ETV Bharat / state

টিউবওয়েল আছে, জল নেই; গরম পড়তেই বাড়ছে বিপদ - bringing water

টিউবওয়েল আছে। কিন্তু, জল নেই। ফলে বাধ্য হয়ে দু'কিলোমিটার দূর থেকে জল আনতে হচ্ছে গ্রামবাসীদের। এই দৃশ্য ধরা পড়ল গঙ্গারামপুর ব্লকের ৪ নম্বর নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের হাপুনিয়া গ্রামে।

টিউবওয়েল আছে, জল নেই
author img

By

Published : Mar 13, 2019, 1:37 PM IST

গঙ্গারামপুর, ১৩ মার্চ : টিউবওয়েল আছে। কিন্তু, জল নেই। ফলে বাধ্য হয়ে দু'কিলোমিটার দূর থেকে জল আনতে হচ্ছে গ্রামবাসীদের। এই দৃশ্য ধরা পড়ল গঙ্গারামপুর ব্লকের ৪ নম্বর নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের হাপুনিয়া গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ, এই বিষয়ে অনেকবার গ্রাম পঞ্চায়েত প্রধানকে বলা সত্ত্বেও তিনি কোনও ব্যবস্থা গ্রহণ করেননি।

হাপুনিয়া গ্রামের স্থানীয় বাসিন্দারা বলেন, "আমাদের পুকুরের জলেই সব কাজ করতে হয়। মাস খানেক ধরে টিউবওয়েলগুলি খারাপ। জল ছাড়া আমরা বাঁচব কী করে ? অনেকবার এই বিষয়ে পঞ্চায়েত প্রধানকে জানিয়েও কোনও লাভ হয়নি। গরমের মধ্যে আমাদের দু'কিলোমিটার দূর থেকে জল আনতে হয়।"

গঙ্গারামপুর ব্লকের BDO বিশ্বজিৎ ধং বলেন, "আমরা খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করব।"

গঙ্গারামপুর, ১৩ মার্চ : টিউবওয়েল আছে। কিন্তু, জল নেই। ফলে বাধ্য হয়ে দু'কিলোমিটার দূর থেকে জল আনতে হচ্ছে গ্রামবাসীদের। এই দৃশ্য ধরা পড়ল গঙ্গারামপুর ব্লকের ৪ নম্বর নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের হাপুনিয়া গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ, এই বিষয়ে অনেকবার গ্রাম পঞ্চায়েত প্রধানকে বলা সত্ত্বেও তিনি কোনও ব্যবস্থা গ্রহণ করেননি।

হাপুনিয়া গ্রামের স্থানীয় বাসিন্দারা বলেন, "আমাদের পুকুরের জলেই সব কাজ করতে হয়। মাস খানেক ধরে টিউবওয়েলগুলি খারাপ। জল ছাড়া আমরা বাঁচব কী করে ? অনেকবার এই বিষয়ে পঞ্চায়েত প্রধানকে জানিয়েও কোনও লাভ হয়নি। গরমের মধ্যে আমাদের দু'কিলোমিটার দূর থেকে জল আনতে হয়।"

গঙ্গারামপুর ব্লকের BDO বিশ্বজিৎ ধং বলেন, "আমরা খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করব।"

Intro:গরম শুরু হতেই গঙ্গারামপুরব্লকের হাপুনিয়াতে শুরু হয়েছে জলের কষ্ট ।।


গঙ্গারামপুর : 13 মার্চ :- গঙ্গারামপুর ব্লকের 4 নং নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের হাপুনিয়া এলাকার গ্রামটিতে প্রায় 3-4 টি মার্ট টু টিউবওয়েল আছে ।কিন্তু কোনো মার্ট টু টিউবওয়েলে জল না থাকায় সমস্যায় পড়তে হয়েছে এলাকাবাসিদের ।
হাপুনিয়া এলাকার গ্রামটিতে প্রায় 3-4 টি মার্ট টু টিউবওয়েল আছে ।কিন্তু কোনো মার্ট টু টিউবওয়েলে জল না থাকায় সমস্যায় পড়তে হয়েছে এলাকাবাদীদের ।গ্রামটিতে জল না থাকায় দুই কিলোমিটার দূরে গিয়ে জল আনতে হচ্ছে ।গ্রামবাসীদের অভিযোগ উঠেছে প্রায় এক থেকে দেড় মাস হলো হাপুনিয়া গ্রামের মার্ট টু টিউবওয়েল গুলোতে কোনো প্রকার জল ওঠে না , সেই কারণে গ্রামের পুরুষ মহিলাদের কে দুই কিলোমিটার দূরে গিয়ে জল আনতে হয় ।বহুবার পঞ্চায়েত কে বলা সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো কাজ হয় নি ।
ঐ এলাকার বাসিন্দা নীলিমা রায় অভিযোগ করে বলেন আমাদের গ্রামের 4-5 টি টিউবওয়েল খারাপ হবার কারণে আমাদেরকে পুকুরের জল দিয়ে স্নান, কাপরকাচা সহ বিভিন্ন কাজ কর্ম করতে হয় ।কিন্তু খাবার জল আনতে প্রায় দুই কিলোমিটার দূরত্বে যেতে হয় ।প্রশাসন কে বহুবার বলা সত্ত্বেও কোনো কাজ হয় নি ।কবে আমাদের গ্রামের কলগুলো থেকে জল পড়বে সেই আশায় আছি ।

গঙ্গারামপুর ব্লকের বিডিও বিশ্বজিৎ ধং জানান আমরা খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করবো


Body:গরম শুরু হতেই গঙ্গারামপুরব্লকের হাপুনিয়াতে শুরু হয়েছে জলের কষ্ট ।।


গঙ্গারামপুর : 13 মার্চ :- গঙ্গারামপুর ব্লকের 4 নং নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের হাপুনিয়া এলাকার গ্রামটিতে প্রায় 3-4 টি মার্ট টু টিউবওয়েল আছে ।কিন্তু কোনো মার্ট টু টিউবওয়েলে জল না থাকায় সমস্যায় পড়তে হয়েছে এলাকাবাসিদের ।
হাপুনিয়া এলাকার গ্রামটিতে প্রায় 3-4 টি মার্ট টু টিউবওয়েল আছে ।কিন্তু কোনো মার্ট টু টিউবওয়েলে জল না থাকায় সমস্যায় পড়তে হয়েছে এলাকাবাদীদের ।গ্রামটিতে জল না থাকায় দুই কিলোমিটার দূরে গিয়ে জল আনতে হচ্ছে ।গ্রামবাসীদের অভিযোগ উঠেছে প্রায় এক থেকে দেড় মাস হলো হাপুনিয়া গ্রামের মার্ট টু টিউবওয়েল গুলোতে কোনো প্রকার জল ওঠে না , সেই কারণে গ্রামের পুরুষ মহিলাদের কে দুই কিলোমিটার দূরে গিয়ে জল আনতে হয় ।বহুবার পঞ্চায়েত কে বলা সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো কাজ হয় নি ।
ঐ এলাকার বাসিন্দা নীলিমা রায় অভিযোগ করে বলেন আমাদের গ্রামের 4-5 টি টিউবওয়েল খারাপ হবার কারণে আমাদেরকে পুকুরের জল দিয়ে স্নান, কাপরকাচা সহ বিভিন্ন কাজ কর্ম করতে হয় ।কিন্তু খাবার জল আনতে প্রায় দুই কিলোমিটার দূরত্বে যেতে হয় ।প্রশাসন কে বহুবার বলা সত্ত্বেও কোনো কাজ হয় নি ।কবে আমাদের গ্রামের কলগুলো থেকে জল পড়বে সেই আশায় আছি ।

গঙ্গারামপুর ব্লকের বিডিও বিশ্বজিৎ ধং জানান আমরা খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করবো


Conclusion:গরম শুরু হতেই গঙ্গারামপুরব্লকের হাপুনিয়াতে শুরু হয়েছে জলের কষ্ট ।।


গঙ্গারামপুর : 13 মার্চ :- গঙ্গারামপুর ব্লকের 4 নং নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের হাপুনিয়া এলাকার গ্রামটিতে প্রায় 3-4 টি মার্ট টু টিউবওয়েল আছে ।কিন্তু কোনো মার্ট টু টিউবওয়েলে জল না থাকায় সমস্যায় পড়তে হয়েছে এলাকাবাসিদের ।
হাপুনিয়া এলাকার গ্রামটিতে প্রায় 3-4 টি মার্ট টু টিউবওয়েল আছে ।কিন্তু কোনো মার্ট টু টিউবওয়েলে জল না থাকায় সমস্যায় পড়তে হয়েছে এলাকাবাদীদের ।গ্রামটিতে জল না থাকায় দুই কিলোমিটার দূরে গিয়ে জল আনতে হচ্ছে ।গ্রামবাসীদের অভিযোগ উঠেছে প্রায় এক থেকে দেড় মাস হলো হাপুনিয়া গ্রামের মার্ট টু টিউবওয়েল গুলোতে কোনো প্রকার জল ওঠে না , সেই কারণে গ্রামের পুরুষ মহিলাদের কে দুই কিলোমিটার দূরে গিয়ে জল আনতে হয় ।বহুবার পঞ্চায়েত কে বলা সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো কাজ হয় নি ।
ঐ এলাকার বাসিন্দা নীলিমা রায় অভিযোগ করে বলেন আমাদের গ্রামের 4-5 টি টিউবওয়েল খারাপ হবার কারণে আমাদেরকে পুকুরের জল দিয়ে স্নান, কাপরকাচা সহ বিভিন্ন কাজ কর্ম করতে হয় ।কিন্তু খাবার জল আনতে প্রায় দুই কিলোমিটার দূরত্বে যেতে হয় ।প্রশাসন কে বহুবার বলা সত্ত্বেও কোনো কাজ হয় নি ।কবে আমাদের গ্রামের কলগুলো থেকে জল পড়বে সেই আশায় আছি ।

গঙ্গারামপুর ব্লকের বিডিও বিশ্বজিৎ ধং জানান আমরা খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করবো



ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.