ETV Bharat / state

টাকা না পেয়ে স্ত্রীকে পুড়িয়ে খুন ! - fire

বাবার বাড়ি থেকে টাকা না আনায় গতরাতে মদ্যপ অবস্থায় স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে । মৃতের নাম তিসিবালা বর্মণ (৩৫) । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা সদর হাসপাতালে পাঠানো হয় । ময়নাতদন্তের পর মঙ্গলবার মৃতদেহটি পরিবার হাতে তুলে দেওয়া হবে । ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামী সূর্য বর্মণ । মৃতের পরিবারের পক্ষ থেকে বংশীহারী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । গোটা ঘটনা খতিয়ে দেখছে বংশীহারী থানার পুলিশ ।

fire
author img

By

Published : Aug 19, 2019, 10:56 PM IST

Updated : Aug 19, 2019, 11:13 PM IST

বংশীহারী, 19 অগাস্ট : বাবার বাড়ি থেকে টাকা আনেনি স্ত্রী । সেই অপরাধে গতরাতে মত্ত অবস্থায় স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে । মৃতের নাম তিসিবালা বর্মণ (৩৫) । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা সদর হাসপাতালে পাঠানো হয় । ময়নাতদন্তের পর মঙ্গলবার মৃতদেহটি পরিবার হাতে তুলে দেওয়া হবে । ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামী সূর্য বর্মণ । মৃতের পরিবারের পক্ষ থেকে বংশীহারী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । গোটা ঘটনা খতিয়ে দেখছে বংশীহারী থানার পুলিশ ।

বছর 19 আগে হিলির মস্তাপুর এলাকার বাসিন্দা তিসিবালা বর্মণের সঙ্গে বংশীহারী নওপাড়া এলাকার বাসিন্দা ও পেশায় কৃষক সূর্য বর্মণের বিয়ে হয় । তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে । মৃতের পরিবারের লোকজনের দাবি, বিয়ের সময় প্রচুর পণ দিয়েই তাঁরা বিয়ে দিয়েছিলেন মেয়ের । অভিযোগ, বিয়ের পর থেকেই তিসিবালাকে বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিত সূর্য । টাকা না আনলে মত্ত অবস্থায় স্ত্রী'র ওপর চলত মানসিক ও শারীরিক অত্যাচার ।

শুনুন বক্তব্য

গতকালও বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য স্ত্রী'কে চাপ দিতে থাকে অভিযুক্ত । যা নিয়ে শুরু হয় বচসা । অভিযোগ, টাকা না দিতে চাওয়ায় রাতে তিসিবালাকে বেধড়ক মারধর করে সূর্য । এরপর তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় । বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা অগ্নিদগ্ধ অবস্থায় তিসিবালাকে প্রথমে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল ও পরে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় । বালুরঘাট হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । আজ বিকেলে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয় । আজ বংশীহারী থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃতের পরিবারের লোকজন । যদিও মৃতের শ্বশুরবাড়ির দাবি, আত্মহত্যা করেছে তিসিবালা বর্মণ ।

এবিষয়ে মৃতের জামাইবাবু প্রবীণ বর্মণ ও বিনোন্দ বর্মণ জানান, তাঁদের কাছে যখন খবর আসে, ততক্ষণে শ্যালিকা মারা গেছেন । তাঁরা বলেন, "পণ নিয়ে আগেও ঝামেলা হয়েছে । বছর পাঁচেক আগে সূর্য জেলেও গেছিল ।"

বংশীহারী থানার পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হবে ।

বংশীহারী, 19 অগাস্ট : বাবার বাড়ি থেকে টাকা আনেনি স্ত্রী । সেই অপরাধে গতরাতে মত্ত অবস্থায় স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে । মৃতের নাম তিসিবালা বর্মণ (৩৫) । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা সদর হাসপাতালে পাঠানো হয় । ময়নাতদন্তের পর মঙ্গলবার মৃতদেহটি পরিবার হাতে তুলে দেওয়া হবে । ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামী সূর্য বর্মণ । মৃতের পরিবারের পক্ষ থেকে বংশীহারী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । গোটা ঘটনা খতিয়ে দেখছে বংশীহারী থানার পুলিশ ।

বছর 19 আগে হিলির মস্তাপুর এলাকার বাসিন্দা তিসিবালা বর্মণের সঙ্গে বংশীহারী নওপাড়া এলাকার বাসিন্দা ও পেশায় কৃষক সূর্য বর্মণের বিয়ে হয় । তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে । মৃতের পরিবারের লোকজনের দাবি, বিয়ের সময় প্রচুর পণ দিয়েই তাঁরা বিয়ে দিয়েছিলেন মেয়ের । অভিযোগ, বিয়ের পর থেকেই তিসিবালাকে বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিত সূর্য । টাকা না আনলে মত্ত অবস্থায় স্ত্রী'র ওপর চলত মানসিক ও শারীরিক অত্যাচার ।

শুনুন বক্তব্য

গতকালও বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য স্ত্রী'কে চাপ দিতে থাকে অভিযুক্ত । যা নিয়ে শুরু হয় বচসা । অভিযোগ, টাকা না দিতে চাওয়ায় রাতে তিসিবালাকে বেধড়ক মারধর করে সূর্য । এরপর তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় । বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা অগ্নিদগ্ধ অবস্থায় তিসিবালাকে প্রথমে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল ও পরে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় । বালুরঘাট হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । আজ বিকেলে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয় । আজ বংশীহারী থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃতের পরিবারের লোকজন । যদিও মৃতের শ্বশুরবাড়ির দাবি, আত্মহত্যা করেছে তিসিবালা বর্মণ ।

এবিষয়ে মৃতের জামাইবাবু প্রবীণ বর্মণ ও বিনোন্দ বর্মণ জানান, তাঁদের কাছে যখন খবর আসে, ততক্ষণে শ্যালিকা মারা গেছেন । তাঁরা বলেন, "পণ নিয়ে আগেও ঝামেলা হয়েছে । বছর পাঁচেক আগে সূর্য জেলেও গেছিল ।"

বংশীহারী থানার পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হবে ।

Intro:বাপের বাড়ি থেকে টাকা না অনায় মদ্যপ অবস্থায় স্ত্রীকে পুড়িয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে, পলাতক অভিযুক্ত।।

বংশীহারী, ১৯ আগস্ট: বাপের বাড়ি থেকে টাকা না নিয়ে আসায় মদ্যপ অবস্থায় স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মৃত মহিলার নাম তিসিবালা বর্মণ(৩৫)। বাড়ি বংশীহারী থানার নওপাড়া এলাকায়। এদিকে পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। মঙ্গলবার ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবার হাতে তুলে দেওয়া হবে। এদিকে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত সূর্য বর্মণ। ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে বংশীহারী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখছে বংশীহারী থানার পুলিশ।

জানা গেছে, বছর ১৯ আগে হিলির মস্তাপুর এলাকার তিসিবালা বর্মণের সঙ্গে বংশীহারী নওপাড়া এলাকার সূর্য বর্মণের সঙ্গে দেখা শুনে বিয়ে হয়। সূর্য বর্মণ পেশায় কৃষক। তাদের এক ছেলে ও এক মেয়ে আছে। বিয়ের সময় প্রচুর পণ দিয়েই বিয়ে দিয়েছিল মেয়ের। অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ি থেকে টাকা আনার জন্য স্ত্রীকে চাপ দিতে স্বামী। বাপের বাড়ি থেকে টাকা না আনলে মদ্যপ অবস্থায় স্ত্রীর উপর চলতো মানসিক ও শারীরিক অত্যাচার। নানা কারণ অকারণে রোজ দিনই মদ্যপ অবস্থায় স্ত্রীকে মারধর করা হত। গত কাল বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য স্ত্রীকে চাপ দিতে থাকে অভিযুক্ত স্বামী সূর্য। এনিয়েই রাতে শুরু হয় বচসা। রাতে বেধড়ক মারধর করা হয় স্ত্রীকে। এরপর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা অগ্নিদগ্ধ অবস্থায় তিসিবালা বর্মণকে প্রথমে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল ও পরে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে আসা হয়। বালুঘাট হাসপাতালে নিয়ে আসা পরেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। বিকেলে মৃতদেহটি ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়।এদিকে এদিন বংশীহারী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে মৃতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। যদিও মৃতের শ্বশুরবাড়ি পক্ষ থেকে জানানো হয়েছে আত্মহত্যা করেছে তিসিবালা।

এ বিষয়ে মৃতের জামাইবাবু প্রবীণ বর্মণ ও বিনোন্দ বর্মণ জানান, বছর ১৯ আগে বিয়ে হয় তাদের শালিকার। বিয়ের পর থেকেই বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিতে তার স্বামী। টাকা না আনলেই মারধর করা হত তাদের শ্যালিকাকে। টাকা নিয়েই গতকাল বচসা শুরু হয় স্বামী-স্ত্রীর মধ্যে। রাতে মারধর করার পর গায়ে আগুন লাগিয়ে দিয়ে খুন করা হয়। তারা যখন জানতে পারেনি ততক্ষণে তাদের শালিকা মারা গেছে। এই টাকার জন্য বছর পাঁচেক আগে অভিযুক্ত সূর্য বর্মণ জেল হেফাজত খেটেছিল। ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেছেন তারা। অভিযুক্তের চরমতম শাস্তি দাবি জানিয়েছেন তারা।

অন্যদিকে বংশীহারী থানার পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে পুরো বিষয়টি খতিয়ে দেখবেন।


Body:Banshihari


Conclusion:Banshihari
Last Updated : Aug 19, 2019, 11:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.