ETV Bharat / state

পরকীয়ার জেরে স্বামীকে খুন ? গ্রেপ্তার মহিলা

author img

By

Published : Jan 25, 2020, 8:15 PM IST

বৃহস্পতিবার সকালে বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পাঙ্গারপাড়া এলাকায় ল'কলেজ সংলগ্ন মাঠ থেকে সুকুমার বর্মণ (৪৫) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় । পেশায় তিনি টোটো চালক ছিলেন । পৈত্রিক বাড়ি গয়েশপুরে । তবে ছোটো থেকেই তিনি পাঙ্গারপাড়া এলাকায় মাসি বিধুবালা বর্মণের বাড়িতে থাকতেন । বাড়িতে স্ত্রী ও দুই সন্তানও রয়েছে । বুধবার তিনি বাড়ির সামনে রাস্তা তৈরিতে শ্রমিকের কাজ করছিলেন । তারপর তিনি আর বাড়ি ফেরেননি । বৃহস্পতিবার সকালে স্থানীয়রা সুকুমারের মৃতদেহ মাঠে পড়ে থাকতে দেখেন ।

An woman arrested at balurghat murder case
মহিলাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে

বালুরঘাট , 25 জানুয়ারি : স্বামীকে খুনের অভিযোগ গ্রেপ্তার হলেন মহিলা । ধৃতের নাম জয়ন্তী বর্মণ (37) । বাড়ি বালুরঘাট থানার ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পাঙ্গারপাড়ায় । শনিবার সকালে ওই মহিলাকে গ্রেপ্তার করে বালুরঘাট থানার পুলিশ । আজ তাকে বালুরঘাট জেলা আদালতে তোলা হলে বিচারক ধৃতকে চার দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন । বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই খুন বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ।

বৃহস্পতিবার সকালে বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পাঙ্গারপাড়া এলাকায় ল'কলেজ সংলগ্ন মাঠ থেকে সুকুমার বর্মণ (৪৫) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় । পেশায় তিনি টোটো চালক ছিলেন । পৈত্রিক বাড়ি গয়েশপুরে । তবে ছোটো থেকেই তিনি পাঙ্গারপাড়া এলাকায় মাসি বিধুবালা বর্মণের বাড়িতে থাকতেন । বাড়িতে স্ত্রী ও দুই সন্তানও রয়েছে । বুধবার তিনি বাড়ির সামনে রাস্তা তৈরিতে শ্রমিকের কাজ করছিলেন । তারপর তিনি আর বাড়ি ফেরেননি । বৃহস্পতিবার সকালে স্থানীয়রা সুকুমারের মৃতদেহ মাঠে পড়ে থাকতে দেখেন । খবর দেওয়া হয় পুলিশে । পরিবারের তরফে তিন জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয় । এরপর পুলিশ তদন্তে নেমে সুকুমারের স্ত্রীকে গ্রেপ্তার করে । অভিযোগ, ওই মহিলার সঙ্গে এলাকারই এক যুবকের সম্পর্ক ছিল । সেই সম্পর্কের জেরে খুন বলে অনুমান পুলিশের । ধৃত মহিলাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।

এই বিষয়ে থানার IC জয়ন্ত দত্ত বলেন, " পাঙ্গারপাড়া এলাকায় সুকুমারের খুনের ঘটনায় তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে । আজ তাকে বালুরঘাট জেলা আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন । এই খুনের সঙ্গে কে বা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে । "

বালুরঘাট , 25 জানুয়ারি : স্বামীকে খুনের অভিযোগ গ্রেপ্তার হলেন মহিলা । ধৃতের নাম জয়ন্তী বর্মণ (37) । বাড়ি বালুরঘাট থানার ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পাঙ্গারপাড়ায় । শনিবার সকালে ওই মহিলাকে গ্রেপ্তার করে বালুরঘাট থানার পুলিশ । আজ তাকে বালুরঘাট জেলা আদালতে তোলা হলে বিচারক ধৃতকে চার দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন । বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই খুন বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ।

বৃহস্পতিবার সকালে বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পাঙ্গারপাড়া এলাকায় ল'কলেজ সংলগ্ন মাঠ থেকে সুকুমার বর্মণ (৪৫) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় । পেশায় তিনি টোটো চালক ছিলেন । পৈত্রিক বাড়ি গয়েশপুরে । তবে ছোটো থেকেই তিনি পাঙ্গারপাড়া এলাকায় মাসি বিধুবালা বর্মণের বাড়িতে থাকতেন । বাড়িতে স্ত্রী ও দুই সন্তানও রয়েছে । বুধবার তিনি বাড়ির সামনে রাস্তা তৈরিতে শ্রমিকের কাজ করছিলেন । তারপর তিনি আর বাড়ি ফেরেননি । বৃহস্পতিবার সকালে স্থানীয়রা সুকুমারের মৃতদেহ মাঠে পড়ে থাকতে দেখেন । খবর দেওয়া হয় পুলিশে । পরিবারের তরফে তিন জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয় । এরপর পুলিশ তদন্তে নেমে সুকুমারের স্ত্রীকে গ্রেপ্তার করে । অভিযোগ, ওই মহিলার সঙ্গে এলাকারই এক যুবকের সম্পর্ক ছিল । সেই সম্পর্কের জেরে খুন বলে অনুমান পুলিশের । ধৃত মহিলাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।

এই বিষয়ে থানার IC জয়ন্ত দত্ত বলেন, " পাঙ্গারপাড়া এলাকায় সুকুমারের খুনের ঘটনায় তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে । আজ তাকে বালুরঘাট জেলা আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন । এই খুনের সঙ্গে কে বা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে । "

Intro:বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই স্বামীকে খুন, বালুরঘাটে গ্রেপ্তার স্ত্রী।। 

বালুরঘাট, ২৫ জানুয়ারি: স্বামীকে খুনের ঘটনায় স্ত্রীকে গ্রেফতার করল বালুরঘাট থানার পুলিশ। ধৃতের নাম জয়ন্তী বর্মণ(৩৭)। বাড়ি বালুরঘাট থানার ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পাঙ্গারপাড়া এলাকায়। শনিবার সকালে ওই মহিলাকে গ্রেফতার করে পুলিশ। আজ তাকে বালুরঘাট জেলা আদালতে তোলা হলে বিচারক ধৃতকে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই খুন বলে অনুমান পুলিশের। এদিকে খুনের ঘটনায় আর কে বা কারা যুক্ত রয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সকালে বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পাঙ্গারপাড়া এলাকায় ল'কলেজ সংলগ্ন মাঠ থেকে সুকুমার বর্মণ(৪৫) নামে এক  ব্যক্তির কানকাটা মৃতদেহ উদ্ধার হয়। সুকুমার বর্মণের বাড়ি গয়েশপুর এলাকায়। তবে ছোট থেকেই তিনি বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পাঙ্গারপাড়া এলাকায় মাসি বিধুবালা বর্মণের বাড়িতে বড় হয়েছেন। বর্তমানে তিনি সেখানেই বসবাস করতেন। পেশায় টোটো চালক হলেও মাঝেমধ্যে শ্রমিকের কাজ করেন। বাড়িতে স্ত্রী ও দুই সন্তান রয়েছে। গত বুধবার তিনি বাড়ির সামনে কংক্রিটের সিসি রোড তৈরিতে শ্রমিকের কাজ করছিলেন। বিকেলে পর থেকেই তিনি আর বাড়ি ফেরেননি। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা সুকুমারের মৃতদেহ মাঠে পড়ে থাকতে দেখে। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এদিকের মৃতের কানকাটা ও গলায় দাগ থাকায় পরিবার ও স্থানীয়রা অভিযোগ তোলে খুনের। ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে তিন জনের নামে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেতেই বালুরঘাট থানার পুলিশ তদন্তে নেমে স্ত্রীকে গ্রেপ্তার করে। পুলিশ তদন্তে নেমে আরো জানতে মিতা স্ত্রীর সঙ্গে এলাকার এক যুবকের বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জেরে খুন বলে অনুমান। দিত ওই মহিলাকে আজ বালুরঘাট জেলা আদালতে তোলা হলে পুলিশের পক্ষ থেকে সাত দিনের হেফাজতের আর্জি জানালে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। পুলিশ ধৃত মহিলাকে জিজ্ঞাসাবাদ করছে।

এবিষয়ে বারবার থানার আইসি জয়ন্ত দত্ত জানান, পাঙ্গারপাড়া এলাকায় স্বামীকে খুনের ঘটনায় স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে বালুরঘাট জেলা আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এই খুনের সঙ্গে আর কে বা কারা যুক্ত রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। Body:Balurghat Conclusion:Balurghat
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.