বালুরঘাট, 9 জুলাই : বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলায় ব্রড বেস কনটেইনমেন্ট জ়োনের নতুন নির্দেশিকা জারি হল । গতকালের প্রস্তাবের তুলনায় ব্রডার কনটেইনমেন্ট জ়োনের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে । ওই এলাকাগুলিতে আজ বিকেল থেকে করা লকডাউন জারি করা হয়েছে ।
নতুন নির্দেশিকায় 3টি পৌরসভা ও 7টি ব্লক রয়েছে । জানা গেছে, বালুরঘাট শহরে ২৫ টি ওয়ার্ডের বদলে মাত্র ১০ টি ওয়ার্ড, গঙ্গারামপুর পৌরসভার ১৮ টি মধ্যে মাত্র ২ ওয়ার্ড এবং বুনিয়াদপুর পৌরসভার ১৪ টি ওয়ার্ডের মধ্যে মাত্র ৩ টি ওয়ার্ডে ব্রডার কনটেইনমেন্ট জ়োন করা হয়েছে । বালুরঘাট পৌরসভার ১, ৪, ৬, ৮, ১২, ১৩, ১৪, ১৫, ১৯ এবং ২১ নম্বর ওয়ার্ড । গঙ্গারামপুর পৌরসভার ৮ ও ১৬ নম্বর ওয়ার্ড এবং বুনিয়াদপুর পৌরসভার ২ ও ৮ নম্বর ওয়ার্ড কনটেইনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করা হয়েছে ।
এছাড়াও বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের মধ্যে খিদিরপুর ও গাজিপুর, চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব হরিহরপুর, বোল্লা গ্রাম পঞ্চায়েতের বিকুচ ও বানহাট, পতিরাম গ্রাম পঞ্চায়েতের ঝাপুসি, জলঘর গ্রাম পঞ্চায়েতের চককাশি, চকভৃগু গ্রাম পঞ্চায়েতের চন্দ্রদৌলা ও চক চন্দন সংসদকে কনটেইনমেন্ট জ়োন করা হয়েছে ।
কুমারগঞ্জের রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের চকরামরাই, ভোঁওড় গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর ও সিতাহার সংসদ, গঙ্গারামপুর ব্লকের উদয় গ্রাম পঞ্চায়েতের মোস্তফাপুর ও পঞ্চগ্রাম পইতাদিঘি, গঙ্গারামপুর গ্রাম পঞ্চায়েতের গোপালপুর, চালুন গ্রাম পঞ্চায়েতের প্রান সাগর ও সিলিমপুর, বেলবাড়ি- ২ গ্রাম পঞ্চায়েতের মহারাজপুর ও উত্তর নারায়ণপুর, অশোকগ্রাম গ্রাম পঞ্চায়েতের দু-মুঠো ফরিদপুর, দমদমা গ্রাম পঞ্চায়েতের রঘুনাথ বাটি ও রামচন্দ্রপুর ।
হরিরামপুর ব্লকের সৈয়দপুর, বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের গুড়খইর, কুশমণ্ডি ব্লকের মাঝপাড়া, মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের নানাহার, তপন ব্লকের তপন চণ্ডিপুর গ্রাম পঞ্চায়েতের কালিবাগ, গুরাইল গ্রাম পঞ্চায়েতের হাট দিঘি, হরসুরা গ্রাম পঞ্চায়েতের হরসুরা গ্রাম ও সুহরি, আজমতপুর গ্রাম পঞ্চায়েতের মনোহলি, হিলি গ্রাম ব্লকের বিনশিড়া গ্রাম পঞ্চায়েতের বিনশিড়া গ্রাম ও পূর্ব মস্তাফাপুর, এই সমস্ত সংসদকেই কনটেইনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করা হয়েছে।
দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জারি করা নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় ও অত্যাবশ্যকীয় সামগ্রীর দোকান খোলা থাকবে । অন্য সব ধরণের দোকানপাট বন্ধ থাকবে । সমস্ত রকমের জমায়েতও নিষিদ্ধ । টোটো, বেসরকারি বা ব্যক্তিগত সমস্ত যান চলাচল বন্ধ রাখতে হবে । তবে জাতীয় সড়কে চলাচল করা যানে কোনও বাধা থাকছে না । সরকারি ও বেসরকারি অফিসে 50 শতাংশ কর্মী নিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে ।
এ বিষয়ে জেলা শাসক নিখিল নির্মল বলেন, "নতুন করে আজ জেলায় কনটেইনমেন্ট জ়োনের নির্দেশিকা জারি করা হয়েছে । এই কনটেইনমেন্ট জ়োনে অত্যাবশকীয় ছাড়া সব ধরণের দোকানপাট বন্ধ থাকবে । এ ছাড়াও এই সব জ়োনে কোন গাড়ি চলাচল করবে না ।