বালুরঘাট, 9 মার্চ : উৎসব-অনুষ্ঠান যাইহোক সারা বছরই কাটে চার দেওয়ালের ভিতরে । ইচ্ছে থাকলেও বাইরের অনুষ্ঠানে যোগ দিতে পারে না তারা । বিশেষ এই দিনগুলোতে পরিবারের কথা খুব মনে পরে । ইচ্ছে থাকলেও আইনি জটিলতার কারণে চার দেওয়ালেই আবদ্ধ থাকে । ওরা আর কেউ নয় বালুরঘাট শুভায়ন হোমের আবাসিক । আনন্দ উল্লাসে তারাও যাতে শামিল হতে পারে তার জন্য এবার উদ্যোগী হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন । আজ দুপুরে জেলা শাসক নিখিল নির্মল, পুলিশ সুপার দেবর্ষি দত্তসহ অন্যান্য আধিকারিকরা বালুরঘাট শুভায়ন হোমে গিয়ে রং খেলেন । তাঁদের সঙ্গে একটু অন্য ভাবে আজকের দিনটা কাটাতে পেরে খুশি হোমের খুদে আবাসিকরাও ।
বালুরঘাট ব্লকের ডাঙা গ্রাম পঞ্চায়েতে হোসেনপুর এলাকায় রয়েছে শুভায়ন হোম । এই সব হোমে মূলত অনাথ এবং বাংলাদেশি শিশু-কিশোরদের রাখা হয় । বর্তমানে শুভায়ন হমে 50 জন আবাসিক রয়েছে । যার মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশি । এই আবাসিকরা সারা বছর চার হোমের চার দেওয়ালের মধ্যেই আবদ্ধ থাকে । আইনি জটিলতার কারণে তারা সবসময় আর পাঁচজনের মতো বাইরে বেরোতে পারে না । যোগ দিতে পারে না কোনও উৎসব- অনুষ্ঠানে । তাই আজ দোলের দিনে তাদের যাতে মন খারাপ না হয়ে পরে তাই জেলা প্রশাসনিক আধিকারিকরা শুভায়ন হোমে যান । খুদে আবাসিকদের সঙ্গে রঙ খেলায় মেতে ওঠেন সকলে । ভাবে কাটাতে পেরে খুশি শুভায়ন হোমের আবাসিকরা ।
এবিষয়ে জেলা শাসক নিখিল নির্মল জানান, আজ দোল উৎসব, কাল হোলি । জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে শুভায়ন হোমে দোল উৎসবের আয়োজন করা হয় । বিশেষ কোনও ব্যাপার নয়, শুভায়ন হোমের আবাসিকদের সঙ্গে রং খেলা হল । আবাসিকদের জন্য দুপুরে বিশেষ খাওয়ার ব্যবস্থাও করা হয়েছে ।
বালুরঘাট শুভায়ন হোমের আবাসিক তরুণ হালদার (পরিবর্তিত নাম) জানায়, তাদের খুব ভালো লাগছে । সকলে মিলেমিশে ভাইয়ে ভাইয়ে রং খেলছেন । জেলা প্রশাসনিক আধিকারিকরাও তাদের সঙ্গে রং খেলছেন । এমনভাবে দোল উৎসব পালন করায়, এসব উৎসবের দিনগুলোতে নিজের লোকদের কাছে না পাওয়ার আক্ষেপ অনেকটাই মিটেছে ।