগরিকত্ব কেন পাবেন না তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। তৃণমূল নেতারা প্রচার করছেন বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়েছেন তার প্রমাণ দিতে হবে আপনাদের তাহলে মিলবে নাগরিকত্ব। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন আপনাদের কোন প্রমাণ দিতে হবে না শুধু আপনারা বলবেন আপনারা অত্যাচারিত তাহলে আপনাদের নাগরিকত্ব দেওয়া হবে।

এদিকে এদিন বিজেপির মিছিলকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে বালুরঘাটে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়। ত্রিস্তরীয় নিরাপত্তায় বালুরঘাট হিলি মোড় ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়। এদিন অতিরিক্ত জেলা পুলিশ সুপার দেবাশিস নন্দী, ডিএসপি হেডকোয়াটার ধীমান মিত্র, বালুরঘাট থানার আইসি জয়ন্ত সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা হাজির ছিলেন।


Body:Balurghat


Conclusion:Balurghat
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.