ETV Bharat / state

গঙ্গারামপুর পৌরসভা : তৃণমূলের আনা অনাস্থার নোটিশ খারিজ হাইকোর্টের - Kolkata

গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে তিন কাউন্সিলরের ডাকা অনাস্থা প্রস্তাবের বৈঠক খারিজ করল হাইকোর্ট ৷ বিচারপতি জানান, অনাস্থা প্রস্তাব সংক্রান্ত বৈঠকের একটি নোটিশ ইশু করার পর নতুন করে কেউ নোটিশ দিতে পারেন না ৷ এটা আইনবিরুদ্ধ ৷

কলকাতা হাইকোর্ট
author img

By

Published : Jul 22, 2019, 8:14 PM IST

Updated : Jul 23, 2019, 10:00 AM IST

কলকাতা, 22 জুলাই : গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে আনা তিন কাউন্সিলরের অনাস্থা প্রস্তাব খারিজ করল কলকাতা হাইকোর্ট ৷ আজ বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় এই নির্দেশ দেন ৷

16 জুলাই গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রর বিরুদ্ধে অনাস্থা সংক্রান্ত চিঠি দেন ভাইস চেয়ারম্যান তুলসিপ্রসাদ চৌধুরি ৷ ওই প্রস্তাবে 5 অগাস্ট অনাস্থা সংক্রান্ত বৈঠকের কথা বলা হয় ৷ কিন্তু ভাইস চেয়ারম্যানের ডাকা অনাস্থা সংক্রান্ত বৈঠকের পালটা 19 জুলাই পৌরসভার তিনজন তৃণমূল কাউন্সিলর রাকেশ পন্ডিত, অতনু রায় ও অমলেন্দু সরকার 23 জুলাই সকাল 11টা নাগাদ অনাস্থা সংক্রান্ত বৈঠক ডাকেন ৷ এর বিরুদ্ধেই হাইকোর্টের দ্বারস্থ হন পৌরসভা ভাইস চেয়ারম্যান ৷ সেই মামলার রায় দিল হাইকোর্ট ৷ এই রায়ে খুশি গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র ৷

আরও পড়ুন : বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাস বয়কটের সিদ্ধান্ত রাজ্য সরকারের আইনজীবীদের

আজ হাইকোর্ট তৃণমূল কাউন্সিলরদের ডাকা অনাস্থা প্রস্তাব আনার বৈঠকের নোটিশ খারিজ করেন ৷ বিচারপতি জানান, অনাস্থা প্রস্তাব সংক্রান্ত বৈঠকের একটি নোটিশ ইশু করার পর আবার একটি নোটিশ কেউ দিতে পারেন না ৷ এটা আইনবিরুদ্ধ ৷ ফলে আগামী 5 অগাস্ট গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের বৈঠক হবে ৷

আরও পড়ুন : এত নির্লজ্জ কেন? বনগাঁর পৌরপ্রধানকে ভর্ৎসনা বিচারপতির

প্রশান্ত মিত্রর বিরুদ্ধে 24 জুন পৌরসভার বাইস চেয়ারম্যান অমলেন্দু সরকারসহ আরও 9 জন কাউন্সিলর অনাস্থা প্রস্তাব আনেন ৷ কিন্তু প্রশান্ত মিত্র পৌর আইন অনুযায়ী ভাইস চেয়ারম্যান পদ থেকে অমলেন্দু সরকারকে অপসারণ করেন ৷ সেই সঙ্গে 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তুলসিপ্রসাদ চৌধুরিকে ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত করেন ৷ ভাইস চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে তুলসিবাবু 5 অগাস্ট অনাস্থা প্রস্তাবের বৈঠকের ডাক দেন ৷ তাঁর বিরুদ্ধে গিয়ে তৃণমূলের কাউন্সিলররা আগামীকাল অনাস্থা প্রস্তাবের বৈঠক ডাকেন ৷ সেই বৈঠকের নোটিশ খারিজ করে দেয় আদালত ৷ যদিও জেলা তৃণমূলের সভানেত্রী অর্পিতা ঘোষ জানান, হাইকোর্টের আজকের রায় শুনেছেন ৷ তবে রায়ের কোনও কপি তাঁরা হাতে পাননি ৷ পৌরসভায় তৃণমূলের সংখ্যাগরিষ্ঠতা আছে ৷ ফলে অনাস্থা হবেই ৷

এবিষয়ে প্রশান্তবাবু বলেন, "এটা তো নিয়মের বিরুদ্ধে ছিল ৷ আমি সেটা জানতাম যে এভাবে হয় না ৷ ওরা জোর করে অনাস্থা প্রস্তাব এনেছিল ৷ অবশ্য হাইকোর্ট আজ প্রস্তাব খারিজ করে দিয়েছে ৷ নৈতিক জয় হল ৷ "

কলকাতা, 22 জুলাই : গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে আনা তিন কাউন্সিলরের অনাস্থা প্রস্তাব খারিজ করল কলকাতা হাইকোর্ট ৷ আজ বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় এই নির্দেশ দেন ৷

16 জুলাই গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রর বিরুদ্ধে অনাস্থা সংক্রান্ত চিঠি দেন ভাইস চেয়ারম্যান তুলসিপ্রসাদ চৌধুরি ৷ ওই প্রস্তাবে 5 অগাস্ট অনাস্থা সংক্রান্ত বৈঠকের কথা বলা হয় ৷ কিন্তু ভাইস চেয়ারম্যানের ডাকা অনাস্থা সংক্রান্ত বৈঠকের পালটা 19 জুলাই পৌরসভার তিনজন তৃণমূল কাউন্সিলর রাকেশ পন্ডিত, অতনু রায় ও অমলেন্দু সরকার 23 জুলাই সকাল 11টা নাগাদ অনাস্থা সংক্রান্ত বৈঠক ডাকেন ৷ এর বিরুদ্ধেই হাইকোর্টের দ্বারস্থ হন পৌরসভা ভাইস চেয়ারম্যান ৷ সেই মামলার রায় দিল হাইকোর্ট ৷ এই রায়ে খুশি গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র ৷

আরও পড়ুন : বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাস বয়কটের সিদ্ধান্ত রাজ্য সরকারের আইনজীবীদের

আজ হাইকোর্ট তৃণমূল কাউন্সিলরদের ডাকা অনাস্থা প্রস্তাব আনার বৈঠকের নোটিশ খারিজ করেন ৷ বিচারপতি জানান, অনাস্থা প্রস্তাব সংক্রান্ত বৈঠকের একটি নোটিশ ইশু করার পর আবার একটি নোটিশ কেউ দিতে পারেন না ৷ এটা আইনবিরুদ্ধ ৷ ফলে আগামী 5 অগাস্ট গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের বৈঠক হবে ৷

আরও পড়ুন : এত নির্লজ্জ কেন? বনগাঁর পৌরপ্রধানকে ভর্ৎসনা বিচারপতির

প্রশান্ত মিত্রর বিরুদ্ধে 24 জুন পৌরসভার বাইস চেয়ারম্যান অমলেন্দু সরকারসহ আরও 9 জন কাউন্সিলর অনাস্থা প্রস্তাব আনেন ৷ কিন্তু প্রশান্ত মিত্র পৌর আইন অনুযায়ী ভাইস চেয়ারম্যান পদ থেকে অমলেন্দু সরকারকে অপসারণ করেন ৷ সেই সঙ্গে 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তুলসিপ্রসাদ চৌধুরিকে ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত করেন ৷ ভাইস চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে তুলসিবাবু 5 অগাস্ট অনাস্থা প্রস্তাবের বৈঠকের ডাক দেন ৷ তাঁর বিরুদ্ধে গিয়ে তৃণমূলের কাউন্সিলররা আগামীকাল অনাস্থা প্রস্তাবের বৈঠক ডাকেন ৷ সেই বৈঠকের নোটিশ খারিজ করে দেয় আদালত ৷ যদিও জেলা তৃণমূলের সভানেত্রী অর্পিতা ঘোষ জানান, হাইকোর্টের আজকের রায় শুনেছেন ৷ তবে রায়ের কোনও কপি তাঁরা হাতে পাননি ৷ পৌরসভায় তৃণমূলের সংখ্যাগরিষ্ঠতা আছে ৷ ফলে অনাস্থা হবেই ৷

এবিষয়ে প্রশান্তবাবু বলেন, "এটা তো নিয়মের বিরুদ্ধে ছিল ৷ আমি সেটা জানতাম যে এভাবে হয় না ৷ ওরা জোর করে অনাস্থা প্রস্তাব এনেছিল ৷ অবশ্য হাইকোর্ট আজ প্রস্তাব খারিজ করে দিয়েছে ৷ নৈতিক জয় হল ৷ "

Intro:বনগা পুরসভা ও গঙ্গারামপুর পুরসভা সংক্রান্ত বাইট Body:বনগা ও গঙ্গারামপুর সংক্রান্ত বাইট Conclusion:
Last Updated : Jul 23, 2019, 10:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.