ETV Bharat / state

বাড়িতেই বসত মধুচক্রের আসর, আটক 5 - police

বাড়িতেই চলত মধুচক্র । স্থানীয়দের তৎপরতায় পাঁচজনকে আটক করেছে পুলিশ । বালুরঘাটের এ কে গোপাল কলোনির ঘটনা ।

ফাইল ফোটো
author img

By

Published : Jul 5, 2019, 5:35 AM IST

Updated : Jul 5, 2019, 7:40 AM IST

বালুরঘাট, 5 জুলাই : বাড়িতেই চলত মধুচক্র । নিত্য যাতায়াত ছিল লোকজনের । গতকাল বিকেলেও আলো দাস নামে ওই মহিলার বাড়িতে এক ব্যক্তির সঙ্গে দুই যুবতিকে ঢুকতে দেখা যায় । বিষয়টি নজরে আসে স্থানীয়দের । সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে আপত্তিকর অবস্থায় পাঁচজনকে ধরে ফেলে তারা । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । এক ব্যক্তি সহ চারজনকে আটক করা হয় । বালুরঘাটের এ কে গোপাল কলোনির ঘটনা । পরে অভিযুক্ত বাড়ির মালকিনের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখায় স্থানীয়রা । শেষমেশ পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে মধুচক্রের আসর বসত । গতকাল বিকেলেও আলো দাসের বাড়িতে অপরিচিত এক ব্যক্তি ও দুই যুবতি আসে । আলো তাদের ঘরে ঢুকিয়ে বাইরে থেকে গেট আটকে দেয় । বিষয়টি নজরে আসতেই আলোর বাড়িতে চড়াও হয় স্থানীয়রা । ঘরের দরজা ভেঙে আপত্তিকর অবস্থায় ব্যক্তি সহ চারজনকে ধরে ফেলে । এদের মধ্যে দু'জন যুবতি, দু'জন মহিলা । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । মতিউর সরকার নামে ওই ব্যক্তি সহ চারজনকে আটক করা হয় ।

দেখুন ভিডিয়ো

এবিষয়ে, স্থানীয় বাসিন্দা মিঠু মহন্ত বলেন, "বিকেলের দিকে অপরিচিত এক ব্যক্তি ও দুই যুবতি আলো দাসের বাড়িতে আসে । দেখেই সন্দেহ হচ্ছিল । পরে ঘরে ঢুকতেই তাদের আপত্তিকর অবস্থায় পাওয়া যায় । বাড়িতে মধুচক্রের আসর বসানো হয়েছিল । অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই ।"

আটক মতিউর সরকার বলেন, "আমার বাড়ি কুমারগঞ্জের ডাঙারহাটে । আমার কাছ থেকে হাজার টাকা নেওয়া হয়েছিল ।" কিন্তু অভিযুক্ত আলো দাস বলেন, "ওরা আমার আত্মীয় হয় । এখানে ঘুরতে এসেছিল । আমার স্বামী রিক্সা চালান । আমি লোকের বাড়ি কাজ করি । এখানে কোনও ব্যবসা হয় না ।"

ঘটনার তদন্ত শুরু হয়েছে । পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বালুরঘাট থানার IC জয়ন্ত দত্ত ।

বালুরঘাট, 5 জুলাই : বাড়িতেই চলত মধুচক্র । নিত্য যাতায়াত ছিল লোকজনের । গতকাল বিকেলেও আলো দাস নামে ওই মহিলার বাড়িতে এক ব্যক্তির সঙ্গে দুই যুবতিকে ঢুকতে দেখা যায় । বিষয়টি নজরে আসে স্থানীয়দের । সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে আপত্তিকর অবস্থায় পাঁচজনকে ধরে ফেলে তারা । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । এক ব্যক্তি সহ চারজনকে আটক করা হয় । বালুরঘাটের এ কে গোপাল কলোনির ঘটনা । পরে অভিযুক্ত বাড়ির মালকিনের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখায় স্থানীয়রা । শেষমেশ পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে মধুচক্রের আসর বসত । গতকাল বিকেলেও আলো দাসের বাড়িতে অপরিচিত এক ব্যক্তি ও দুই যুবতি আসে । আলো তাদের ঘরে ঢুকিয়ে বাইরে থেকে গেট আটকে দেয় । বিষয়টি নজরে আসতেই আলোর বাড়িতে চড়াও হয় স্থানীয়রা । ঘরের দরজা ভেঙে আপত্তিকর অবস্থায় ব্যক্তি সহ চারজনকে ধরে ফেলে । এদের মধ্যে দু'জন যুবতি, দু'জন মহিলা । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । মতিউর সরকার নামে ওই ব্যক্তি সহ চারজনকে আটক করা হয় ।

দেখুন ভিডিয়ো

এবিষয়ে, স্থানীয় বাসিন্দা মিঠু মহন্ত বলেন, "বিকেলের দিকে অপরিচিত এক ব্যক্তি ও দুই যুবতি আলো দাসের বাড়িতে আসে । দেখেই সন্দেহ হচ্ছিল । পরে ঘরে ঢুকতেই তাদের আপত্তিকর অবস্থায় পাওয়া যায় । বাড়িতে মধুচক্রের আসর বসানো হয়েছিল । অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই ।"

আটক মতিউর সরকার বলেন, "আমার বাড়ি কুমারগঞ্জের ডাঙারহাটে । আমার কাছ থেকে হাজার টাকা নেওয়া হয়েছিল ।" কিন্তু অভিযুক্ত আলো দাস বলেন, "ওরা আমার আত্মীয় হয় । এখানে ঘুরতে এসেছিল । আমার স্বামী রিক্সা চালান । আমি লোকের বাড়ি কাজ করি । এখানে কোনও ব্যবসা হয় না ।"

ঘটনার তদন্ত শুরু হয়েছে । পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বালুরঘাট থানার IC জয়ন্ত দত্ত ।

Intro:বালুরঘাটে বাড়ির আড়ালে মধুচক্রের ব্যবসা, এক ব্যক্তি সহ আটক ৫।।

বালুরঘাট, ৪ জুন: বাড়ির আড়ালে মধুচক্রের ব্যবসা। আপত্তিকর অবস্থায় চার মহিলা সহ এক ব্যক্তিকে হাতে নাতে ধরল স্থানীয়রা। বালুরঘাট শহরের এ কে গোপাল কলোনির ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। এদিকে অভিযুক্ত বাড়ির মালিকিনের শাস্তির দাবিতে বিক্ষোভ ক্ষুব্ধ জনতার। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়ন রয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে শহরের এ কে গোপালন কলোনির আলো দাস নামে এক মহিলার বাড়িতে অপরিচিত এক ব্যক্তি ও দুই যুবতি আসে। আলো দাস তাদের ঘরে ঢুকিয়ে বাইরে থেকে আটকে দেয়। এদিকে বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা চড়াও হয় ওই মহিলার বাড়িতে। ঘরের দরজা ভেঙে আপত্তি কর অবস্থায় এক ব্যক্তি সহ চার মহিলাকে ধরে ফেলে। এদিকে বিষয়টি নজরে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়দের অভিযোগ ওই মহিলা বাড়িতে মধুচক্রের ব্যবসা চালাত। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। পরে পুলিশ কুমারগঞ্জের ডাঙ্গারহাট এলাকার মতিউর সরকার নামে এক ব্যক্তি সহ চার মহিলাকে আটক করে পুলিশ। চার মহিলার মধ্যে দু'জন যুবতি রয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।

এবিষয়ে এলাকাবাসী মিঠু মহন্ত জানান, অপরিচিত এক ব্যক্তি ও দু'জন যুবতি হঠাৎ আলো দাস নামে ওই মহিলার বাড়ি আসে। এদিকে অপরিচিতদের দেখে সঙ্গে সন্দেহ হয় স্থানীয়দের। এরপরই আপত্তিকর অবস্থায় তাদের ধরা হয়। বাড়িতে মধুচক্রের আসর বসানো হয়েছিল। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

এদিকে ধৃত ব্যক্তি মতিউর সরকার জানান, তার কাছ থেকে হাজার টাকা নিয়েছিলেন এক মহিলা। তার বাড়ি কুমারগঞ্জের ডাঙ্গারহাটে। যৌন মিলনের জন্য টাকা নিয়েছিল। কিন্তু ধরা পরে যান তারা।

অন্য দিকে অভিযুক্ত বাড়ি মালকিন আলো দাস জানান, কুমারগঞ্জের ওই ব্যক্তি ও দুই যুবতি তার আত্মীয় হয়। আজ তারা ঘুরতে এসেছিল। স্বামী রিক্সা চালান ও তিনি লোকের বাড়ি কাজ করেন। এখানে কোন ব্যবসা হয় না।

এদিকে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে বালুরঘাট থানার আইসি জয়ন্ত দত্ত জানিয়েছেন।Body:Balurghat Conclusion:Balurghat
Last Updated : Jul 5, 2019, 7:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.